ETV Bharat / bharat

CAB পাশ হওয়ার পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের বিদেশমন্ত্রীর

author img

By

Published : Dec 12, 2019, 4:45 PM IST

Updated : Dec 12, 2019, 5:54 PM IST

12 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফরে আসার কথা ছিল ৷ তাৎপর্যপূর্ণভাবে গতরাতে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল, 2019 পাশ হওয়ার পরেই আজ ঢাকার তরফে সফর বাতিলের কথা জানানো হয় ৷

CAB
বাংলাদেশ বিদেশমন্ত্রী আবদুল মোমেন

দিল্লি, 12 ডিসেম্বর : ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন ৷ 12 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফরে আসার কথা ছিল ৷ তাৎপর্যপূর্ণভাবে গতরাতে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল, 2019 পাশ হওয়ার পরেই আজ ঢাকার তরফে সফর বাতিলের কথা জানানো হয় ৷

এই সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ইশু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল বাংলাদেশের বিদেশমন্ত্রীর ৷ নাগরিকত্ব সংশোধনী বিল, 2019 প্রসঙ্গে আজ মুখ খুলেছেন আবদুল মোমেন ৷ তিনি বলেন, "এই বিল ভারতের ধর্মনিরপেক্ষ ভাবাদর্শের পরিপন্থী ৷" পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অবিচারের শিকার হচ্ছে বলে যে অভিযোগ উঠছে, তার কোনও বাস্তব ভিত্তি নেই বলে দাবি করেছেন তিনি ।

  • Bangladesh Foreign Minister AK Abdul Momen: Given increasing demand at home, I have decided to cancel the visit. However, I am looking forward to attending the next meeting in January. I am sending our DG to attend the event. https://t.co/A0uHXuU73u

    — ANI (@ANI) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অসম ও ত্রিপুরায় আধা-সেনা, গুয়াহাটি ও ডিব্রুগড়ে কার্ফু ; বন্ধ ইন্টারনেট

যদিও সফর বাতিলের কারণ প্রসঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দেশে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান রয়েছে । বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ও বিদেশ সচিব দেশের বাইরে ৷ তাই ওই দুই অনুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকতে হবে ৷ ফলে ভারত সফর বাতিল করতে হয়েছে । তিনি বলেন, "জানুয়ারিতে আমি ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছি ৷ ডিসেম্বরের বৈঠকে আমাদের DG -কে পাঠানো হচ্ছে ৷ "

  • MEA:...during the military rule&also during the previous govt's in Bangladesh.We have also acknowledged&we are aware that the present govt in Bangladesh has taken several steps to address the concerns of minorities living there as per their Constitutional provisions. (2/2) https://t.co/EYVEM5sK28

    — ANI (@ANI) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবদুল মোমেনের দিল্লি সফর বাতিলের পর আজ ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ৷ তিনি বলেন, "CAB নিয়ে কিছু ভুল ধারণা তৈরি হয়েছে ৷ আমরা ভারতের তরফে বিষয়টি স্পষ্ট করে দিতে চাই ৷ বাংলাদেশের বর্তমান সরকার সে দেশে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় যথেষ্ট সচেতন । তবে সেই দেশে যখন সামরিক শাসন চলছিল, তখন সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে ৷ সেই কারণে বাংলাদেশ থেকে বহু সংখ্যালঘু শরণার্থী ভারতে এসে আশ্রয় নিয়েছেন ৷ তবে বর্তমান সরকার তাদের দেশের সংখ্যালঘুদের কথা ভেবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ৷ " বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফর বাতিল প্রসঙ্গে রবীশ কুমার বলেন, " তিনি (আবদুল মোমেন) ভারত সফর বাতিল করার জন্য নির্দিষ্ট কারণ জানিয়েছেন ৷ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্টই মজবুত ৷ এর আগে দুই দেশের প্রধানই বর্তমান সময়কে সাম্প্রতিক ইতিহাসে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে সেরা সময় বলে স্বীকার করেছেন ৷"

দিল্লি, 12 ডিসেম্বর : ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন ৷ 12 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফরে আসার কথা ছিল ৷ তাৎপর্যপূর্ণভাবে গতরাতে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল, 2019 পাশ হওয়ার পরেই আজ ঢাকার তরফে সফর বাতিলের কথা জানানো হয় ৷

এই সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ইশু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল বাংলাদেশের বিদেশমন্ত্রীর ৷ নাগরিকত্ব সংশোধনী বিল, 2019 প্রসঙ্গে আজ মুখ খুলেছেন আবদুল মোমেন ৷ তিনি বলেন, "এই বিল ভারতের ধর্মনিরপেক্ষ ভাবাদর্শের পরিপন্থী ৷" পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অবিচারের শিকার হচ্ছে বলে যে অভিযোগ উঠছে, তার কোনও বাস্তব ভিত্তি নেই বলে দাবি করেছেন তিনি ।

  • Bangladesh Foreign Minister AK Abdul Momen: Given increasing demand at home, I have decided to cancel the visit. However, I am looking forward to attending the next meeting in January. I am sending our DG to attend the event. https://t.co/A0uHXuU73u

    — ANI (@ANI) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অসম ও ত্রিপুরায় আধা-সেনা, গুয়াহাটি ও ডিব্রুগড়ে কার্ফু ; বন্ধ ইন্টারনেট

যদিও সফর বাতিলের কারণ প্রসঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দেশে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান রয়েছে । বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ও বিদেশ সচিব দেশের বাইরে ৷ তাই ওই দুই অনুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকতে হবে ৷ ফলে ভারত সফর বাতিল করতে হয়েছে । তিনি বলেন, "জানুয়ারিতে আমি ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছি ৷ ডিসেম্বরের বৈঠকে আমাদের DG -কে পাঠানো হচ্ছে ৷ "

  • MEA:...during the military rule&also during the previous govt's in Bangladesh.We have also acknowledged&we are aware that the present govt in Bangladesh has taken several steps to address the concerns of minorities living there as per their Constitutional provisions. (2/2) https://t.co/EYVEM5sK28

    — ANI (@ANI) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবদুল মোমেনের দিল্লি সফর বাতিলের পর আজ ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ৷ তিনি বলেন, "CAB নিয়ে কিছু ভুল ধারণা তৈরি হয়েছে ৷ আমরা ভারতের তরফে বিষয়টি স্পষ্ট করে দিতে চাই ৷ বাংলাদেশের বর্তমান সরকার সে দেশে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় যথেষ্ট সচেতন । তবে সেই দেশে যখন সামরিক শাসন চলছিল, তখন সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে ৷ সেই কারণে বাংলাদেশ থেকে বহু সংখ্যালঘু শরণার্থী ভারতে এসে আশ্রয় নিয়েছেন ৷ তবে বর্তমান সরকার তাদের দেশের সংখ্যালঘুদের কথা ভেবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ৷ " বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফর বাতিল প্রসঙ্গে রবীশ কুমার বলেন, " তিনি (আবদুল মোমেন) ভারত সফর বাতিল করার জন্য নির্দিষ্ট কারণ জানিয়েছেন ৷ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্টই মজবুত ৷ এর আগে দুই দেশের প্রধানই বর্তমান সময়কে সাম্প্রতিক ইতিহাসে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে সেরা সময় বলে স্বীকার করেছেন ৷"

Mumbai, Dec 12 (ANI): On the occasion of Thalaiva's 70th birthday, Maharashtra Rajinikanth Fans Welfare Association celebrated his birthday in Mumbai. They all gathered in front of a temple and cut a cake. Fans also chanted 'Happy Birthday Thalaiva'. Superstar Rajinikanth is honoured and awarded with Padma Bhushan and Padma Vibhushan.
Last Updated : Dec 12, 2019, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.