কল্যাণী, 20 সেপ্টেম্বর: থ্রেট-কালচারের অভিযোগে বহিষ্কার করা হল 40 জন ডাক্তারি পড়ুয়াকে ৷ হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার নদিয়ার রাজ্য সরকার পরিচালিত কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালের পড়ুয়াদের বহিষ্কার করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ওই পড়ুয়াদের বিরুদ্ধে অন্য পড়ুয়াদের হুমকি দেওয়া, ভয় দেখানোর অভিযোগ উঠেছে ৷ কলেজ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷
ওই বৈঠকে জানানো হয়েছে, "প্রাথমিকভাবে বহু প্রমাণ মিলেছে, পড়ুয়ারা ব্যক্তিগত অভিযোগ জানিয়েছে, ডিজিটাল তথ্য রয়েছে ৷ এই সবকিছুর ভিত্তিতে এক্সটেনডেড কলেজ কাউন্সিল ওই ডাক্তারি পড়ুয়াদের কমপক্ষে 6 মাসের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে ৷ আজ থেকেই তাঁরা হস্টেল, হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবেন না ৷ পূর্ণাঙ্গ তদন্ত হওয়া এখনও বাকি আছে ৷"
বহিষ্কার হওয়া ডাক্তারি পড়ুয়ারা শুধুমাত্র কলেজে প্রবেশ করতে পারবেন ৷ কিন্তু হস্টেল এবং হাসপাতালে যেতে পারবেন না ৷ পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ওই ডাক্তারি পড়ুয়াদের ৷ এরপর ব়্যাগিং বিরোধী কমিটি বা অন্য কোনও বিশেষ তদন্তকারী কমিটি তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে ৷ এই বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, পড়ুয়াদের স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ভেঙে দেওয়া হচ্ছে ৷ আগামী নোটিস না পাওয়া পর্যন্ত বা ছাত্রদের নির্বাচন না হওয়া পর্যন্ত স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি থাকছে না ৷ ছাত্র সংসদ নির্বাচনে বহিষ্কৃত 40 জন পড়ুয়ার কেউ অংশ নিতে পারবেন না ৷
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে 'থ্রেট কালচার' বন্ধ হওয়া অবশ্য প্রয়োজন ৷ আর কখনও যেন হাসপাতালে এরকম অবস্থা না হয় ৷ এই পুরো তদন্ত পদ্ধতি নিয়ে ছাত্র সংগঠনের কিছু বলার থাকতে পারে না ৷
এদিকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, তাঁরা আংশিক কর্মবিরতি তুলে নেবেন ৷ শুক্রবার বিকেলে জুনিয়র ডাক্তারি পড়ুয়ারা স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন ৷ আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে এই মিছিল হবে ৷ এরপর শনিবার থেকে জুনিয়র ডাক্তাররা জরুরি বিভাগে কাজে ফিরবেন ৷