ETV Bharat / bharat

বাইক থেকে নামিয়ে যুবককে বেধড়ক মার পুলিশের : ভিডিয়ো

কী কারণে রিঙ্কুকে মারধর করা হল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এক শিশুকে চাপিয়ে রিঙ্কু মোটর সাইকেলে করে যাচ্ছিলেন ৷ গাড়ির কাগজপত্র চেক করার জন্য তাঁকে দাঁড় করান দুই পুলিশকর্মী ৷ তাঁদের সঙ্গে বচসা বেধে যায় তাঁর ৷ এরপরই রিঙ্কুকে বাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তাঁকে এলোপাথাড়ি মারধর করতে থাকেন ওই দুই পুলিশকর্মী ৷

যুবককে মারধর পুলিশের
author img

By

Published : Sep 13, 2019, 2:20 PM IST

লখনউ, 13 সেপ্টেম্বর : পুলিশের সঙ্গে বচসা ৷ যুবককে বাইক থেকে রাস্তায় টেনে হিঁচড়ে নামিয়ে চলল বেধড়ক মার ৷ মারধর করলেন দুই পুলিশকর্মী ৷ ওই যুবকের নাম রিঙ্কু পাণ্ডে ৷ গতকাল সামনে এসেছে ঘটনার ভিডিয়ো ৷ উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগরের নেপাল বর্ডারের কাছের ঘটনা ৷ ওই দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷ তাঁদের মধ্যে একজন সাব-ইনস্পেক্টর বীরেন্দ্র মিশ্র ও অপরজন হেড কনস্টেবল মহেন্দ্র প্রসাদ ৷

দেখুন ঘটনার ভিডিয়ো

কী কারণে রিঙ্কুকে মারধর করা হল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এক শিশুকে চাপিয়ে রিঙ্কু মোটর সাইকেলে করে যাচ্ছিলেন ৷ গাড়ির কাগজপত্র চেক করার জন্য তাঁকে দাঁড় করান দুই পুলিশকর্মী ৷ তাঁদের সঙ্গে বচসা বেধে যায় তাঁর ৷ এরপরই রিঙ্কুকে বাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তাঁকে এলোপাথাড়ি মারধর করতে থাকেন ওই দুই পুলিশকর্মী ৷ ঘটনার ভিডিয়ো করেন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক পথচারী ৷ ভিডিয়োতে দেখা যায় বীরেন্দ্র ও মহেন্দ্র তাঁকে বাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি মারধর করছেন৷ তাঁদের মধ্যে একজন রিঙ্কুর পিঠের উপর বসে তাঁকে মারতে থাকেন ৷ শুধু এখানেই থেমে থাকেননি তাঁরা ৷ রিঙ্কুর চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে আসেন তাঁরা ৷

ঘটনায় আহত হয়েছে ওই শিশুও ৷ সম্পর্কে সে রিঙ্কুর ভাইপো ৷ ভিডিয়োতে রিঙ্কুকে বলতে শোনা গেছে, "আমার যদি কোনও ভুল থাকে তো আমায় আপনারা জেলে পুরুন ৷" ভিডিয়োর শেষের দিকে দেখা গেছে রিঙ্কুর মোটর সাইকেলের চাবি ছিনিয়ে নিতে চাইছেন ওই দুই পুলিশকর্মী ৷ তা দিতে অস্বীকার করছেন রিঙ্কু ৷ তাঁকে শেষে বলতে শোনা গেছে, "আপনারা বলুন আমার দোষটা কী ছিল?"

লখনউ, 13 সেপ্টেম্বর : পুলিশের সঙ্গে বচসা ৷ যুবককে বাইক থেকে রাস্তায় টেনে হিঁচড়ে নামিয়ে চলল বেধড়ক মার ৷ মারধর করলেন দুই পুলিশকর্মী ৷ ওই যুবকের নাম রিঙ্কু পাণ্ডে ৷ গতকাল সামনে এসেছে ঘটনার ভিডিয়ো ৷ উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগরের নেপাল বর্ডারের কাছের ঘটনা ৷ ওই দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷ তাঁদের মধ্যে একজন সাব-ইনস্পেক্টর বীরেন্দ্র মিশ্র ও অপরজন হেড কনস্টেবল মহেন্দ্র প্রসাদ ৷

দেখুন ঘটনার ভিডিয়ো

কী কারণে রিঙ্কুকে মারধর করা হল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এক শিশুকে চাপিয়ে রিঙ্কু মোটর সাইকেলে করে যাচ্ছিলেন ৷ গাড়ির কাগজপত্র চেক করার জন্য তাঁকে দাঁড় করান দুই পুলিশকর্মী ৷ তাঁদের সঙ্গে বচসা বেধে যায় তাঁর ৷ এরপরই রিঙ্কুকে বাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তাঁকে এলোপাথাড়ি মারধর করতে থাকেন ওই দুই পুলিশকর্মী ৷ ঘটনার ভিডিয়ো করেন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক পথচারী ৷ ভিডিয়োতে দেখা যায় বীরেন্দ্র ও মহেন্দ্র তাঁকে বাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি মারধর করছেন৷ তাঁদের মধ্যে একজন রিঙ্কুর পিঠের উপর বসে তাঁকে মারতে থাকেন ৷ শুধু এখানেই থেমে থাকেননি তাঁরা ৷ রিঙ্কুর চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে আসেন তাঁরা ৷

ঘটনায় আহত হয়েছে ওই শিশুও ৷ সম্পর্কে সে রিঙ্কুর ভাইপো ৷ ভিডিয়োতে রিঙ্কুকে বলতে শোনা গেছে, "আমার যদি কোনও ভুল থাকে তো আমায় আপনারা জেলে পুরুন ৷" ভিডিয়োর শেষের দিকে দেখা গেছে রিঙ্কুর মোটর সাইকেলের চাবি ছিনিয়ে নিতে চাইছেন ওই দুই পুলিশকর্মী ৷ তা দিতে অস্বীকার করছেন রিঙ্কু ৷ তাঁকে শেষে বলতে শোনা গেছে, "আপনারা বলুন আমার দোষটা কী ছিল?"

Geneva (Switzerland), Sep 13 (ANI): Secretary General of World Sindhi Congress, Lakhu Luhana called upon Pakistan and requested UN Human Rights Council to suspend its membership until Pakistan stop violence against religious minorities. Luhana said, "They (Pakistan) want resources and land of Sindh but not the people of Sindh. They are abducting political activists, forcing minorities to leave, taking decisions against historical rights of Sindhi people, creating social and civil conflicts. We demanded today from the international community to press upon Pakistan, UN Human Rights Council should suspend its membership until all the abducted are freed, until they stop the violence against religious minorities."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.