লখনউ, 13 সেপ্টেম্বর : পুলিশের সঙ্গে বচসা ৷ যুবককে বাইক থেকে রাস্তায় টেনে হিঁচড়ে নামিয়ে চলল বেধড়ক মার ৷ মারধর করলেন দুই পুলিশকর্মী ৷ ওই যুবকের নাম রিঙ্কু পাণ্ডে ৷ গতকাল সামনে এসেছে ঘটনার ভিডিয়ো ৷ উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগরের নেপাল বর্ডারের কাছের ঘটনা ৷ ওই দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷ তাঁদের মধ্যে একজন সাব-ইনস্পেক্টর বীরেন্দ্র মিশ্র ও অপরজন হেড কনস্টেবল মহেন্দ্র প্রসাদ ৷
কী কারণে রিঙ্কুকে মারধর করা হল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এক শিশুকে চাপিয়ে রিঙ্কু মোটর সাইকেলে করে যাচ্ছিলেন ৷ গাড়ির কাগজপত্র চেক করার জন্য তাঁকে দাঁড় করান দুই পুলিশকর্মী ৷ তাঁদের সঙ্গে বচসা বেধে যায় তাঁর ৷ এরপরই রিঙ্কুকে বাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তাঁকে এলোপাথাড়ি মারধর করতে থাকেন ওই দুই পুলিশকর্মী ৷ ঘটনার ভিডিয়ো করেন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক পথচারী ৷ ভিডিয়োতে দেখা যায় বীরেন্দ্র ও মহেন্দ্র তাঁকে বাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি মারধর করছেন৷ তাঁদের মধ্যে একজন রিঙ্কুর পিঠের উপর বসে তাঁকে মারতে থাকেন ৷ শুধু এখানেই থেমে থাকেননি তাঁরা ৷ রিঙ্কুর চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে আসেন তাঁরা ৷
ঘটনায় আহত হয়েছে ওই শিশুও ৷ সম্পর্কে সে রিঙ্কুর ভাইপো ৷ ভিডিয়োতে রিঙ্কুকে বলতে শোনা গেছে, "আমার যদি কোনও ভুল থাকে তো আমায় আপনারা জেলে পুরুন ৷" ভিডিয়োর শেষের দিকে দেখা গেছে রিঙ্কুর মোটর সাইকেলের চাবি ছিনিয়ে নিতে চাইছেন ওই দুই পুলিশকর্মী ৷ তা দিতে অস্বীকার করছেন রিঙ্কু ৷ তাঁকে শেষে বলতে শোনা গেছে, "আপনারা বলুন আমার দোষটা কী ছিল?"