বিয়ের শোভাযাত্রায় ঢুকে পড়ল ট্রাক, মৃত ১৩ - 13 dead
রাজস্থানের প্রতাপগড়ে গতরাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন।
rajasthan accident
রাজস্থান, ১৯ ফেব্রুয়ারি : রাজস্থানের প্রতাপগড়ে গতরাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন। জয়পুর থেকে ৪১৭ কিমি দূরে আম্বাওয়ালি গ্রামে প্রতাপগড়-জয়পুর সড়কে দুর্ঘটনাটি ঘটে।
রাস্তা দিয়ে যখন বিয়ের শোভাযাত্রা যাচ্ছিল, সেইসময় একটি ট্রাক দ্রুতগতিতে এসে শোভাযাত্রায় ঢুকে পড়ে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেখানেই ৯ জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ৪ জন মারা যান।
নববধূ সহ ১৫ জন আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটির চালক পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Lucknow (Uttar Pradesh), Feb 19 (ANI): Former Uttar Pradesh chief minister Akhilesh Yadav taking jibe at the Bharatiya Janata Party, said, "If all political parties have put their political events on hold, ruling party should do the same and form a long term strategy to secure borders". "Today country needs more bullet proof jackets for our soldiers and not bullet trains", Samajwadi Party president further said in Lucknow.
Last Updated : Feb 19, 2019, 10:58 AM IST