ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে IED বিস্ফোরণ মাওবাদীদের, জখম 26 নিরাপত্তারক্ষী - maoist

ঝাড়খণ্ডে IED বিস্ফোরণে জখম হলেন 26 নিরাপত্তারক্ষী ।

মাওবাদী বিস্ফোরণে জখম 11 জন জওয়ান
author img

By

Published : May 28, 2019, 8:05 AM IST

Updated : May 28, 2019, 1:51 PM IST

সরাইকেলা (ঝাড়খণ্ড), 28 মে : ঝাড়খণ্ডে IED বিস্ফোরণ ঘটলা মাওবাদীরা । বিস্ফোরণে জখম হয়েছেন 26 জন নিরাপত্তারক্ষী । আজ ভোর পাঁচটা নাগাদ সরাইকেলার কুছাই এলাকায় বিস্ফোরণ হয় ।

জানা গেছে, বিশেষ অভিযানে বেরিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা । কুছাই এলাকায় তাঁদের গাড়ি যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে । জখম হয়েছেন CRPF-র COBRA ইউনিটের জওয়ান ও পুলিশকর্মীরা । জখম জওয়ানদের চপারে করে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে । তারা রাঁচিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । বিস্ফোরণের পর এলাকা খালি করার কাজ চলছে ।

injured-in-blast
জখম নিরাপত্তারক্ষী

এবিষয়ে ঝাড়খণ্ডের DGP ডি কে পান্ডে বলেন, ভোট প্রক্রিয়া ব্যাহত করার জন্য মাওবাদীরা এই IED পুঁতে রেখেছিল । আজ অভিযানের সময় ওই IED বিস্ফোরণ ঘটায় । জখম হয়েছেন মোট 26 জন নিরাপত্তারক্ষী । ঘটনাস্থানে COBRA, ঝাড়খণ্ড জাগুয়ার ও ঝাড়খণ্ড পুলিশের তরফে যৌথ অভিযান চালানো হচ্ছে । খালি করা হচ্ছে এলাকা ।

সরাইকেলা (ঝাড়খণ্ড), 28 মে : ঝাড়খণ্ডে IED বিস্ফোরণ ঘটলা মাওবাদীরা । বিস্ফোরণে জখম হয়েছেন 26 জন নিরাপত্তারক্ষী । আজ ভোর পাঁচটা নাগাদ সরাইকেলার কুছাই এলাকায় বিস্ফোরণ হয় ।

জানা গেছে, বিশেষ অভিযানে বেরিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা । কুছাই এলাকায় তাঁদের গাড়ি যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে । জখম হয়েছেন CRPF-র COBRA ইউনিটের জওয়ান ও পুলিশকর্মীরা । জখম জওয়ানদের চপারে করে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে । তারা রাঁচিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । বিস্ফোরণের পর এলাকা খালি করার কাজ চলছে ।

injured-in-blast
জখম নিরাপত্তারক্ষী

এবিষয়ে ঝাড়খণ্ডের DGP ডি কে পান্ডে বলেন, ভোট প্রক্রিয়া ব্যাহত করার জন্য মাওবাদীরা এই IED পুঁতে রেখেছিল । আজ অভিযানের সময় ওই IED বিস্ফোরণ ঘটায় । জখম হয়েছেন মোট 26 জন নিরাপত্তারক্ষী । ঘটনাস্থানে COBRA, ঝাড়খণ্ড জাগুয়ার ও ঝাড়খণ্ড পুলিশের তরফে যৌথ অভিযান চালানো হচ্ছে । খালি করা হচ্ছে এলাকা ।


New Delhi, May 27 (ANI): While speaking to ANI, Former Union Minister and National Spokesperson of Bharatiya Janata Party (BJP), Shahnawaz Hussain on recent murders of BJP workers in Amethi and West Bengal said, "BJP tolerated all the violence that took place in West Bengal keeping in mind the model code of conduct. However if BJP workers are killed, that won't be tolerated. We would raise our voice through a democratic manner. Smriti Irani has taken full responsibility of BJP worker's family who has been killed. Whosoever who has done this would be punished severely. We have demanded that investigations should be done in the matter and the murderer should be caught." "People of Kashi are very proud of Narendra Modi ji. Today there is a wave of happiness in Kashi. Sonia ji should not worry. Modi ji is working towards taking India forward. He is fulfilling Mahatma Gandhi's dream," he added.
Last Updated : May 28, 2019, 1:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.