ETV Bharat / bharat

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, পুলিশ আধিকারিককে বরখাস্তের দাবি অসম মহিলা কংগ্রেসের - অসম

সম্প্রতি অসমে নতুন সরকার গঠিত হওয়ার পর একধিক জেলায় নতুন পুলিশ প্রধান নিয়োগ করা হয় ৷ তাঁদের মধ্যে রয়েছেন আইপিএস গৌরব উপাধ্যায়ও ৷

Asam Mahila Congress demands of suspend an IPS officer accused of sexually abusing a girl
Asam Mahila Congress demands of suspend an IPS officer accused of sexually abusing a girl
author img

By

Published : May 22, 2021, 4:35 PM IST

গুয়াহাটি, 22 মে : অসমের এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে সুর চড়াল অসম মহিলা কংগ্রেস ৷ এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব ৷ তাঁর দাবি, ওই আইপিএস অফিসারকে বরখাস্ত করতে হবে ৷ সম্প্রতি তাঁকে রাজ্যের একটি জেলার পুলিশ প্রধান (এসপি) করা হয়েছে ৷ ওই চিঠিতে বলা হয়েছে, বছর দেড়েক আগে এই আইপিএস 13 বছরের এক বালিকাকে যৌন নির্যাতন করেন ৷

সম্প্রতি অসমে নতুন সরকার গঠিত হওয়ার পর একধিক জেলায় নতুন পুলিশ প্রধান নিয়োগ করা হয় ৷ তাঁদের মধ্যে রয়েছেন আইপিএস গৌরব উপাধ্যায়ও ৷ অভিযোগ, এই এসপি পদাধিকারির বিরুদ্ধে 2020 সালের জানুয়ারি মাসের একটি জুভেনাইল মামলা রয়েছে ৷ যার তদন্তের পর অসম পুলিশের সিআইডি বিভাগ আদালতে শিশুদের যৌন হেনস্থা সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করে ৷

আরও পড়ুন: অসমে বিজেপি বিধায়কের গাড়িতে মিলল ইভিএম, টুইটে খোঁচা প্রিয়াঙ্কার

পুলিশ আধিকারিকে বরখাস্তের দাবি করে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকে একটি স্মারকলিপি দিয়েছেন অসম মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব ৷ কংগ্রেসের অভিযোগ, নতুন সরকার রাজ্যের মেয়েদের সুরক্ষা নিয়ে ভাবিত নয় ৷ তাই একজন অভিযুক্ত আধিকারিককে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে ৷

গুয়াহাটি, 22 মে : অসমের এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে সুর চড়াল অসম মহিলা কংগ্রেস ৷ এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব ৷ তাঁর দাবি, ওই আইপিএস অফিসারকে বরখাস্ত করতে হবে ৷ সম্প্রতি তাঁকে রাজ্যের একটি জেলার পুলিশ প্রধান (এসপি) করা হয়েছে ৷ ওই চিঠিতে বলা হয়েছে, বছর দেড়েক আগে এই আইপিএস 13 বছরের এক বালিকাকে যৌন নির্যাতন করেন ৷

সম্প্রতি অসমে নতুন সরকার গঠিত হওয়ার পর একধিক জেলায় নতুন পুলিশ প্রধান নিয়োগ করা হয় ৷ তাঁদের মধ্যে রয়েছেন আইপিএস গৌরব উপাধ্যায়ও ৷ অভিযোগ, এই এসপি পদাধিকারির বিরুদ্ধে 2020 সালের জানুয়ারি মাসের একটি জুভেনাইল মামলা রয়েছে ৷ যার তদন্তের পর অসম পুলিশের সিআইডি বিভাগ আদালতে শিশুদের যৌন হেনস্থা সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করে ৷

আরও পড়ুন: অসমে বিজেপি বিধায়কের গাড়িতে মিলল ইভিএম, টুইটে খোঁচা প্রিয়াঙ্কার

পুলিশ আধিকারিকে বরখাস্তের দাবি করে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকে একটি স্মারকলিপি দিয়েছেন অসম মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব ৷ কংগ্রেসের অভিযোগ, নতুন সরকার রাজ্যের মেয়েদের সুরক্ষা নিয়ে ভাবিত নয় ৷ তাই একজন অভিযুক্ত আধিকারিককে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.