নয়াদিল্লি, 16 নভেম্বর: দেশজুড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার দাবি উঠছে সর্বত্র । তার মধ্যেই এবার কাঠগড়ায় অনলাইন বিপণনী সংস্থা অ্যামাজন । কারিপাতার নাম করে তাদের মাধ্যমকে ব্যবহার করে গ্রাহকের কাছে গাঁজা পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ । তাতে অ্যামাজনের বিরুদ্ধে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-কে নামিয়ে তদন্তের দাবি তুলল সর্বভারতীয় ব্যবসায়ী সঙ্ঘ (কেইট) ।
অ্যামাজনের বিরুদ্ধে গাঁজা বিক্রির অভিযোগ প্রথম সামনে আসে মধ্যপ্রদেশ থেকে ৷ রবিবার ভিন্ড জেলায় রাস্তার ধারের একটি খাবারের দোকান থেকে দুই ব্যক্তিকে 20 কেজি গাঁজা-সহ গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় তাঁরা জানান, অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ব্যবহার করে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গাঁজা সরবরাহ করছিলেন তাঁরা ।
আরও পড়ুন: Mamata-Modi : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও
তবে এই প্রথম নয়, বেশ কয়েক মাস ধরেই ধৃতরা গাঁজা বিক্রিতে সামিল বলে দাবি করেছেন ভিন্ডের ডিএসপি মনোজকুমার সিং ৷ সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘অ্যামাজন সেলার ব্যবহার করে গত চার মাসে 1 টন গাঁজা বিক্রি করেছেন ধৃতরা ৷ সবমিলিয়ে লেনদেন হয়েছে 1 কোটি 10 লক্ষ টাকার ৷’’ ধৃতরা গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত এবং আরও 10 জন অভিযুক্তের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন ডিএসপি মনোজকুমার ৷ এর মধ্যে ছ’জনকে শনাক্ত করা গিয়েছে ৷ বাকি চারজনের পরিচয় জানা যায়নি এখনও ৷ জিএসটি নম্বর নিয়েই তাঁরা এই কাজ চালাতেন বলে জানা গিয়েছে তদন্তে ।
শুধু ভিন্ড নয়, অনলাইন মাধ্যমকে ব্যবহার করে গাঁজা পাচারের এই চক্র আগ্রা, গোয়ালিয়র এবং কোটাতেও সক্রিয় বলে দাবি তদন্তকারীদের ৷ এই ঘটনায় মধ্যপ্রদেশে অ্যামাজনের আধিকারিককে তলব করেছে পুলিশ ৷ তবে অ্যামাজনের দাবি, ভারতে নিষিদ্ধ এমন কোনও পণ্য বিক্রিতে অনুমোদন দেয় না তারা । যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে তাদের ফাঁকি দিয়েই হয়েছে । তদন্তে পূর্ণ সহযোগিতা করবে তারা ।
আরও পড়ুন: Accident: শেষকৃত্য থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু সুশান্ত সিং রাজপুতের পরিবারের 6 সদস্য