ETV Bharat / bharat

Amazon: অ্যামাজনে কারিপাতার নামে গাঁজা সরবরাহের অভিযোগ, চার মাসে কোটিপতি দুই বিক্রেতা গ্রেফতার

তবে এই প্রথম নয়, বেশ কয়েক মাস ধরেই ধৃতরা গাঁজা বিক্রিতে সামিল বলে দাবি করেছেন ভিন্ডের ডিএসপি মনোজকুমার সিং ৷ সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘অ্যামাজন সেলার ব্যবহার করে গত চার মাসে 1 টন গাঁজা বিক্রি করেছেন ধৃতরা ৷ সবমিলিয়ে লেনদেন হয়েছে 1 কোটি 10 লক্ষ টাকার ৷’’

Amazon India draws flak after two got arrested for selling marijuana in disguise of kadi patta
গাঁজা বিক্রিতে এ বার কাঠগড়ায় অ্যামাজন ।
author img

By

Published : Nov 16, 2021, 7:20 PM IST

নয়াদিল্লি, 16 নভেম্বর: দেশজুড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার দাবি উঠছে সর্বত্র । তার মধ্যেই এবার কাঠগড়ায় অনলাইন বিপণনী সংস্থা অ্যামাজন । কারিপাতার নাম করে তাদের মাধ্যমকে ব্যবহার করে গ্রাহকের কাছে গাঁজা পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ । তাতে অ্যামাজনের বিরুদ্ধে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-কে নামিয়ে তদন্তের দাবি তুলল সর্বভারতীয় ব্যবসায়ী সঙ্ঘ (কেইট) ।

অ্যামাজনের বিরুদ্ধে গাঁজা বিক্রির অভিযোগ প্রথম সামনে আসে মধ্যপ্রদেশ থেকে ৷ রবিবার ভিন্ড জেলায় রাস্তার ধারের একটি খাবারের দোকান থেকে দুই ব্যক্তিকে 20 কেজি গাঁজা-সহ গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় তাঁরা জানান, অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ব্যবহার করে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গাঁজা সরবরাহ করছিলেন তাঁরা ।

আরও পড়ুন: Mamata-Modi : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও

তবে এই প্রথম নয়, বেশ কয়েক মাস ধরেই ধৃতরা গাঁজা বিক্রিতে সামিল বলে দাবি করেছেন ভিন্ডের ডিএসপি মনোজকুমার সিং ৷ সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘অ্যামাজন সেলার ব্যবহার করে গত চার মাসে 1 টন গাঁজা বিক্রি করেছেন ধৃতরা ৷ সবমিলিয়ে লেনদেন হয়েছে 1 কোটি 10 লক্ষ টাকার ৷’’ ধৃতরা গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত এবং আরও 10 জন অভিযুক্তের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন ডিএসপি মনোজকুমার ৷ এর মধ্যে ছ’জনকে শনাক্ত করা গিয়েছে ৷ বাকি চারজনের পরিচয় জানা যায়নি এখনও ৷ জিএসটি নম্বর নিয়েই তাঁরা এই কাজ চালাতেন বলে জানা গিয়েছে তদন্তে ।

শুধু ভিন্ড নয়, অনলাইন মাধ্যমকে ব্যবহার করে গাঁজা পাচারের এই চক্র আগ্রা, গোয়ালিয়র এবং কোটাতেও সক্রিয় বলে দাবি তদন্তকারীদের ৷ এই ঘটনায় মধ্যপ্রদেশে অ্যামাজনের আধিকারিককে তলব করেছে পুলিশ ৷ তবে অ্যামাজনের দাবি, ভারতে নিষিদ্ধ এমন কোনও পণ্য বিক্রিতে অনুমোদন দেয় না তারা । যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে তাদের ফাঁকি দিয়েই হয়েছে । তদন্তে পূর্ণ সহযোগিতা করবে তারা ।

আরও পড়ুন: Accident: শেষকৃত্য থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু সুশান্ত সিং রাজপুতের পরিবারের 6 সদস্য

নয়াদিল্লি, 16 নভেম্বর: দেশজুড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার দাবি উঠছে সর্বত্র । তার মধ্যেই এবার কাঠগড়ায় অনলাইন বিপণনী সংস্থা অ্যামাজন । কারিপাতার নাম করে তাদের মাধ্যমকে ব্যবহার করে গ্রাহকের কাছে গাঁজা পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ । তাতে অ্যামাজনের বিরুদ্ধে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-কে নামিয়ে তদন্তের দাবি তুলল সর্বভারতীয় ব্যবসায়ী সঙ্ঘ (কেইট) ।

অ্যামাজনের বিরুদ্ধে গাঁজা বিক্রির অভিযোগ প্রথম সামনে আসে মধ্যপ্রদেশ থেকে ৷ রবিবার ভিন্ড জেলায় রাস্তার ধারের একটি খাবারের দোকান থেকে দুই ব্যক্তিকে 20 কেজি গাঁজা-সহ গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় তাঁরা জানান, অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ব্যবহার করে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গাঁজা সরবরাহ করছিলেন তাঁরা ।

আরও পড়ুন: Mamata-Modi : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও

তবে এই প্রথম নয়, বেশ কয়েক মাস ধরেই ধৃতরা গাঁজা বিক্রিতে সামিল বলে দাবি করেছেন ভিন্ডের ডিএসপি মনোজকুমার সিং ৷ সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘অ্যামাজন সেলার ব্যবহার করে গত চার মাসে 1 টন গাঁজা বিক্রি করেছেন ধৃতরা ৷ সবমিলিয়ে লেনদেন হয়েছে 1 কোটি 10 লক্ষ টাকার ৷’’ ধৃতরা গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত এবং আরও 10 জন অভিযুক্তের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন ডিএসপি মনোজকুমার ৷ এর মধ্যে ছ’জনকে শনাক্ত করা গিয়েছে ৷ বাকি চারজনের পরিচয় জানা যায়নি এখনও ৷ জিএসটি নম্বর নিয়েই তাঁরা এই কাজ চালাতেন বলে জানা গিয়েছে তদন্তে ।

শুধু ভিন্ড নয়, অনলাইন মাধ্যমকে ব্যবহার করে গাঁজা পাচারের এই চক্র আগ্রা, গোয়ালিয়র এবং কোটাতেও সক্রিয় বলে দাবি তদন্তকারীদের ৷ এই ঘটনায় মধ্যপ্রদেশে অ্যামাজনের আধিকারিককে তলব করেছে পুলিশ ৷ তবে অ্যামাজনের দাবি, ভারতে নিষিদ্ধ এমন কোনও পণ্য বিক্রিতে অনুমোদন দেয় না তারা । যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে তাদের ফাঁকি দিয়েই হয়েছে । তদন্তে পূর্ণ সহযোগিতা করবে তারা ।

আরও পড়ুন: Accident: শেষকৃত্য থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু সুশান্ত সিং রাজপুতের পরিবারের 6 সদস্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.