আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে মালদায় ফের নারীদের রাত দখল, সঙ্গী খুদেরাও - RG Kar Doctor Rape and Murder Case - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE
Published : Aug 26, 2024, 12:54 PM IST
রবিবার রাত সাড়ে 10টা ৷ মালদা শহরের নজরুল সরণীতে জমায়েত হতে শুরু করেন মহিলারা ৷ সামিল হয়েছিলেন পুরুষরাও ৷ কিন্তু সবাইকে অবাক করে সেখানে প্রচুর খুদের দল জড়ো হয় ৷ বাবা-মা কিংবা অন্য কারও হাত ধরে তারাও এদিন সামিল হয় আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ জানাতে ৷
রাতের অন্ধকারে হাতে রং-তুলি নিয়ে পথে নেমেছে সাত থেকে সত্তরের দল ৷ রবিবার রাতে এটাই ছিল নজরুল সরণীর ছবি ৷ যে যেভাবে পারছেন, ছবি আঁকছেন ৷ কেউ রাস্তায়, কেউ বা সেই রাস্তার উপরেই ক্যানভাসে ৷ ধর্ম-বর্ণ মিলেমিশে একাকার ৷ আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতে অনেকে আবার উদাত্ত গলায় গান গাইছেন ৷ এদিন রাতে উপস্থিত এক প্রতিবাদী চিরশ্রী দাশগুপ্ত বলেন, "অভয়ার বিচারের দাবিতে 14 অগস্ট শুরু হয়েছে আমাদের রাত দখলের লড়াই ৷ যতদিন না অভয়া সুবিচার পাবে, ততদিন সেই লড়াই জারি থাকবে ৷ তাই আমাদের আরও একটা রাত দখলের লড়াই ৷ আমরা সারারাত ধরে রাস্তায় প্রতিবাদের ছবি আঁকব ৷ রাজ্যের মানুষ দেখুক, আন্দোলন কোন পর্যায়ে যেতে পারে ৷ এই আন্দোলন ধীরে ধীরে গণ আন্দোলনের রূপ নিচ্ছে ৷ যতক্ষণ না আমরা বিচার পাব, এই আন্দোলন আরও ভয়ানক হবে ৷"