বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলাজুড়ে পুলিশ দিবস পালন, দেখুন ভিডিয়ো - West Bengal Police Day 2024 - WEST BENGAL POLICE DAY 2024
Published : Sep 1, 2024, 8:47 PM IST
West Bengal Police Day: জেলার বিভিন্ন প্রান্তে নানাভাবে পালন হল রাজ্য পুলিশ দিবস। তবে একটু অন্যরকম পুলিশ দিবস পালন করল ব্যান্ডেল জিআরপি থানা। রবিবার তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল। প্রায় দেড়শো গাছ এদিন বসানো হয় পুলিশের উদ্যোগে। 'একটি গাছ অনেক প্রাণ' এই স্লোগানকে সামনে রেখে রেল যাত্রীদের গাছ দেওয়া হয়।
রবিবার পশ্চিমবঙ্গ পুলিশ দিবস। তবে গত কয়েক দিনে পুলিশ যেন পাত্রে পরিণত হয়েছে। তবে এরই মাঝে বিভিন্ন পোস্ট করে আবার নেট দুনিয়ায় নিজেদের ভাবমূর্তি ফেরানোর চেষ্টাও করছে পুলিশ। আজ পুলিশ দিবসে চন্দননগর পুলিশের কনস্টেবল সুকুমার উপাধ্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ান আরও একবার। পুলিশ দিবসে চুঁচুড়া রথতলার বাসিন্দা গণপতি ও তাঁর ছেলের জন্য একটি ব্যাটারিচালিত ট্রাই সাইকেলের ব্যবস্থা করেন তিনি।
বড় বাগানের বাসিন্দা গণপতি সুর পরিবহণ কর্মী ছিলেন। একটি দুর্ঘটনায় তাঁর বাঁ-পা বাদ যায়। বর্তমানে কাঠের পা-লাগিয়ে চলাফেরা করেন ৷ আজ পুলিশ দিবসে একটি ট্রাই সাইকেল গণপতি ও তাঁর ছেলেকে দেন পুলিশকর্মী। ব্যাটারির সাইকেল পেয়ে খুশি পিতা ও পুত্র। অনেকটাই কষ্ট লাঘব হল তাঁদের। গণপতি বলেন, "সুকুমারবাবুর মতো ভালো পুলিশকর্মী আছেন বলেই আমাদের মতো মানুষরা উপকৃত হই।"