জগৎ মুখার্জি পার্কে গঙ্গার নীচে মেট্রো দেখতে ভিড়, দেখুন ভিডিয়ো
Published : Oct 11, 2024, 10:54 PM IST
বনগাঁ লোকাল থিম করে বেশ কয়েক বছর আগে দর্শকদের মন কেড়েছিল শ্যামবাজারের জগৎ মুখার্জি পার্ক। 40 বছরে পা দিয়ে এবার তারা ফের চমক দিল। এবার তারা তুলে ধরেছে গঙ্গার নীচে মেট্রো। থিমের নাম-ডাউন বনগাঁ লোকাল। তুলে ধরা হয়েছে হাওড়া ময়দান প্ল্যাটফর্ম।
পুজো মণ্ডপের প্রবেশ পথের মুখে রয়েছে একটি টানেলের মুখ। সেখানে ঢুকতেই মণ্ডপের দু'দিক জলের তরঙ্গের ছবি। খানিক এগোলেই মেট্রোয় প্রবেশ। তারপর ঠিক মেট্রোর রেকের ভিতর বসার জায়গা। যাত্রীদের দাঁড়িয়ে যাওয়ার সময় যাতে সুবিধা হয় তারজন্য হাতল দেওয়া রয়েছে রড। সবকিছু দেখে মেট্রোই মনে হবে। আবার মাঝেমধ্যে চলছে অ্যানাউন্সমেন্ট। ফাঁকা অংশে রয়েছে পোস্টার থেকে বিজ্ঞাপন।
চমক হল ঠিক গঙ্গার নীচ থেকে যাওয়ার সময় যেমন মেট্রোর জানালা দিয়ে তাকালে দু'দিকে নীল আলো দেখা যায়, যা দেখতে সুন্দর লাগে। ঠিক জানালায় লাগানো স্ক্রিনে তেমনটা ফুটে উঠছে। ভিতরে অংশে মায়ের মূল মণ্ডপে দূষণের বিরুদ্ধে বার্তা দিয়ে প্লাস্টিক কুচি দিয়ে ঝালত করে সাজানো। আছে একটা আস্ত প্ল্যাটফর্ম। চলমান সিঁড়ি এবং নিরাপত্তা গেট। শুধু তাই নয়, ভিতরের মেট্রো বা ট্রেনে গেলে যেমন হালকা ঝাঁকুনি দেয় তেমন পায়ের তলায় কম্পনও অনুভব করছেন দর্শকরা। এমন সুন্দরভাবেই শিল্পী সুবল পাল তাঁর পুরো পরিকল্পনা বাস্তবায়ন করেছেন।