পেশোয়ার, 31 ডিসেম্বর: কয়েকদিন আগে বিমান হামলার জবাবে পাকিস্তানের একাধিক জায়গায় আক্রমণ করে আফগানিস্তানের তালিবানরা ৷ এবার দুই দেশের সীমান্তে অবস্থিত পাকিস্তানের একটি চেক পোস্ট দখলের দাবি করল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) ৷
সোমবার এই প্রসঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছে পাকিস্তানে নিষিদ্ধ তালিবানি সংগঠন টিটিপি ৷ সংগঠনের তরফে জানানো হয়, পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী বাজাউর গ্রামের চেকপোস্ট দখল করেছে তারা ৷ অবশ্য পাকিস্তানের দাবি, ওই চেকপোস্টটি আগে থেকেই খালি ছিল ৷
دپاکستان بي غیرته جنرالانو مجاهدین اړتیا نلري چي افغانستان کي ژوندي وکړي
— مولوي ضیاء الرحمن اصغر (@Ziaurhmanazhgar) December 30, 2024
د الله ج په نصرت او دټوپک په زوري نیم پاکستان در څخه نیولی اوهلته درته اتڼ کوي pic.twitter.com/5WeuaK6Mjc
পাকিস্তানের এক শীর্ষ নিরাপত্তা আধিকারিক জানান, সীমান্তবর্তী কয়েকটি এলাকায় চেকপোস্টগুলি পুরনো হয়ে গিয়েছে ৷ সেই কারণে, ওই চেকপোস্টগুলি খালি করে দেওয়া হয়েছে ৷ সম্প্রতি, বাজাউরের চেকপোস্টটি খালি করে সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তকর্মীদের অন্যত্রে স্থানান্তরিত করা হয়েছে ৷ তারপর থেকে সেটি ফাঁকাই পড়ে রয়েছে ৷ তবে শুধু বাজাউর নয় ৷ ওয়াজিরিস্তান জেলার উত্তর ও দক্ষিণে অবস্থিত চেকপোস্টগুলিও খালি করা হয়েছে ৷
The TTP in Bajaur has published a video showing the capture of a Pakistani check post. The Pakistan Army told the Khorasan diary that the Check Post was vacated as part of a 'thinking process' and was abandoned a while ago. pic.twitter.com/ndyVnv6LXV
— Conflict Monitor (@ConflictMoniter) December 30, 2024
সম্প্রতি, আফগানিস্তানের পূর্ব পাকতিকা প্রদেশে টিটিপি-র একটি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দেয় পাকিস্তান ৷ হামলায় 46 জনের মৃত্যু হয় ৷ সেই হামলার জবাবে পাকিস্তানের বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় টিটিপি ৷ হামলার প্রত্যক্ষ প্রভাব পড়ে বাজাউর-সহ একাধিক আদিবাসী অধ্যুষিত এলাকায় ৷
পাক নিরাপত্তা আধিকারিকের দাবি, পরিস্থিতি বিচার করে এই সমস্ত এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয় ৷ এদিকে, পাক সেনার সিদ্ধান্তে এই সমস্ত এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷