সন্দেশখালি, 31 ডিসেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার 24 ঘণ্টার মধ্যেই সন্দেশখালিতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।আজ সন্দেশখালি 2 নম্বর ব্লক বিএলআরও অফিসে দলীয় সভায় যোগ দেওয়ার কথা নন্দীগ্রামের বিজেপি বিধায়কের । ইতিমধ্যে মঞ্চ বাঁধার কাজ সম্পন্ন হয়েছে । যদিও শুভেন্দুর এই সভা ঘিরে বিতর্ক চরমে উঠেছে ।
পুলিশের দাবি, সভার জন্য অনুমতি নেওয়া হয়নি । জমা করা হয়নি প্রয়োজনীয় কাগজপত্রও । যার ফলে সভার অনুমতি দেওয়া হয়নি । পালটা গেরুয়া শিবির দাবি করেছে, বিরোধী দলনেতার সভার আয়োজনের জন্য যাবতীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে পুলিশের কাছ । তার রিসিভ কপিও রয়েছে তাঁদের কাছে ।
সোমবার সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে গিয়ে সন্দেশখালিবাসীর 'মন স্পর্শ' করার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 'দিদি' হয়ে তিনি বার্তা দিয়েছেন, "মনে রাখবেন, সন্দেশখালিতে কিছু ঘটলে দিদির কানে আসতে কিন্তু এক সেকেন্ডও লাগবে না !" মুখ্যমন্ত্রী সেখানকার মহিলাদের পরামর্শ দিয়েছেন যাতে তাঁরা 'দুষ্টু' লোকেদের 'খপ্পরে' না পড়েন । সন্দেশখালিকে ঘিরে যে বিতর্ক ছড়িয়েছিল লোকসভা ভোটের আগে, তা এখন প্রায় স্তিমিত । এই অবস্থায় সন্দেশখালির মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।
সেই আবহে মঙ্গলবার সন্দেশখালি 2 নম্বর ব্লকে একটি রাজনৈতিক সভা করবেন শুভেন্দু অধিকারী । ওই বৈঠকে স্থানীয় নেতৃত্বের পাশাপাশি থাকার কথা রয়েছে বিজেপি নেত্রী রেখা পাত্রেরও । ঘটনাচক্রে, সোমবার তৃণমূলে যোগ দেন রেখার রাজনৈতিক গুরু তথা সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ সুজয় মণ্ডল ওরফে 'সুজয় মাস্টার' । গত বছর সন্দেশখালিতে শাসকবিরোধী আন্দোলনের শুরুতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ।
এদিকে, শুভেন্দু অধিকারীর সভার জন্য বিজেপির তরফে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য পুলিশকে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে । এই বিষয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন, "ইন্টিমেশন ছিল । কিন্তু, যে মাঠে সভা হবে তার কোনও কাগজপত্র কিংবা এনওসি প্রথমে জমা করা হয়নি । গতকাল রাতে সেগুলো জমা করা হয়েছে ঠিকই, তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে । বিরোধী দলনেতা জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান । সেদিকে খেয়াল রেখে সভার অনুমতি দেওয়া হয়নি ।"
যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ গেরুয়া শিবির । এই বিষয়ে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, "আমাদের দলের সদস্যতা অভিযান কর্মসূচি চলছে । তার সঙ্গে রয়েছে জনসংযোগ কর্মসূচি । মানুষ শুভেন্দু অধিকারীর মতো নেতাকে পেলে তাঁর বক্তব্য শুনতে চায় । সেই জন্যই একটি ছোট সভার আয়োজন করা হয়েছে । আমরা পুলিশকে ইন্টিমেশন দিয়েছি । তার রিসিভ কপি এবং সভাস্থলের এনওসিও আমাদের কাছে রয়েছে ।"
অন্যদিকে, সন্দেশখালির সভা থেকে বিজেপি সম্পর্কে মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ নিয়ে আজ শুভেন্দু অধিকারী পালটা উত্তর দেবেন বলেই মনে করা হচ্ছে । মুখ্যমন্ত্রীর সভার পর গতকালই তার আভাস দিয়ে রেখেছেন বিরোধী দলনেতা ।