কটক, 9 ফেব্রুয়ারি: ছ'বছর বাদে বারাবাটি স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা খুব একটা সুখের হল না ৷ কটকের স্টেডিয়ামে ভারত বনাম ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ বিঘ্নিত হল ফ্লাডলাইটের কারণে ৷ ভারতীয় ইনিংসের শুরুতে এদিন বারাবাটি স্টেডিয়ামের একটি বাতিস্তম্ভের আলো আচমকাই বন্ধ হয়ে যায় ৷ কিছুক্ষণ অপেক্ষার পর তা ফিরলেও পুনরায় বন্ধ হয়ে যায় সেই বাতিস্তম্ভের আলো ৷ ক্রিজে সেইসময় ব্য়াটিং করছিলেন রোহিত শর্মা ৷ ভারত অধিনায়ককে আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে দেখা যায় ৷ দুই অন-ফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলার পর দুই দলই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেয় ৷
এদিন ইংল্য়ান্ডের 305 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আগ্রাসী ব্য়াটিং শুরু করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ কিন্তু ষষ্ঠ ওভার শেষ হতেই সেই ছন্দ বিঘ্নিত হয় ৷ দ্রুত সেই বাতিস্তম্ভের আলো ফিরলেও সপ্তম ওভারের প্রথম বলের পর ফের বিঘ্নিত হয় তা ৷ ছন্দ বিঘ্নিত হওয়ায় হতাশা প্রকাশ করতে দেখা যায় ভারত অধিনায়ককে ৷ আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে দেখা যায় দু'দলের ক্রিকেটারদেরই ৷ এরপর মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ সে সময় 18 বলে 29 রানে অপরাজিত রোহিত ৷ 17 রানে ব্যাট করছেন গিল ৷ দলের রান তখন কোনও উইকেট না-হারিয়ে 48 ৷
বিরতিতে ডাগআউটে বসে খোশমেজাজে গল্পে মাতেন বিরাট কোহলি-সহ ভারতীয় ক্রিকেটাররা ৷ যদিও বাতিস্তম্ভের আলো বন্ধ হওয়া খুব একটা ভালো বিজ্ঞাপন নয় কটকের স্টেডিয়ামের জন্য ৷ 20 মিনিটেরও বেশি সময় অপেক্ষার পর পুনরায় মাঠে ফেরে দু'দল ৷
#BREAKING: Play stops in second ODI between India and England due to a floodlight issue at the Barabati Stadium in Cuttack. At the time of stoppage, India were at 48/1 in 6.1 overs and need 257 runs to chase down 305 pic.twitter.com/NRH5gSxZDi
— IANS (@ians_india) February 9, 2025
টস জিতে কটকে এদিন প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ বেন ডাকেট এবং জো রুটের হাফসেঞ্চুরিতে মরণবাঁচন ম্যাচে 49.5 ওভারে স্কোরবোর্ডে 304 রান তোলে সফরকারী দল ৷ ওপেনার ডাকেট করেন 56 বলে 65 রান ৷ রুটের ব্যাট থেকে আসে 69 রান ৷ শেষদিকে ঝোড়ো 41 রান আসে লিয়াম লিভিংস্টোনের ব্যাটে ৷ ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল রবীন্দ্র জাদেজা ৷ 10 ওভারে 35 রানে তিন উইকেট নেন তিনি ৷