ETV Bharat / state

সিন্ডিকেট দৌরাত্ম্যে বজবজে গুলি-বোমাবাজি ! গ্রেফতার আট, 43 জনের বিরুদ্ধে এফআইআর - SHOOT OUT AT BUDGE BUDGE

নির্মাণ সামগ্রী সরবরাহকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ৷ এফআইআর-এ তৃণমূলের চারজন পঞ্চায়েত সদস্যের নাম !

Shoot Out at Budge Budge
বজবজে গুলি-বোমাবাজির ঘটনায় গ্রেফতার 8 জন ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2025, 8:41 PM IST

বজবজ, 13 ফেব্রুয়ারি: বজবজে নির্মীয়মান গোডাউনে ইমারতী সামগ্রী সরবরাহের ঘটনাকে কেন্দ্র করে সিন্ডিকেট দৌরাত্ম্যের অভিযোগ ৷ যে ঘটনায় চলল গুলি এবং বোমাবাজিও হয় ৷ বুধবার দুপুরের এই ঘটনাটি বৃহস্পতিবার প্রকাশ্যে আসে ৷ জানা গিয়েছে, ডায়মন্ডহারবার পুলিশের তরফে মোট 43 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ যার মধ্যে আটজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ৷ তাঁদের 21 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

পুলিশ সূত্রে খবর, বজবজ পুরসভার 19 নম্বর ওয়ার্ড ও বজবজ 1 নম্বর ব্লকের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে একটি গোডাউন তৈরি হচ্ছে ৷ অভিযোগ, সেই নির্মিয়মান গোডাউনের জন্য ইমারতী দ্রব্য সরবরাহ নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ চরমে ওঠে ৷ যদিও, বেশ কয়েকদিন ধরেই এই ঝামেলা চলছিল ৷

Shoot Out at Budge Budge
বজবজে নির্মীয়মাণ এই কারখানায় ইমারতি দ্রব্য সরবরাহকে কেন্দ্র করেই উত্তেজনা ৷ (ইটিভি ভারত)

এই ইস্যুতে বুধবার একটি বৈঠক হওয়ার কথা ছিল দু’তরফের মধ্যে ৷ কিন্তু, সেই বৈঠক শুরুর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷ অভিযোগ, দু’তরফে দেদার বোমাবাজি শুরু হয় ৷ বেশ কয়েকরাউন্ড গুলিও চলে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বজবজ ও মহেশতলা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ৷

ওই ঘটনায় পুলিশ মোট 43 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷ যার মধ্যে তৃণমূলের চার পঞ্চায়েত সদস্যের নাম রয়েছে বলে জানা গিয়েছে ৷ মোট আটজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৷ বাকিরা সব পলাতক ৷ অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আলিপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ তাঁদের 21 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার ডিএসপি (শিল্প) কামারুল জামাল মোল্লা বলেন, "গতকালের বজবজের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ইতিমধ্যে, অভিযুক্তদের আদালতে পেশ করা হয়েছে ৷ অভিযুক্তদের পুলিশি হেফাজতের জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷"

Shoot Out at Budge Budge
বজবজে গুলি ও বোমাবাজির ঘটনায় ধৃতেরা ৷ (ইটিভি ভারত)

অন্যদিকে, এই ঘটনায় এলাকা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এলাকায় পুলিশি টহলদারি চলছে ৷ ঘটনার পর থেকে স্থানীয় আতঙ্কে নিজেদের ঘরবন্দি করে রেখেছেন ৷ যদিও, কয়েকজনের দাবি এই ঘটনায় স্থানীয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দায়ী ৷ যদিও, পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

এ নিয়ে নির্মীয়মান ওই গোডাউনের শ্রমিকরা কার্যত মুখে কুলুপ এঁটেছেন ৷ তাঁদের বক্তব্য, "আমরা এখানে লেবারের কাজ করি ৷ হঠাৎ অনেক লোক এসে জমায়েত করে ৷ বোমাবাজি শুরু হয় ৷ তখন আমরা আর ছিলাম না ৷ ভয়ে এখান থেকে পালিয়ে যাই ৷ পুলিশ যখন আসে, তখনও আমরা ছিলাম না ৷ পরে সব শান্ত হয়ে গেলে আসি ৷ কেন, কী কারণে হয়েছে কিচ্ছু জানি না আমরা ৷"

বজবজ, 13 ফেব্রুয়ারি: বজবজে নির্মীয়মান গোডাউনে ইমারতী সামগ্রী সরবরাহের ঘটনাকে কেন্দ্র করে সিন্ডিকেট দৌরাত্ম্যের অভিযোগ ৷ যে ঘটনায় চলল গুলি এবং বোমাবাজিও হয় ৷ বুধবার দুপুরের এই ঘটনাটি বৃহস্পতিবার প্রকাশ্যে আসে ৷ জানা গিয়েছে, ডায়মন্ডহারবার পুলিশের তরফে মোট 43 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ যার মধ্যে আটজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ৷ তাঁদের 21 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

পুলিশ সূত্রে খবর, বজবজ পুরসভার 19 নম্বর ওয়ার্ড ও বজবজ 1 নম্বর ব্লকের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে একটি গোডাউন তৈরি হচ্ছে ৷ অভিযোগ, সেই নির্মিয়মান গোডাউনের জন্য ইমারতী দ্রব্য সরবরাহ নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ চরমে ওঠে ৷ যদিও, বেশ কয়েকদিন ধরেই এই ঝামেলা চলছিল ৷

Shoot Out at Budge Budge
বজবজে নির্মীয়মাণ এই কারখানায় ইমারতি দ্রব্য সরবরাহকে কেন্দ্র করেই উত্তেজনা ৷ (ইটিভি ভারত)

এই ইস্যুতে বুধবার একটি বৈঠক হওয়ার কথা ছিল দু’তরফের মধ্যে ৷ কিন্তু, সেই বৈঠক শুরুর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷ অভিযোগ, দু’তরফে দেদার বোমাবাজি শুরু হয় ৷ বেশ কয়েকরাউন্ড গুলিও চলে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বজবজ ও মহেশতলা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ৷

ওই ঘটনায় পুলিশ মোট 43 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷ যার মধ্যে তৃণমূলের চার পঞ্চায়েত সদস্যের নাম রয়েছে বলে জানা গিয়েছে ৷ মোট আটজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৷ বাকিরা সব পলাতক ৷ অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আলিপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ তাঁদের 21 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার ডিএসপি (শিল্প) কামারুল জামাল মোল্লা বলেন, "গতকালের বজবজের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ইতিমধ্যে, অভিযুক্তদের আদালতে পেশ করা হয়েছে ৷ অভিযুক্তদের পুলিশি হেফাজতের জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷"

Shoot Out at Budge Budge
বজবজে গুলি ও বোমাবাজির ঘটনায় ধৃতেরা ৷ (ইটিভি ভারত)

অন্যদিকে, এই ঘটনায় এলাকা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এলাকায় পুলিশি টহলদারি চলছে ৷ ঘটনার পর থেকে স্থানীয় আতঙ্কে নিজেদের ঘরবন্দি করে রেখেছেন ৷ যদিও, কয়েকজনের দাবি এই ঘটনায় স্থানীয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দায়ী ৷ যদিও, পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

এ নিয়ে নির্মীয়মান ওই গোডাউনের শ্রমিকরা কার্যত মুখে কুলুপ এঁটেছেন ৷ তাঁদের বক্তব্য, "আমরা এখানে লেবারের কাজ করি ৷ হঠাৎ অনেক লোক এসে জমায়েত করে ৷ বোমাবাজি শুরু হয় ৷ তখন আমরা আর ছিলাম না ৷ ভয়ে এখান থেকে পালিয়ে যাই ৷ পুলিশ যখন আসে, তখনও আমরা ছিলাম না ৷ পরে সব শান্ত হয়ে গেলে আসি ৷ কেন, কী কারণে হয়েছে কিচ্ছু জানি না আমরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.