ETV Bharat / bharat

ইস্তফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, কটাক্ষ কংগ্রেসের - CM N BIREN SINGH RESIGNS

পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ রবিবার বিকেলে তাঁর ইস্তফাপত্র তুলে দেন রাজ্যপালের হাতে ৷

Manipur CM N Biren Singh Resigns
মণিপুরের রাজভবনে রাজ্যপালের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দিচ্ছেন এন বীরেন সিং (ছবি: এএনআই)
author img

By PTI

Published : Feb 9, 2025, 6:41 PM IST

Updated : Feb 9, 2025, 7:23 PM IST

ইম্ফল, 9 ফেব্রুয়ারি: ইস্তফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে রবিবার বিকেলে দেখা করে হাতে তাঁর ইস্তফাপত্র তুলে দেন ৷ রাজ্যপাল তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ৷ নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত না-হওয়া পর্যন্ত মণিপুরের কার্যকরী মুখ্যমন্ত্রী হিসাবে এন বীরেন সিংকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল অজয় ভাল্লা ৷

পদত্যাগের আগে এদিনই সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বীরেন সিং দেখা করেছেন বলে জানা গিয়েছে ৷ তারপর ইস্তফা দিলেন এন বীরেন সিং ৷ এদিকে তাঁর ইস্তফাকে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি থেকে শুরু করে কংগ্রেসের প্রবীণ নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ ৷

এই ঘটনায় বিরোধী দলনেতা রাহুল গান্ধি এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রায় দু'বছর ধরে বিজেপির মুখ্যমন্ত্রী বীরেন সিং মণিপুরে শুধু বিভাজনে প্ররোচনা দিয়েছেন ৷ হিংসা, প্রাণহানি, ধ্বংস সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদি এই বিভাজন চালিয়ে যেতে দিয়েছেন ৷ জনগণের চাপেই মুখ্যমন্ত্রী বীরেন সিং ইস্তফা দিয়েছেন ৷ এছাড়া সুপ্রিম কোর্টের তদন্ত এবং কংগ্রেসের অনাস্থা প্রস্তাব তাঁকে বাধ্য করেছে ৷ কিন্তু এসব কিছুর ঊর্ধ্বে সবার আগে রাজ্যে শান্তি ফিরিয়ে আনা দরকার ৷ একবার অন্তত প্রধানমন্ত্রী মোদি মণিপুরে যান ৷ সেখানকার মানুষের কথা শুনুন ৷ রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে তিনি কী ভাবছেন, তা ব্যাখ্যা করুন ৷"

রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, "আগামিকালই মণিপুর বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করত কংগ্রেস ৷ সেই অবস্থা বুঝতে পেরে মুখ্যমন্ত্রী ইস্তফা দিলেন ৷ 2023 সালের মে মাসে মণিপুরের সংঘর্ষের ঘটনাগুলি প্রকাশ্যে আসে ৷ তখন থেকেই কংগ্রেস তাঁর ইস্তফা চেয়ে আসছে ৷ মুখ্যমন্ত্রীর ইস্তফা দিতে দেরি করেছেন ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি লেখেন, "এবার মণিপুরবাসী প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছেন ৷ তিনি এখন ফ্রান্স ও আমেরিকায় যাবেন ৷ কিন্তু বিগত 20 মাসে কোনওদিন মণিপুর যাওয়ার সময় বা ইচ্ছা কোনওটাই তাঁর হয়ে ওঠেনি ৷"

2023 সালের মে মাস থেকে মেইতেই ও কুকি জনজাতির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর ৷ এখনও অশান্ত উত্তর-পূর্বের এই রাজ্যটি ৷ এমনই আবহে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী ৷

এদিন এন বীরেন সিং যখন রাজ্যপালের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিতে যান তখন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ও রাজ্য বিজেপির সভাপতি এ শারদা ৷ এছাড়া বিজেপি এবং নাগা পিপল'স ফ্রন্ট-এর (এনপিএফ) 14 জন বিধায়কও ছিলেন ৷ রাজ্যপালের সঙ্গে দেখা করে এন বীরেন সিং সোজা মুখ্যমন্ত্রীর সচিবালয়ে চলে যান ৷ ইস্তফাপত্রে তিনি জানিয়েছেন, মণিপুরবাসীর জন্য কাজ করতে পারাটা তাঁর কাছে সৌভাগ্যের ৷

এর আগে শনিবার বীরেন সিং মুখ্যমন্ত্রীর সচিবালয়ে বিজেপি এবং এনডিএ জোটের শরিক দলগুলির বিধায়কদের ডেকে পাঠান ৷ সেখানে তিনি আসন্ন বিধানসভা অধিবেশন নিয়ে আলোচনা করেন ৷ মণিপুর বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা আগামিকাল, 10 ফেব্রুয়ারি ৷ অধিবেশন শুরুর প্রথমে বিরোধী কংগ্রেস এন বীরেন সিংয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করবে বলে জানা গিয়েছিল ৷ তার আগে পদত্যাগ করলেন তিনি ৷

গত বছরের শেষ দিন মুখ্যমন্ত্রী বীরেন সিং মণিপুরের হিংসার ঘটনার জন্য 'দুঃখ' প্রকাশ করেছিলেন ৷ 31 ডিসেম্বর তিনি বলেছিলন, "সারা বছরটা খুব খারাপ কেটেছে ৷ রাজ্যে যা ঘটেছে, তার জন্য আমি রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ আমার অনুশোচনা হচ্ছে। আমি ক্ষমা চাইছি ৷ বিগত তিন-চার মাসে শান্তি ফিরে এসেছে ৷ আমি বিশ্বাস করি যে, 2025 সালে রাজ্যে স্বাভাবিক অবস্থা পুনর্বহাল হবে ৷" এবার পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী ৷

ইম্ফল, 9 ফেব্রুয়ারি: ইস্তফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে রবিবার বিকেলে দেখা করে হাতে তাঁর ইস্তফাপত্র তুলে দেন ৷ রাজ্যপাল তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ৷ নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত না-হওয়া পর্যন্ত মণিপুরের কার্যকরী মুখ্যমন্ত্রী হিসাবে এন বীরেন সিংকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল অজয় ভাল্লা ৷

পদত্যাগের আগে এদিনই সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বীরেন সিং দেখা করেছেন বলে জানা গিয়েছে ৷ তারপর ইস্তফা দিলেন এন বীরেন সিং ৷ এদিকে তাঁর ইস্তফাকে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি থেকে শুরু করে কংগ্রেসের প্রবীণ নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ ৷

এই ঘটনায় বিরোধী দলনেতা রাহুল গান্ধি এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রায় দু'বছর ধরে বিজেপির মুখ্যমন্ত্রী বীরেন সিং মণিপুরে শুধু বিভাজনে প্ররোচনা দিয়েছেন ৷ হিংসা, প্রাণহানি, ধ্বংস সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদি এই বিভাজন চালিয়ে যেতে দিয়েছেন ৷ জনগণের চাপেই মুখ্যমন্ত্রী বীরেন সিং ইস্তফা দিয়েছেন ৷ এছাড়া সুপ্রিম কোর্টের তদন্ত এবং কংগ্রেসের অনাস্থা প্রস্তাব তাঁকে বাধ্য করেছে ৷ কিন্তু এসব কিছুর ঊর্ধ্বে সবার আগে রাজ্যে শান্তি ফিরিয়ে আনা দরকার ৷ একবার অন্তত প্রধানমন্ত্রী মোদি মণিপুরে যান ৷ সেখানকার মানুষের কথা শুনুন ৷ রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে তিনি কী ভাবছেন, তা ব্যাখ্যা করুন ৷"

রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, "আগামিকালই মণিপুর বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করত কংগ্রেস ৷ সেই অবস্থা বুঝতে পেরে মুখ্যমন্ত্রী ইস্তফা দিলেন ৷ 2023 সালের মে মাসে মণিপুরের সংঘর্ষের ঘটনাগুলি প্রকাশ্যে আসে ৷ তখন থেকেই কংগ্রেস তাঁর ইস্তফা চেয়ে আসছে ৷ মুখ্যমন্ত্রীর ইস্তফা দিতে দেরি করেছেন ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি লেখেন, "এবার মণিপুরবাসী প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছেন ৷ তিনি এখন ফ্রান্স ও আমেরিকায় যাবেন ৷ কিন্তু বিগত 20 মাসে কোনওদিন মণিপুর যাওয়ার সময় বা ইচ্ছা কোনওটাই তাঁর হয়ে ওঠেনি ৷"

2023 সালের মে মাস থেকে মেইতেই ও কুকি জনজাতির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর ৷ এখনও অশান্ত উত্তর-পূর্বের এই রাজ্যটি ৷ এমনই আবহে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী ৷

এদিন এন বীরেন সিং যখন রাজ্যপালের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিতে যান তখন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ও রাজ্য বিজেপির সভাপতি এ শারদা ৷ এছাড়া বিজেপি এবং নাগা পিপল'স ফ্রন্ট-এর (এনপিএফ) 14 জন বিধায়কও ছিলেন ৷ রাজ্যপালের সঙ্গে দেখা করে এন বীরেন সিং সোজা মুখ্যমন্ত্রীর সচিবালয়ে চলে যান ৷ ইস্তফাপত্রে তিনি জানিয়েছেন, মণিপুরবাসীর জন্য কাজ করতে পারাটা তাঁর কাছে সৌভাগ্যের ৷

এর আগে শনিবার বীরেন সিং মুখ্যমন্ত্রীর সচিবালয়ে বিজেপি এবং এনডিএ জোটের শরিক দলগুলির বিধায়কদের ডেকে পাঠান ৷ সেখানে তিনি আসন্ন বিধানসভা অধিবেশন নিয়ে আলোচনা করেন ৷ মণিপুর বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা আগামিকাল, 10 ফেব্রুয়ারি ৷ অধিবেশন শুরুর প্রথমে বিরোধী কংগ্রেস এন বীরেন সিংয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করবে বলে জানা গিয়েছিল ৷ তার আগে পদত্যাগ করলেন তিনি ৷

গত বছরের শেষ দিন মুখ্যমন্ত্রী বীরেন সিং মণিপুরের হিংসার ঘটনার জন্য 'দুঃখ' প্রকাশ করেছিলেন ৷ 31 ডিসেম্বর তিনি বলেছিলন, "সারা বছরটা খুব খারাপ কেটেছে ৷ রাজ্যে যা ঘটেছে, তার জন্য আমি রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ আমার অনুশোচনা হচ্ছে। আমি ক্ষমা চাইছি ৷ বিগত তিন-চার মাসে শান্তি ফিরে এসেছে ৷ আমি বিশ্বাস করি যে, 2025 সালে রাজ্যে স্বাভাবিক অবস্থা পুনর্বহাল হবে ৷" এবার পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী ৷

Last Updated : Feb 9, 2025, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.