ইম্ফল, 9 ফেব্রুয়ারি: ইস্তফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে রবিবার বিকেলে দেখা করে হাতে তাঁর ইস্তফাপত্র তুলে দেন ৷ রাজ্যপাল তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ৷ নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত না-হওয়া পর্যন্ত মণিপুরের কার্যকরী মুখ্যমন্ত্রী হিসাবে এন বীরেন সিংকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল অজয় ভাল্লা ৷
পদত্যাগের আগে এদিনই সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বীরেন সিং দেখা করেছেন বলে জানা গিয়েছে ৷ তারপর ইস্তফা দিলেন এন বীরেন সিং ৷ এদিকে তাঁর ইস্তফাকে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি থেকে শুরু করে কংগ্রেসের প্রবীণ নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ ৷
এই ঘটনায় বিরোধী দলনেতা রাহুল গান্ধি এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রায় দু'বছর ধরে বিজেপির মুখ্যমন্ত্রী বীরেন সিং মণিপুরে শুধু বিভাজনে প্ররোচনা দিয়েছেন ৷ হিংসা, প্রাণহানি, ধ্বংস সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদি এই বিভাজন চালিয়ে যেতে দিয়েছেন ৷ জনগণের চাপেই মুখ্যমন্ত্রী বীরেন সিং ইস্তফা দিয়েছেন ৷ এছাড়া সুপ্রিম কোর্টের তদন্ত এবং কংগ্রেসের অনাস্থা প্রস্তাব তাঁকে বাধ্য করেছে ৷ কিন্তু এসব কিছুর ঊর্ধ্বে সবার আগে রাজ্যে শান্তি ফিরিয়ে আনা দরকার ৷ একবার অন্তত প্রধানমন্ত্রী মোদি মণিপুরে যান ৷ সেখানকার মানুষের কথা শুনুন ৷ রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে তিনি কী ভাবছেন, তা ব্যাখ্যা করুন ৷"
For nearly two years, BJP's CM Biren Singh instigated division in Manipur. PM Modi allowed him to continue despite the violence, loss of life, and the destruction of the idea of India in Manipur.
— Rahul Gandhi (@RahulGandhi) February 9, 2025
The resignation of CM Biren Singh shows that mounting public pressure, the SC…
রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, "আগামিকালই মণিপুর বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করত কংগ্রেস ৷ সেই অবস্থা বুঝতে পেরে মুখ্যমন্ত্রী ইস্তফা দিলেন ৷ 2023 সালের মে মাসে মণিপুরের সংঘর্ষের ঘটনাগুলি প্রকাশ্যে আসে ৷ তখন থেকেই কংগ্রেস তাঁর ইস্তফা চেয়ে আসছে ৷ মুখ্যমন্ত্রীর ইস্তফা দিতে দেরি করেছেন ৷"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি লেখেন, "এবার মণিপুরবাসী প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছেন ৷ তিনি এখন ফ্রান্স ও আমেরিকায় যাবেন ৷ কিন্তু বিগত 20 মাসে কোনওদিন মণিপুর যাওয়ার সময় বা ইচ্ছা কোনওটাই তাঁর হয়ে ওঠেনি ৷"
The Congress was all set to move a no-confidence motion against the Chief Minister and his Council of Ministers in the Manipur Assembly tomorrow.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) February 9, 2025
Sensing the climate, the Manipur CM has just resigned. This was a demand that the Congress has been making since early May 2023,…
2023 সালের মে মাস থেকে মেইতেই ও কুকি জনজাতির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর ৷ এখনও অশান্ত উত্তর-পূর্বের এই রাজ্যটি ৷ এমনই আবহে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী ৷
এদিন এন বীরেন সিং যখন রাজ্যপালের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিতে যান তখন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ও রাজ্য বিজেপির সভাপতি এ শারদা ৷ এছাড়া বিজেপি এবং নাগা পিপল'স ফ্রন্ট-এর (এনপিএফ) 14 জন বিধায়কও ছিলেন ৷ রাজ্যপালের সঙ্গে দেখা করে এন বীরেন সিং সোজা মুখ্যমন্ত্রীর সচিবালয়ে চলে যান ৷ ইস্তফাপত্রে তিনি জানিয়েছেন, মণিপুরবাসীর জন্য কাজ করতে পারাটা তাঁর কাছে সৌভাগ্যের ৷
এর আগে শনিবার বীরেন সিং মুখ্যমন্ত্রীর সচিবালয়ে বিজেপি এবং এনডিএ জোটের শরিক দলগুলির বিধায়কদের ডেকে পাঠান ৷ সেখানে তিনি আসন্ন বিধানসভা অধিবেশন নিয়ে আলোচনা করেন ৷ মণিপুর বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা আগামিকাল, 10 ফেব্রুয়ারি ৷ অধিবেশন শুরুর প্রথমে বিরোধী কংগ্রেস এন বীরেন সিংয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করবে বলে জানা গিয়েছিল ৷ তার আগে পদত্যাগ করলেন তিনি ৷
#WATCH | Manipur CM N Biren Singh hands over the letter of resignation from the post of Chief Minister to Governor Ajay Kumar Bhalla at the Raj Bhavan in Imphal. pic.twitter.com/xCoiQUsmgQ
— ANI (@ANI) February 9, 2025
গত বছরের শেষ দিন মুখ্যমন্ত্রী বীরেন সিং মণিপুরের হিংসার ঘটনার জন্য 'দুঃখ' প্রকাশ করেছিলেন ৷ 31 ডিসেম্বর তিনি বলেছিলন, "সারা বছরটা খুব খারাপ কেটেছে ৷ রাজ্যে যা ঘটেছে, তার জন্য আমি রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ আমার অনুশোচনা হচ্ছে। আমি ক্ষমা চাইছি ৷ বিগত তিন-চার মাসে শান্তি ফিরে এসেছে ৷ আমি বিশ্বাস করি যে, 2025 সালে রাজ্যে স্বাভাবিক অবস্থা পুনর্বহাল হবে ৷" এবার পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী ৷