প্রতিবাদই আমাদের কাছে উৎসব ! মিছিলে স্লোগান পড়ুয়া-ক্রীড়াপ্রেমীদের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
Published : Sep 10, 2024, 12:26 PM IST
RG Kar Protest Rally: কলেজ স্কোয়ার থেকে সোমবার বিকেলে আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে মিছিল হয় । তাতে পা মেলান ইঞ্জিনিয়ারিং থেকে আইনের ছাত্র, ডাক্তারি পড়ুয়া ও ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা । মিছিলের শুরুতেই ব্যানারে লেখা, 'শব বুকে নিয়ে উৎসবে ফিরব না । তিলোত্তমার বিচারের লড়াই শেষতক' । উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে গতকাল বলেন, এক মাস হল এবার উৎসবে ফিরুন । আর তাঁর এই বার্তাকেই ভালো ভাবে নেননি বিচারের দাবিতে পথে নামা আন্দোলনকারীরা । প্রতিবাদ যে আরও দৃঢ় হবে তাও সাফ জানিয়েছেন আন্দোলনকারীরা । এ দিন তাঁরা জানিয়েছেন, "উৎসব হবে না । এই প্রতিবাদই আমাদের কাছে উৎসব ।"
সোমবারের মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে এগিয়ে নির্মলচন্দ স্ট্রিট ধরে রফি আহমেদ কিদোয়াই রোড হয়ে এসএন ব্যানার্জি রোডে আসে । সেখান থেকে যায় ধর্মতলা ডোরিনা ক্রসিং ৷ মিছিল ধর্মতলায় পৌঁছতেই আন্দোলনকারীদের মেজাজে আসে বদল । উলটো দিকে বিজেপির অবস্থান মঞ্চ দেখে স্লোগান ওঠে, 'তিলোত্তমার ঘটনা সেটিং হতে দেব না, হাথরস থেকে আরজি কর নাটক ছেড়ে বিচার কর '।