মন্দারমণি, 21 ডিসেম্বর: মন্দারমণির হোটেল থেকে উদ্ধার তৃণমূল নেতার দেহ ৷ তৃণমূল নেতা আবুল নাসার দেহ উদ্ধারকে ঘিরে রহস্য দানা বেঁধেছে ।
মৃতের পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত খুনের অভিযোগ না-করা হলেও অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ গতকাল প্রতিবেশী এক যুবক ও মহিলাকে নিয়ে মন্দারমণি এসেছিলেন উত্তর 24 পরগনার আমডাঙার তৃণমূল নেতা আবুল নাসার। আবুলের বয়স প্রায় 35। আবুল জমিজমা সংক্রান্ত ব্যবসা করতেন। বাড়ি থেকে মন্দারমণি আসার সময় বলে এসেছিলেন ব্যবসার বিষয়ে বাইরে যাচ্ছেন। শনিবার সকালে পুলিশের তরফ থেকে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। মৃত যুবকের স্ত্রী আমডাঙার আদাহাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলে জানা গিয়েছে।
মৃতের পরিবার-সহ বন্ধু ফইদুল রহমান ইতিমধ্যে কাঁথি হাসপাতালের মর্গে পৌঁছন। ফইদুল বারাসতের তৃণমূল নেতা ৷ তিনি বলেন, "আবুল ব্যবসা সংক্রান্ত বিষয়ে খুন হয়ে থাকতে পারে বলে আমার মনে হয়। রাজনৈতিকভাবে আমাদের বন্ধুত্ব রয়েছে। আমার বন্ধুর সঙ্গে যে মহিলা ছিলেন তিনি আবুলের পার্টনারের এক ভাগ্নি ৷ তাঁকে নিয়ে আবুলের মন্দারমণিতে আসার পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে । তবে এর পিছনে কোনও রাজনৈতিক ব্যাপার নেই। মন্দারমণি থানার পুলিশ ওই মহিলা (তৃণমূল নেতার পার্টনারের ভাগ্নি) ও প্রতিবেশী ওই যুবককে আটক করেছে।
এদিকে ওই মহিলার সঙ্গে কোনও প্রেম ছিল কি না, তাও ভাবাচ্ছে পুলিশকে ৷ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার পাড়ার এক বন্ধু ও ব্যাবসায়িক পার্টনারের ভাগ্নিকে নিয়ে মন্দারমণি এসেছিলেন ওই মৃত তৃণমূল নেতা ৷ রাতে হোটেলে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। তারপর হোটেল-সূত্রে খবর পাওয়া যায়, এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠায়।
তবে মহিলা-সহ পাড়ার ওই বন্ধুকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রে আরও খবর, রাতে ওই মহিলা তৃণমূল নেতা আবুল নাসারের সঙ্গেই ছিলেন। তৃণমূল নেতার মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে ৷