ETV Bharat / bharat

কুয়েতে পৌঁছলেন মোদি ! প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা - NARENDRA MODI

43 বছরের মধ্যে উপসাগরীয় দেশটিতে এটিই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম কুয়েত সফর । জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা ৷

PM Narendra Modi arrives in Kuwait
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা (নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : 11 hours ago

কুয়েত সিটি, 21 ডিসেম্বর: দু’দিনের সফরে কুয়েতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের আমন্ত্রণে মোদি কুয়েত সফর করছেন । শনিবার উপসাগরীয় দেশটিতে পৌঁছেছেন ভারতের প্রশাসনিক প্রধান ৷ কুয়েতে 26তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন মোদি । 1981 সালে কুয়েত সফরকারী শেষ ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি । গত 43 বছরের মধ্যে উপসাগরীয় দেশটিতে এটিই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম কুয়েত সফর ।

কুয়েতের সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা ছাড়াও সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন তিনি ৷ কুয়েতে বসবাসকারী বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি ৷ ভারতীয়রা কুয়েতের মোট জনসংখ্যার 21 শতাংশ (1 মিলিয়ন) এবং দেশের কর্মশক্তির 30 শতাংশ (প্রায় 9 লাখ)। কুয়েতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় কর্মীরা সেদেশের বেসরকারি সেক্টরের পাশাপাশি গার্হস্থ্য খাতের কর্মশক্তির তালিকায় শীর্ষে রয়েছে ।

কুয়েতে জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা ৷ 101 বছর বয়সি প্রাক্তন আইএফএস অফিসারের সঙ্গেও কথা বলেছেন মোদি ৷ সবার সঙ্গে অনুষ্ঠানও উপভোগ করেছেন ৷ প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা ৷

সরকারি সূত্র বলছে, কুয়েতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা, ভারত এবং কুয়েতের মধ্যে একটি ভবিষ্যত অংশীদারিত্বের জন্য একটি রোডম্যাপ তৈরি করার একটি সুযোগ হবে ৷ নরেন্দ্র মোদি বলেন, ‘‘আমরা কুয়েতের সঙ্গে ঐতিহাসিক সংযোগকে গভীরভাবে মূল্য দিই যেটি প্রজন্মের পর প্রজন্ম ধরে লালিত হয়েছে । আমরা শুধু শক্তিশালী বাণিজ্য ও জ্বালানির অংশীদারই নই ৷ বরং পশ্চিম এশিয়ায় শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ক্ষেত্রেও আমাদের যৌথ আগ্রহ রয়েছে ৷’’ মোদি জানান, তিনি কুয়েতের আমির, ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করছেন । যেই আলোচনা দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মুক্ত করতে পারে ৷

কুয়েত ভারতের শীর্ষ বাণিজ্য অংশীদারদের মধ্যে রয়েছে ৷ 2023-24 আর্থিক বছরে 10.47 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে ।কুয়েত ভারতের ষষ্ঠ বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী, যা দেশের জ্বালানি চাহিদার 3 শতাংশ পূরণ করে । কুয়েতে ভারতীয় রফতানি প্রথমবারের মতো 2 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যেখানে ভারতে কুয়েত বিনিয়োগ কর্তৃপক্ষের বিনিয়োগ 10 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে ।ভারতের সঙ্গে সামুদ্রিক বাণিজ্য ছিল কুয়েতে অর্থনীতির মেরুদণ্ড ।

আরও পড়ুন

কুয়েত সিটি, 21 ডিসেম্বর: দু’দিনের সফরে কুয়েতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের আমন্ত্রণে মোদি কুয়েত সফর করছেন । শনিবার উপসাগরীয় দেশটিতে পৌঁছেছেন ভারতের প্রশাসনিক প্রধান ৷ কুয়েতে 26তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন মোদি । 1981 সালে কুয়েত সফরকারী শেষ ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি । গত 43 বছরের মধ্যে উপসাগরীয় দেশটিতে এটিই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম কুয়েত সফর ।

কুয়েতের সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা ছাড়াও সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন তিনি ৷ কুয়েতে বসবাসকারী বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি ৷ ভারতীয়রা কুয়েতের মোট জনসংখ্যার 21 শতাংশ (1 মিলিয়ন) এবং দেশের কর্মশক্তির 30 শতাংশ (প্রায় 9 লাখ)। কুয়েতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় কর্মীরা সেদেশের বেসরকারি সেক্টরের পাশাপাশি গার্হস্থ্য খাতের কর্মশক্তির তালিকায় শীর্ষে রয়েছে ।

কুয়েতে জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা ৷ 101 বছর বয়সি প্রাক্তন আইএফএস অফিসারের সঙ্গেও কথা বলেছেন মোদি ৷ সবার সঙ্গে অনুষ্ঠানও উপভোগ করেছেন ৷ প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা ৷

সরকারি সূত্র বলছে, কুয়েতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা, ভারত এবং কুয়েতের মধ্যে একটি ভবিষ্যত অংশীদারিত্বের জন্য একটি রোডম্যাপ তৈরি করার একটি সুযোগ হবে ৷ নরেন্দ্র মোদি বলেন, ‘‘আমরা কুয়েতের সঙ্গে ঐতিহাসিক সংযোগকে গভীরভাবে মূল্য দিই যেটি প্রজন্মের পর প্রজন্ম ধরে লালিত হয়েছে । আমরা শুধু শক্তিশালী বাণিজ্য ও জ্বালানির অংশীদারই নই ৷ বরং পশ্চিম এশিয়ায় শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ক্ষেত্রেও আমাদের যৌথ আগ্রহ রয়েছে ৷’’ মোদি জানান, তিনি কুয়েতের আমির, ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করছেন । যেই আলোচনা দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মুক্ত করতে পারে ৷

কুয়েত ভারতের শীর্ষ বাণিজ্য অংশীদারদের মধ্যে রয়েছে ৷ 2023-24 আর্থিক বছরে 10.47 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে ।কুয়েত ভারতের ষষ্ঠ বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী, যা দেশের জ্বালানি চাহিদার 3 শতাংশ পূরণ করে । কুয়েতে ভারতীয় রফতানি প্রথমবারের মতো 2 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যেখানে ভারতে কুয়েত বিনিয়োগ কর্তৃপক্ষের বিনিয়োগ 10 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে ।ভারতের সঙ্গে সামুদ্রিক বাণিজ্য ছিল কুয়েতে অর্থনীতির মেরুদণ্ড ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.