সেজে উঠেছে পুরী, আজ রথে চড়ে পাড়ি জগন্নাথ-বলরাম-সুভদ্রার; দেখুন সরাসরি... - Puri Rath Yatra 2024 LIVE
Published : Jul 7, 2024, 9:03 AM IST
|Updated : Jul 7, 2024, 6:54 PM IST
Rath Yatra 2024 Live: শুভ রথযাত্রা ৷ আজ, রবিবার রথযাত্রা উৎসব। ভারতে অনুষ্ঠিত একটি অন্যতম বড় ধর্মীয় উৎসব হল রথযাত্রা। হিন্দু ধর্মে বহু দেবদেবী পূজিত হন। তবে জগন্নাথদেব একমাত্র যিনি বছরের একটি বিশেষ দিনে নিজের মন্দির ছেড়ে পথে নেমে আসেন ভক্তদের মাঝে। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই রথযাত্রা উৎসব। পড়শী রাজ্য ওড়িশার পাশাপাশি বাংলাজুড়েও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় মহাসমারোহের সঙ্গে। বিশ্বের বিভিন্ন স্থানেও রথযাত্রা উৎসব পালিত হয় মহা সমারোহে। আজ পুরী থেকে তিনটি রথ বেরোয়। একটি মহাপ্রভু জগন্নাথের রথ, যার নাম নন্দীঘোষ ৷ আর একটি ভাই বলরামের জন্য, এই রথের নাম তালধ্বজ ৷ অন্যটি বোন সুভদ্রার জন্য, যা পদ্মধ্বজ ৷ প্রত্যেকটি রথ অত্যন্ত সুন্দর করে সাজানো হয় ৷ পুরী থেকে জগন্নাথদেবের রথযাত্রা সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷
Last Updated : Jul 7, 2024, 6:54 PM IST