ETV Bharat / sports

তালাল গ্রিক বোঝে, তাই সুবিধা হয় ! ম্যাজিশিয়ানের প্রশংসায় লাল-হলুদের দিমি - DIAMANTAKOS PRAISES MADIH TALAL

তালালের পায়ে বল পড়ার সঙ্গে সঙ্গে ইশারা করেছিলেন গ্রিসের স্ট্রাইকার । সেই ইঙ্গিত বুঝেই মাপা সেন্টার এবং তা থেকে হেডে গোল দিয়ামান্তাকোসের ।

Dimitrios Diamantakos Praises Madih Talal
মাপা সেন্টার এবং তা থেকে হেডে গোল দিয়ামান্তাকোসের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 30, 2024, 10:01 PM IST

কলকাতা, 30 নভেম্বর: গতবছরের তুলনায় শক্তিশালী দল গড়া হয়েছে । কোনও কারণে তা প্রত্যাশিত ফুটবল খেলতে ব্যর্থ । শেষ পর্যন্ত দলের খেলায় পরিবর্তনের দেখা মিলতেই খুশির কথা জানালেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার । তাঁর কথায়, ইস্টবেঙ্গল লড়াই করে । সেই লড়াকু ফুটবল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দেখা গিয়েছে । আশা করা যায় সামনের ম্যাচগুলোতে আরও ভালো খেলবে দল ।

লাল-হলুদের এই বদলের পেছনে কোচ অস্কার ব্রুঁজোকে কৃতিত্ব দিতে চান । কারণ কোচই কৌশল ঠিক করেন । এএফসি চ্যালেঞ্জ লিগ এবং আইএসএলের দু’টো ম্যাচ মিলিয়ে মোট পাঁচটা ম্যাচে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত অপরাজিত । গোল হজম করেনি । দলের খেলায় রক্ষণ এবং আক্রমণের প্রত্যাশিত তালমিলে ঘুরে দাঁড়ানোর বার্তা ।

দিমিত্রিয়স দিয়ামান্তাকোস বলছেন, “মহমেডানের বিরুদ্ধে ম্যাচটা আমাদের অনেক আত্মবিশ্বাস জোগায় । ওদের বিরুদ্ধে আমরা প্রথম পয়েন্ট পাই । শুক্রবারের জয় আমাদের তিন পয়েন্ট দিয়েছে । মহমেডান ম্যাচের মতো একসঙ্গে ডিফেন্স করেছি । ফলে প্রতিপক্ষের কাজটা আরও কঠিন হয়ে ওঠে । দলের জন্য আমাদের সব ম্যাচেই এরকম লড়াই করতে হবে । এই খেলাটা আমাদের বজায় রাখতে হবে ।’’

Dimitrios Diamantakos Praises Madih Talal
তালালের পায়ে বল পড়ার সঙ্গে সঙ্গে ইশারা করেছিলেন গ্রিসের স্ট্রাইকার (ইটিভি ভারত)

বলা হচ্ছে অস্কার ব্রুঁজো দায়িত্ব নেওয়ার পরে দলে বদল এসেছে । বিষয়টি মেনে নিয়ে চলতি মরশুমে আইএসএলে প্রথম জয় এনে দেওয়া স্ট্রাইকার বলছেন, “নতুন কোচ আসায় আমাদের কিছু জিনিস বদলাতে হয় । সেগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ায় উপকারই হয়েছে আমাদের । নিজেদের গোল অক্ষত রাখাটা যে জরুরি, এর ওপর জোর দেন তিনি । দলের ছেলেদের যে সমস্যাগুলো ছিল, সেগুলোও উনি মেটান । এগুলো করেই দলকে এই জায়গায় নিয়ে এসেছেন কোচ ।”

নিজের সেরাটা দিয়ে গোল করার চেষ্টার পরে বাড়তি কিছু করার কথা মাথায় ছিল দিয়ামান্তাকোসের । তাই আক্রমণে অংশ নেওয়ার পাশাপাশি রক্ষণে বারবার নেমে গিয়ে সাহায্য করেছিলেন । তবে মাদিহ তালালের সঙ্গে তাঁর টেলিপ্যাথি এবং গোল চমকে দিয়েছে । তালালের পায়ে বল পড়ার সঙ্গে সঙ্গে হাত দিয়ে ইশারা করেছিলেন গ্রিসের স্ট্রাইকার । সেই ইঙ্গিত বুঝেই মাপা সেন্টার তালালের এবং তা থেকে হেডে গোল দিয়ামান্তাকোসের । দু’জনের বোঝাপড়া নিয়ে বলতে গিয়ে লাল-হলুদ স্ট্রাইকার বলেছেন, “তালাল গ্রিক বোঝে । মাঠে ও মাঠের বাইরেও আমাকে খুবই সাহায্য করে । ওর সঙ্গে খেলাটা আমি উপভোগ করছি ৷”

Dimitrios Diamantakos Praises Madih Talal
ম্যাজিশিয়ানের প্রশংসায় লাল-হলুদের দিমি (ইটিভি ভারত)

জয়ের নায়কের সুর ম্যাচের সেরা মাদিহ তালালের গলায় । ফরাসি ম্যাজিশিয়ান বলছেন, “আমার মনে হয়, এএফসি চ্যালেঞ্জ লিগে জয় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে এবং মহমেডান এসসির বিরুদ্ধে ন’জন খেলোয়াড় নিয়ে ড্র করা আমাদের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলেছে । আশা করি, আমরা পরবর্তী ম্যাচেও এভাবেই সাফল্য অব্যহত রাখতে পারব । এটা শুধু ফিটনেসের ব্যাপার নয়, শুধুমাত্র মানসিকতার বিষয় । আমরা দু’সপ্তাহ বা এক মাসে খেলোয়াড় পরিবর্তন করতে পারি না । আমাদের মানসিক অবস্থা ঠিক ছিল না । এখন এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে । সবাই তাদের মানসিকতা বদলেছে । সে জন্যই এভাবে খেলার জন্য আমরা উৎসাহ পেয়েছি ।” সব মিলিয়ে ইস্টবেঙ্গলে এখন বদলের সুর । ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা ।

আরও পড়ুন

কলকাতা, 30 নভেম্বর: গতবছরের তুলনায় শক্তিশালী দল গড়া হয়েছে । কোনও কারণে তা প্রত্যাশিত ফুটবল খেলতে ব্যর্থ । শেষ পর্যন্ত দলের খেলায় পরিবর্তনের দেখা মিলতেই খুশির কথা জানালেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার । তাঁর কথায়, ইস্টবেঙ্গল লড়াই করে । সেই লড়াকু ফুটবল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দেখা গিয়েছে । আশা করা যায় সামনের ম্যাচগুলোতে আরও ভালো খেলবে দল ।

লাল-হলুদের এই বদলের পেছনে কোচ অস্কার ব্রুঁজোকে কৃতিত্ব দিতে চান । কারণ কোচই কৌশল ঠিক করেন । এএফসি চ্যালেঞ্জ লিগ এবং আইএসএলের দু’টো ম্যাচ মিলিয়ে মোট পাঁচটা ম্যাচে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত অপরাজিত । গোল হজম করেনি । দলের খেলায় রক্ষণ এবং আক্রমণের প্রত্যাশিত তালমিলে ঘুরে দাঁড়ানোর বার্তা ।

দিমিত্রিয়স দিয়ামান্তাকোস বলছেন, “মহমেডানের বিরুদ্ধে ম্যাচটা আমাদের অনেক আত্মবিশ্বাস জোগায় । ওদের বিরুদ্ধে আমরা প্রথম পয়েন্ট পাই । শুক্রবারের জয় আমাদের তিন পয়েন্ট দিয়েছে । মহমেডান ম্যাচের মতো একসঙ্গে ডিফেন্স করেছি । ফলে প্রতিপক্ষের কাজটা আরও কঠিন হয়ে ওঠে । দলের জন্য আমাদের সব ম্যাচেই এরকম লড়াই করতে হবে । এই খেলাটা আমাদের বজায় রাখতে হবে ।’’

Dimitrios Diamantakos Praises Madih Talal
তালালের পায়ে বল পড়ার সঙ্গে সঙ্গে ইশারা করেছিলেন গ্রিসের স্ট্রাইকার (ইটিভি ভারত)

বলা হচ্ছে অস্কার ব্রুঁজো দায়িত্ব নেওয়ার পরে দলে বদল এসেছে । বিষয়টি মেনে নিয়ে চলতি মরশুমে আইএসএলে প্রথম জয় এনে দেওয়া স্ট্রাইকার বলছেন, “নতুন কোচ আসায় আমাদের কিছু জিনিস বদলাতে হয় । সেগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ায় উপকারই হয়েছে আমাদের । নিজেদের গোল অক্ষত রাখাটা যে জরুরি, এর ওপর জোর দেন তিনি । দলের ছেলেদের যে সমস্যাগুলো ছিল, সেগুলোও উনি মেটান । এগুলো করেই দলকে এই জায়গায় নিয়ে এসেছেন কোচ ।”

নিজের সেরাটা দিয়ে গোল করার চেষ্টার পরে বাড়তি কিছু করার কথা মাথায় ছিল দিয়ামান্তাকোসের । তাই আক্রমণে অংশ নেওয়ার পাশাপাশি রক্ষণে বারবার নেমে গিয়ে সাহায্য করেছিলেন । তবে মাদিহ তালালের সঙ্গে তাঁর টেলিপ্যাথি এবং গোল চমকে দিয়েছে । তালালের পায়ে বল পড়ার সঙ্গে সঙ্গে হাত দিয়ে ইশারা করেছিলেন গ্রিসের স্ট্রাইকার । সেই ইঙ্গিত বুঝেই মাপা সেন্টার তালালের এবং তা থেকে হেডে গোল দিয়ামান্তাকোসের । দু’জনের বোঝাপড়া নিয়ে বলতে গিয়ে লাল-হলুদ স্ট্রাইকার বলেছেন, “তালাল গ্রিক বোঝে । মাঠে ও মাঠের বাইরেও আমাকে খুবই সাহায্য করে । ওর সঙ্গে খেলাটা আমি উপভোগ করছি ৷”

Dimitrios Diamantakos Praises Madih Talal
ম্যাজিশিয়ানের প্রশংসায় লাল-হলুদের দিমি (ইটিভি ভারত)

জয়ের নায়কের সুর ম্যাচের সেরা মাদিহ তালালের গলায় । ফরাসি ম্যাজিশিয়ান বলছেন, “আমার মনে হয়, এএফসি চ্যালেঞ্জ লিগে জয় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে এবং মহমেডান এসসির বিরুদ্ধে ন’জন খেলোয়াড় নিয়ে ড্র করা আমাদের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলেছে । আশা করি, আমরা পরবর্তী ম্যাচেও এভাবেই সাফল্য অব্যহত রাখতে পারব । এটা শুধু ফিটনেসের ব্যাপার নয়, শুধুমাত্র মানসিকতার বিষয় । আমরা দু’সপ্তাহ বা এক মাসে খেলোয়াড় পরিবর্তন করতে পারি না । আমাদের মানসিক অবস্থা ঠিক ছিল না । এখন এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে । সবাই তাদের মানসিকতা বদলেছে । সে জন্যই এভাবে খেলার জন্য আমরা উৎসাহ পেয়েছি ।” সব মিলিয়ে ইস্টবেঙ্গলে এখন বদলের সুর । ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.