ETV Bharat / state

5 হাজার চিকিৎসক নিয়ে কলকাতায় কনভেনশনের ঘোষণা অভিষেকের

চিকিৎসদের জন্য 'এক ডাকে অভিষেক' প্রকল্প, ফোন নম্বরও দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷

ABHISHEK BANERJEE
ডাক্তার নিয়ে সম্মেলনের ঘোষণা অভিষেকের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2024, 9:56 PM IST

ডায়মন্ড হারবার, 30 নভেম্বর: আগামী বছর পয়লা বৈশাখের পর কলকাতার বুকে 5000 ডাক্তারকে নিয়ে কনভেনশন হবে ৷ শনিবার ডায়মন্ড হারবারে ডক্টর সামিট থেকে ঘোষণা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের সুরক্ষা সুনিশ্চিত করতে হেল্পলাইনও চালু করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

শনিবার আমতলায় ডাক্তারদের সম্মেলন থেকে অভিষেক বলেন, "রোগীর পরিবারের কথা ধৈর্য ধরে শুনতে হবে ৷ কেউ ভাঙচুর করলে, অসুবিধা হলে ফোন করুন ৷ 10 জনের কমিটি তৈরি করা হবে ৷ চিকিৎসকদের কোনও অসুবিধা হলে 'এক ডাকে অভিষেকে 7887778877' নম্বরে ফোন করুন।" নতুন বছরে ডায়মন্ড হারবারবাসীদের জন্য সুখবরও শুনিয়েছেন অভিষেক । করোনার সময় প্রশংসা কুড়িয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ৷ ডায়মন্ড হারবার মডেলও জনপ্রিয়তা পেয়েছিল। এবার নতুন বছরের জন্য সুখবর শোনালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ডাক্তার নিয়ে সম্মেলনের ঘোষণা অভিষেকের (ইটিভি ভারত)

এদিন বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সম্মেলনে এসে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের নাম 'সেবাশ্রয়'। এই প্রকল্পের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাগরিকদের কাছে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া হবে ৷ জানুয়ারি মাসের এক তারিখ থেকে এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় চলবে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ, মেটিয়াবুরুজ, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা বিধানসভায় টানা 10 দিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা এই স্বাস্থ্যপরীক্ষা শিবির করা হবে বলে জানা গিয়েছে ।

পরবর্তী সময়ে আরও পাঁচ দিন মেগা স্বাস্থ্যপরীক্ষা শিবির করা হবে। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা প্রদান করা হবে। প্রয়োজনে রাজ্যের 12টি হাসপাতালে এলাকাবাসীদের চিকিৎসা করানো হবে বিনামূল্যে। এমনটাই ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের এই সম্মেলনের উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা, রাজ্যের পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলও। এছাড়াও ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের চিকিৎসকরা।

ডায়মন্ড হারবারের মোট 800 জনেরও বেশি চিকিৎসক বিনামূল্যে পরিষেবা দেবেন বলে জানা গিয়েছে । পাশাপাশি প্রতিটি স্বাস্থ্য শিবিরে উপস্থিত থাকবেন পাঁচ জনেরও বেশি চিকিৎসক। এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা লোকসভায় 2 হাজার বুথ আছে। সেই 2 হাজার বুথে প্রায় 23-24 লক্ষ লোক থাকে। প্রত্যেকটা বিধানসভায় যদি আমরা 10 দিন করে এক একটা শিবির করি, তাহলে খুব কম করেও আমাদের 400 থেকে 500 ডাক্তার প্রয়োজন হবে। খবর পেলাম, 1200 ডাক্তার তাঁদের ডিটেইলস আমাদের পাঠিয়েছেন। আজকে এই অডিটোরিয়ামে আমরা জায়গা দিতে পারেনি।"

তিনি আরও বলেন, "আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে 5 হাজার ডাক্তারের কনভেনশন করব। কলকাতায় করব। যাঁরা আজকে আসতে পারেননি, তাঁদের সবাইকে আমরা সেদিন সুযোগ করে দেব। প্রতিটি মানুষের স্বাস্থ্যই আমাদের কাছে মূল্যবান। নতুন বছরের থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভায় এই বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির করা হবে। বিনামূল্যে ওষুধ দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা দেওয়া হবে সাধারণ মানুষকে ৷"

ডায়মন্ড হারবার, 30 নভেম্বর: আগামী বছর পয়লা বৈশাখের পর কলকাতার বুকে 5000 ডাক্তারকে নিয়ে কনভেনশন হবে ৷ শনিবার ডায়মন্ড হারবারে ডক্টর সামিট থেকে ঘোষণা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের সুরক্ষা সুনিশ্চিত করতে হেল্পলাইনও চালু করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

শনিবার আমতলায় ডাক্তারদের সম্মেলন থেকে অভিষেক বলেন, "রোগীর পরিবারের কথা ধৈর্য ধরে শুনতে হবে ৷ কেউ ভাঙচুর করলে, অসুবিধা হলে ফোন করুন ৷ 10 জনের কমিটি তৈরি করা হবে ৷ চিকিৎসকদের কোনও অসুবিধা হলে 'এক ডাকে অভিষেকে 7887778877' নম্বরে ফোন করুন।" নতুন বছরে ডায়মন্ড হারবারবাসীদের জন্য সুখবরও শুনিয়েছেন অভিষেক । করোনার সময় প্রশংসা কুড়িয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ৷ ডায়মন্ড হারবার মডেলও জনপ্রিয়তা পেয়েছিল। এবার নতুন বছরের জন্য সুখবর শোনালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ডাক্তার নিয়ে সম্মেলনের ঘোষণা অভিষেকের (ইটিভি ভারত)

এদিন বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সম্মেলনে এসে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের নাম 'সেবাশ্রয়'। এই প্রকল্পের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাগরিকদের কাছে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া হবে ৷ জানুয়ারি মাসের এক তারিখ থেকে এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় চলবে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ, মেটিয়াবুরুজ, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা বিধানসভায় টানা 10 দিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা এই স্বাস্থ্যপরীক্ষা শিবির করা হবে বলে জানা গিয়েছে ।

পরবর্তী সময়ে আরও পাঁচ দিন মেগা স্বাস্থ্যপরীক্ষা শিবির করা হবে। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা প্রদান করা হবে। প্রয়োজনে রাজ্যের 12টি হাসপাতালে এলাকাবাসীদের চিকিৎসা করানো হবে বিনামূল্যে। এমনটাই ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের এই সম্মেলনের উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা, রাজ্যের পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলও। এছাড়াও ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের চিকিৎসকরা।

ডায়মন্ড হারবারের মোট 800 জনেরও বেশি চিকিৎসক বিনামূল্যে পরিষেবা দেবেন বলে জানা গিয়েছে । পাশাপাশি প্রতিটি স্বাস্থ্য শিবিরে উপস্থিত থাকবেন পাঁচ জনেরও বেশি চিকিৎসক। এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা লোকসভায় 2 হাজার বুথ আছে। সেই 2 হাজার বুথে প্রায় 23-24 লক্ষ লোক থাকে। প্রত্যেকটা বিধানসভায় যদি আমরা 10 দিন করে এক একটা শিবির করি, তাহলে খুব কম করেও আমাদের 400 থেকে 500 ডাক্তার প্রয়োজন হবে। খবর পেলাম, 1200 ডাক্তার তাঁদের ডিটেইলস আমাদের পাঠিয়েছেন। আজকে এই অডিটোরিয়ামে আমরা জায়গা দিতে পারেনি।"

তিনি আরও বলেন, "আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে 5 হাজার ডাক্তারের কনভেনশন করব। কলকাতায় করব। যাঁরা আজকে আসতে পারেননি, তাঁদের সবাইকে আমরা সেদিন সুযোগ করে দেব। প্রতিটি মানুষের স্বাস্থ্যই আমাদের কাছে মূল্যবান। নতুন বছরের থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভায় এই বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির করা হবে। বিনামূল্যে ওষুধ দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা দেওয়া হবে সাধারণ মানুষকে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.