জলপাইগুড়ি নাগরিক সংসদের অবস্থান বিক্ষোভে দুই পদ্মশ্রী - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
Published : Sep 4, 2024, 10:45 PM IST
Protest in Jalpaiguri on RG Kar Issue: আরজি কর কাণ্ডের প্রতিবাদে জলপাইগুড়িতে নাগরিক সংসদের অবস্থান বিক্ষোভ । জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচির পর রাতে মানববন্ধন ও মোমবাতি মিছিল হয় ৷ বুধবারের এই প্রতিবাদে সামিল হন জলপাইগুড়ি জেলার দুই পদ্মশ্রী করিমুল হক ও মঙ্গলাকান্ত রায় ৷
গত 25 অগস্ট আরজি কর কান্ডের প্রতিবাদে রাস্তায় নামে দলমত নির্বিশেষে জলপাইগুড়ির জনসাধারণ । সেদিনই আজ 4 সেপ্টেম্বর এই প্রতিবাদী অবস্থানের ডাক দেওয়া হয়েছিল ৷ সেই মোতাবেক আজ বিকেল থেকে অবস্থান বিক্ষোভে শুরু করে জলপাইগুড়ি নাগরিক সংসদ । নাচে গানে কবিতায় অবস্থান বিক্ষোভ চলে সমাজপাড়া মোড়ে । বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদ মিছিল সমাজপাড়া মোড়ে জড়ো হয় ।
এদিন জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষে আইনজীবী দেবপ্রিয়া সেন জানান, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী অবস্থান বিক্ষোভ চলছে ।অন্যদিকে জলপাইগুড়ির ইতিহাস গবেষক উমেশ শর্মা জানান, আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে আমাদের এই অবস্থান ।