পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে রাত জাগল জলপাইগুড়িবাসী - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 1:23 PM IST

RG Kar Protest in Jalpaiguri: আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে হাজার হাজার মানুষ রাত জাগল জলপাইগুড়িতে ৷ প্রতিবাদে গভীর রাতে মোবাইলের আলো জ্বেলে আগুনের পরশমণি গানে মুখরিত হল তিস্তা-করলা পাড়ের শহর । রাতের নিস্তব্ধতাকে চূর্ণ করে হাজারো কন্ঠে আওয়াজ উঠল, 'উই ওয়ান্ট জাস্টিস' ৷ জলপাইগুড়ি নাগরিক সংসদের ডাকে রাত জাগার কর্মসূচি পালন করা হয় জলপাইগুড়ির কদমতলা মোড়ে ৷ চিকিৎসক, নাট্যকর্মী, শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মী থেকে সাধারণ মানুষ বিচারের আশায় রাত জাগে এ দিন । ছোট থেকে বড় সব বয়সের মানুষেরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ৷ 

এর আগে, শহর জলপাইগুড়িকে এই ভাবে রাত জাগতে বোধহয় দেখেনি কেউ । মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের আওয়াজ সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছক ৷ এটাই চাইলেন আন্দোলনকারীরা । জলপাইগুড়ির চিকিৎসক পান্থ দাশগুপ্ত জানান, স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ রাত এগারোটা থেকে কদমতলা মোড়ে ভিড় করতে শুরু করে এ দিন । ভোর পর্যন্ত চলে এই আন্দোলন । তাঁদের দাবি, নির্যাতিতা যেন বিচার পায় এবং দোষীদের কঠোর শাস্তি হয় । সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হয় ৷ 

ABOUT THE AUTHOR

...view details