পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নিউটাউনে চলন্ত বাসে আগুন! ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন - bus caught fire in newtown

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 3:45 PM IST

Newtown Bus Fire: নিউটাউনে রাস্তায় চলন্ত বাসে আগুন লেগে বিপত্তি! দুর্ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। সপ্তাহের দ্বিতীয় দিনে ব্য়স্ততম সময়ে বাসে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। দুর্ঘটনার জেরে নিউটাউন বিশ্ববাংলা মোড় থেকে সাপুরজিগামী রাস্তায় তৈরি হয় প্রচণ্ড যানজট।

স্থানীয় সূত্রে খবর, নিউটাউন থেকে আলিপুর চিড়িয়াখানা রুটের 260 নম্বর বাস যখন যাত্রী নিয়ে আলিপুর থেকে নিউটাউনের দিকে আসছিল তখনই বিশ্ববাংলা মোড়ের কাছে ঘটে যায় দুর্ঘটনা ৷ বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভিতরে থাকা কয়েকজন যাত্রী তড়িঘড়ি নেমে যান। দমকল ও পুলিশে খবর দেওয়া হলে দুর্ঘটনার স্থলে এসে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ ৷ আসে দমকলের একটি ইঞ্জিনও। বাসটি ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান যাত্রীরা ৷ 

ব্যস্ততম সময়ে আগুন লাগার ফলে বিশ্ব বাংলা মোড় থেকে সাপুরজিগামী রাস্তায় তৈরি হয় যানজট। আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, তবে দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিটের ফলে এই আগুন লেগেছে। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত আহত বা মৃত্য়ুর কোনও খবর নেই। 

ABOUT THE AUTHOR

...view details