'আরও পরিণত আমি', বিবি টফ্রি জিতে আবেগপ্রবণ 'ব্যাক-টু-ব্যাক' চ্যাম্পিয়ন মুনাওয়ার
Published : Jan 29, 2024, 10:43 AM IST
Bigg Boss Winner 2024: সাড়ে তিন মাসের প্রতীক্ষার অবসান। গতকাল রাতে ঘোষণা করা হয়েছে বিগ বস সিজন 17-এর জয়ীর নাম। জন্মদিনেই সেরা উপহারটা পেলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। সিজনজুড়েই নানা সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন মুনাওয়ার। তবে বেশিরভাগটা তাঁর ব্যক্তিগত জীবনকে ঘিরে ৷ তবু শেষ হাসি হাসলেন তিনিই। ব্যাক-টু-ব্যাক দুই চর্চিত শো জিতলেন তিনি ৷ বিগ বসের আগে কঙ্গনা রানাউত সঞ্চালিত শো লক আপেও মুনাওয়ার জয়ী হয়েছিলেন।
গতকাল 5 প্রতিযোগীর পরিবারের পাশাপাশি গোটা দেশ ছিল অপেক্ষায়। বহু প্রতীক্ষার পর সলমন খান চতুর্থ স্থানাধিকারীর নাম উল্লেখ করেন, অঙ্কিতা লোখাণ্ডে। 'বিগ বস'-এর অন্দরমহলে তখন উত্তেজনা আরও বাড়ছে। এরপর তৃতীয় স্থানাধিকারীর নাম ঘোষণা করা হয় মান্নারা চোপড়া, এবং দ্বিতীয় স্থানে অভিষেক কুমার। আর 'বিগ বস 17'-বিজেতা মুনাওয়ার ফারুকি।
বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর আবেগঘন হয়ে পড়েন তিনি। গতকাল ট্রফি জিতে মুনাওয়ার বলেন, "আমি আরও পরিণত ৷ একটা ভালো মুনাওয়ারকে আমি দর্শকের সামনে এনেছি ৷ এই মুনাওয়ারকেই পরবর্তীতে সকলে চিনবে, যা আমার ভবিষ্যতের জন্য় ভালো ৷" বাবা-মাকেও কৃতজ্ঞতা জানিয়েছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান ৷ আপাতত শেষ হল 'বিগ বস'-এর 17তম মরশুম ৷ আগামী মরশুমের অপেক্ষায় অনুরাগীরা ৷