পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

প্রচারে দুষ্কৃতী হামলার অভিযোগ, পথে বসে বিক্ষোভে সামিল অগ্নিমিত্রা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 11:04 PM IST

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের প্রচারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা চালানোর অভিযোগ। যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়াল মঙ্গলবার। প্রতিবাদে পথ অবরোধে সামিল হয় বিজেপি। বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি প্রার্থী নিজেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের জেড়থান বাজারে এদিন অগ্নিমিত্রার প্রচারে হামলার ঘটনাটি ঘটে। অভিযোগ, জেড়থান অঞ্চলের বিজেপি নেতা শান্তশীল বেরা বিজেপির মিছিলে যাওয়ার সময় তাঁকে বাইক থেকে টেনে নিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল নেতা বিশ্বজিৎ বেরা ও তাঁর দলবল, অভিযোগ তেমনটাই। অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা চরম যায়। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ লেগে যায়। অগ্নিমিত্রা পাল ও তাঁর অনুগামীরা জেড়থান বাজারে এগরা পানি পারুল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তবে তৃণমূলের দাবি, বিজেপি নেতা শান্তশীল বেরা তৃণমূল নেতা বিশ্বজিৎকে গালিগালাজ করেছে। এলাকায় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি, এমনটাও অভিযোগ উঠেছে। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

ABOUT THE AUTHOR

...view details