পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

'মানুষের ভালোবাসা ইভিএম পর্যন্ত পৌঁছেছে', এগিয়ে থেকে মন্তব্য মিতালি বাগের - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 4:18 PM IST

আরামবাগ লোকসভা কেন্দ্রে অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী মিতালি বাগ ৷ বিজেপির প্রার্থী অরূপ কান্তি দিগারের থেকে 30 হাজারের থেকে বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি ৷ এই ফলাফলকে 'মানুষের ভালোবাসা' বলে উল্লেখ করলেন তৃণমূল প্রার্থী ৷ তাঁর কথায়, "আমাদের প্রচারের সময় থেকে মানুষ পাশে ছিল ৷ মানুষের সেই ভালোবাসাটা বাড়িতে নয়, ইভিএম পর্যন্ত পৌঁছেছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে ৷" উল্লেখ্য, 2019 সালের থেকে এবার আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের ভোট শতাংশ অনেকটাই বেড়েছে ৷ বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারে ভোটের হার ছিল 44.14 শতাংশ ৷ সেখানে এখনও পর্যন্ত মিতালি বাগের প্রাপ্ত ভোটের হার প্রায় 48 শতাংশের কাছাকাছি ৷ গতবার এই লোকসভা থেকে অপরূপা পোদ্দার মাত্র 1 হাজার 142 ভোটে জিতেছিলেন ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল, বেশ কিছু ইভিএম বিকল হয়ে গিয়েছে বলে গণনা বন্ধ করে দেওয়া হয় ৷ মোটের উপর গণনায় কারচুপির অভিযোগ তুলেছিল বিজেপি ৷ সেই জায়গা থেকে 2024 লোকসভায় এখনও পর্যন্ত মিতালি বাগ অনেকটাই লড়াই করেছেন এবং সফলও হয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details