কালীঘাটে শুরু উল্লাস, জয় উদযাপনে তৃণমূল কর্মীরা; দেখুন সরাসরি - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024
Published : Jun 4, 2024, 1:18 PM IST
TMC Supporters Celebrate LIVE: চলছে ভোট গণনা। 31টি কেন্দ্রে রাজ্যে বিপুল ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেই উৎসবে মজেছে তৃণমূল কংগ্রেসে। বাতাসে উড়ছে সবুজ আবির, বাজছে শঙ্খ ৷ গান ও নাচে উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা ৷ দলীয় নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনে চলছে উল্লাস ৷ বাংলায় এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে সেই ইঙ্গিতই স্পষ্ট ৷ তৃণমূলের কাছে বড় স্বস্তির খবর ৷ 42টি আসনের মধ্যে অধিকাংশতেই এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ এখনও পর্যন্ত গেরুয়া শিবিরের এগিয়ে থাকা আসনের সংখ্যা সবে ডাবল ডিজিট পেরিয়েছে ৷ তবে বামেদের খাতা এখনও শূন্য ৷ কংগ্রেস আপাতত এগিয়ে রয়েছে একটি আসনে ৷ কালীঘাট থেকে তৃণমূল কর্মীদের জয়ের উদযাপন দেখুন সরাসরি ইটিভি ভারত ৷