পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

অক্ষয় তৃতীয়া ঢাকে কাঠি দুর্গাপুর ইসকনের রথযাত্রার - Ratha Yatra 2024 - RATHA YATRA 2024

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 6:27 PM IST

Ratha Yatra 2024: অক্ষয় তৃতীয়ায় শুরু রথযাত্রার প্রস্তুতি ৷ এই দিনটিকে সকলেই পবিত্র বলে মনে করেন। অনেকে এই দিনে শুভ কাজের সূচনা করেন। আজ শুক্রবার, দুর্গাপুর আকবর রোড ময়দানে খুঁটি পুজো করা হয় ইসকনের পক্ষ থেকে। বিশ্ববাসীর মঙ্গল কামনায় ইসকনের এই পুজোর আয়োজন বলে জানিয়েছেন দুর্গাপুর ইসকনের সেবাইত ঔদার্য দাস।

কয়েক বছর আগে স্থানীয় সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে দুর্গাপুর ইসকনের রথযাত্রার আয়োজন করা হয়েছিল । তবে গত বছর থেকে আকবর রোড ময়দানে ইসকনের রথযাত্রা আয়োজিত হয়ে আসছে। এদিন রথ যাত্রার পুজো শেষে হাজার হাজার ভক্ত বৃন্দকে প্রসাদ বিতরণ করা হয়।

অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য তুলে ধরা হয় উপস্থিত ভক্ত বৃন্দের মধ্যে ৷ রথ যাত্রার বিশেষ সূচনা উপলক্ষ্যে, সকাল থেকেই দুর্গাপুরের ইসকন মন্দিরে ভক্তবৃন্দের সমাগম হয় । পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে দুর্গাপুরের ইসকন মন্দিরেও ধাতু নির্মিত রথ রয়েছে ৷ সেটি পরিষ্কার করার কাজ শুরু হয় আজ থেকেই । 

ABOUT THE AUTHOR

...view details