পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিশ্বজয়ীদের ঘরে ফেরা..., বিমানবন্দরে সমর্থকদের উদ্দেশে ট্রফি তুলে ধরলেন রোহিত - T20 World Champions Team India - T20 WORLD CHAMPIONS TEAM INDIA

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 9:38 AM IST

Updated : Jul 4, 2024, 12:48 PM IST

T20 World Cup 2024 champion: হাতে ট্রফি উঁচিয়ে বিমানবন্দর থেকে বাইরে এলেন ক্যাপ্টেন রোহিত শর্মা ৷ বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাদেরও বিমানবন্দরের বাইরে একঝলক দেখা যায় ৷ বিমানবন্দরের বাইরে পুলিশি ছয়লাপ ৷ নিরাপত্তার দিকে কোনও খামতি রাখেনি দিল্লি পুলিশ প্রশাসন ৷ বিমানবন্দরের বাইরেই টিম বাস দাঁড়িয়েছিল ৷ একে একে টিম ইন্ডিয়ার ক্রিকেটার, কোচ-সহ সাপোর্ট স্টাফরা ওই বাসে উঠে পড়েন ৷ সেখান থেকে দিল্লির আইটিসি মৌর্য হোটেলে রওনা দেন ৷ বিশ্বসেরাদের এদিন রাজপথে এসকোর্টে নিয়ে করে যাওয়া হয় ৷ 

  • বড় দু'টি বাসে করে তাঁদের পাঁচতারা হোটেলের নিয়ে যাওয়া হয় ৷
  • একটি বাসের সামনের আসনে বসেছিলেন বিরাট ৷
  • যাত্রাপথের একাধিক জায়গায় সমর্থকরা তাঁদের হাত নাড়েন ৷
  • রোহিত থেকে সূর্যকুমাররা হোটেলর সামনে কোমর দুলিয়েছেন ৷
  • হোটেলে প্রবেশের মুখেও বিশ্বচ্যাম্পিয়নদের ঘিরে ধরেন অগণিত ভক্তকুল ৷
  • তাঁদের নিয়ে উৎসাহ হোটেলে। জয়ধ্বনি দেওয়া হয় ভারতীয় দলকে।
  • সেখানে কেক কাটবে টিম ইন্ডিয়া ৷ রোহিতরা দেশে পা-দেওয়ার আগেই সমস্ত বন্দোবস্ত করে রাখে হোটেল কর্তৃপক্ষ ৷
  • হোটেলের বাইরে সমর্থকদের উচ্ছ্বাস ক্যামেরাবন্দি করেন ভারতীয় দলের সদস্যরা ৷
  • স্ত্রী ও মেয়েকে নিয়ে হোটেলে প্রবেশ করেন রোহিত শর্মা ৷
  • ট্রফি হাতে করে বিরাট কোহলি হোটেলে প্রবেশ করে ৷
  • ঋষভ পন্তও ছিলেন বিশ্বকাপ নিয়ে ৷

এদিন দলের সঙ্গে ফিরেছেন দিল্লিতে আইটিসি মৌর্যে দেখা গিয়েছে বিসিসিআই সভাপতি রজার বিনিকেও ৷ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ভারতীয় ক্রিকেট দল হোটেল থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন ৷ তারপর মুম্বই চলে যাবেন তাঁরা। সেখানে হবে বিশ্বজয়ের উৎসব। হুডখোলা বাসে করে ঘুরবেন রোহিতরা।  

Last Updated : Jul 4, 2024, 12:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details