পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

এসি মেশিন ও ফ্রিজের দোকানে বিধ্বংসী আগুন, লক্ষাধিক টাকার ক্ষতির - massive fire - MASSIVE FIRE

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 6:57 PM IST

আগুন পুড়ে ছাই বৈদ্যুতিন সরঞ্জামের দেকান ৷ রবিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সরবেরিয়া গ্রামের ওই দোকানে ৷ দোকানটিতে এসি মেশিন, ফ্রিজ ও মোবাইল ফোন বিক্রি হত ৷ রবিবার সকালে হঠাৎ দোকান থেকে ধোঁয়া বেরতে দেখেন এক বাসিন্দা ৷ তাঁরাই দমকলে খরব দেন ৷ দমকলের একটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷

দমকল সূত্রে খবর, কীভাবে আগুন লাগল, তা বলা যাচ্ছে না ৷ তবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে ৷ অগ্নিকাণ্ডের জেরে দোকানের ভিতরে থাকা একাধিক যন্ত্রাংশে বিস্ফোরণের চিহ্ন মিলেছে ৷ এই আগুন লাগার ঘটনায় বহু টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন ওই দোকানের মালিক ৷ স্থানীয় বাসিন্দা শুভেন্দু বেজ ও শেখ সানোয়ার মহম্মদ বলেন, "হঠাৎই আমরা আগুন দেখতে পাই এবং সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোডাউনের ভিতর এবং বাইরে ৷ এরপর দোকানের ভিতর থেকে বিস্ফোরণের আওয়াজ আসতে থাকে ৷ মনে হয় এসি মেশিন, ফ্রিজে বিস্ফোরণ হয়েছে ৷ তবে আগুন আশেপাশের ছড়িয়ে পড়নি ৷"

ABOUT THE AUTHOR

...view details