ফ্রিজের দোকানে আগুন, বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্থ বাড়ি - fire in old fridge repairing Shop
Published : Jan 24, 2024, 2:02 PM IST
Fire Breaks Out: বিস্ফোরণের জেরে ধোঁয়ায় ঢাকল শহর ৷ বুধবার সকলে দুর্গাপুর থানা সংলগ্ন সিটি সেন্টারের কবিগুরু এলাকায় একটি পুরনো ফ্রিজের দোকানে আগুন লাগে ৷ তা থেকেই বিস্ফোরণের শব্দ কেঁপে ওঠে এলাকা ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ ৷ প্রায় 45 মিনিট পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে আগুন। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।
দুর্গাপুর থানা এলাকার সিটি সেন্টার কবিগুরু এলাকার বাসিন্দা প্রদীপ মান্না ৷ তঁর বাড়ির নীচের একটি তলায় দীর্ঘ প্রায় 16 বছর ধরে ফ্রিজ সারাইয়ের দোকান আছে। বুধবার সকালে হঠাৎ এলাকার এক বাসিন্দা দেখেন ফ্রিজের দোকান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে । নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে । ওই বাড়ির উপর তলায় একটি পরিবার থাকে।
আগুন দোতলার উপর উঠে গিয়েছে দেখে তাঁরা দ্রুত নীচে নেমে আসেন। ফ্রিজের দোকানে থাকা অক্সিজেন সিলিন্ডারগুলিতে বিস্ফোরণের হয়। এই বিস্ফোরণের জেরে কংক্রিটের দেওয়াল এবং ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি ৷ ঘটনা প্রসঙ্গেই বাড়ির মালিক জয়দীপ পাল বলেন, "প্রবীর মান্না এই বাড়িতে প্রায় 15-16 বছর ধরে ভাড়া আছেন। কোনওদিন এরকম ঘটনা হয়নি। আজ সকালে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটলো। পুলিশ এসেছিল। তারঁ সঙ্গে কথাও বলেছে পুলিশ ৷ কী কারণে এই আগুন আমরা কিছুই জানি না।"