চাকরির টোপ দিয়ে প্রতারণা, টাকা ফেরত চেয়ে বিক্ষোভ পড়ুয়াদের - fake recruitment racket
Published : Aug 20, 2024, 9:02 PM IST
মাত্র 6 মাসের ট্রেনিং ৷ তারপরই মিলবে সরকারির-বেসরকারি দফতরে 25-30 হাজার টাকা বেতনের চাকরি ৷ এই প্রতিশ্রুতিতে টাকা ঢেলে প্রতারিত অনেক পড়ুয়া ৷ এই রকম প্রতারণাচক্র চালানোর অভিযোগ ভাঙড় 1 নম্বর ব্লকের জাগুলগাছি গ্রাম পঞ্চায়েতের কর্মীর বিরুদ্ধে ৷ অভিযোগ, তিনি একা নন এই কাজে জড়িত স্ত্রী কঙ্কনা মাঝি, শ্যালক সঞ্জয় মাঝি ও সন্দীপন সাধুখাঁ-সহ বেশ কয়েকজন ৷ সোমবার অভিযুক্তদের আটকের দাবিতে থানায় সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷
অভিযোগ, ভাঙড় মহাবিদ্যালয়ের উল্টোদিকে কর্মতীর্থ বিল্ডিং ৷ তার তিনতলাতে একটি স্মার্ট ভ্যালুর অফিস খুলেছেন তাঁরা ৷ সেখান থেকে চলছে চাকরির নামে প্রতারণা ৷ পডুয়াদের কম্পিউটার শিখিয়ে চাকরির দেওয়ার নাম করে টাকা হাতানের অভিযোগ সংস্থাটির বিরুদ্ধে ৷ সমস্ত ঘটনা জানিয়ে ইতিমধ্যে ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ারা ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনা প্রসঙ্গেই, শৌভিক বিশ্বাস নামে এক প্রতারিত যুবক বলেন, "ওখানে কম্পিউটার ট্রেনিং দেওয়া হবে বলা হলেও কোন কম্পিউটার ছিল না। বাজারের মধ্যে প্রকাশ্যে এসব চালাচ্ছিলেন অভিযুক্তরা ।" ঘটনার নিন্দা করেছেন ভাঙড় বাজার ব্যসায়ী সমিতির সভাপতি সাবিরুল ইসলাম।