আহত ইডি আধিকারিকের মুখোমুখি শাহজাহান - ED officials went to Nizam palace
Published : Mar 13, 2024, 10:43 PM IST
ED Interrogates Sheikh Shahjahan: ইডি আধিকারিকদের উপর হামলার কারণ জানতে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে বুধবার নিজাম প্যালেসে আসেন সেদিনের হামলায় আহত দুই অফিসার ৷ জানা গিয়েছে, এই দুই আধিকারিকই 5 জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে রক্তাক্ত হন । এর আগে এক দফা সিবিআই আধিকারিকরা অভিযুক্তদের বয়ান রেকর্ড করেছিলেন । বুধবার ফের একবার ওই দুই আধিকারিক নিজাম প্যালেসে আসেন । শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, তাঁরা নিজাম প্যালেসের 13 তলায় অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখার অফিসে একজন এসপি পদমর্যাদার সিবিআই আধিকারিকের সঙ্গে কথা বলেছেন ।
সূত্রের খবর, ওই 2 ইডি আধিকারিকের তরফ থেকে সিবিআই আধিকারিকদের কাছে জমা করা আগের বয়ান এদিন মিলিয়ে দেখা হবে ৷ পাশাপাশি জানা গিয়েছে, শেখ শাহজাহানের সঙ্গে ওই দুই আধিকারিককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ এক দফায় সিবিআই আধিকারিকদের সঙ্গে ইডি আধিকারিকদের বৈঠকের পর শেখ শাহজাহানকে জেরা করা হবে । পাশাপাশি এদিন ফের একবার শেখ শাহজাহানকে মেডিক্যাল পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তার পাশাপাশি এদিন ধৃত ফারুক আকুঞ্জি, দিদার বক্স মোল্লা এবং জিয়াউর মোল্লাকেও এই হাসপাতালে নিয়ে আসা হয় ।