বসিরহাটে নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি - Lok Sabha Elections 2024
Published : Mar 20, 2024, 2:51 PM IST
|Updated : Mar 20, 2024, 3:35 PM IST
সন্দেশখালির আগুন এখনও নেভেনি ৷ তারমধ্যেই বসিরহাটে নির্বাচনী প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । দলের 'জনগর্জন' সভায় উপস্থিত রয়েছেন রাজ্যের তিন মন্ত্রী সুজিত বসু, ব্রাত্য বসু এবং পার্থ ভৌমিকও । এছাড়াও উপস্থিত রয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিধায়ক হাজি নুরুল ইসলাম, বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ ৷ উত্তর 24 পরগনা জেলাপরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী-সহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি রয়েছেন সভাতে । 10 মার্চের বিগ্রেড সমাবেশের মঞ্চ থেকে 42টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই কেন্দ্রে এবারের প্রার্থী হাজি নুরুল ইসলাম ৷ তিনি তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি ও হাড়োয়ার বিধায়ক ৷
Last Updated : Mar 20, 2024, 3:35 PM IST