পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দলীয় প্রার্থীদের সমর্থনে ময়নাগুড়ির জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি - Abhishek Banerjee in Maynaguri

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 3:32 PM IST

Updated : Mar 14, 2024, 4:30 PM IST

আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নিয়ে ময়নাগুড়িতে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে উত্তরবঙ্গের প্রার্থীদের জয়ী করার জন্য দলীয় কর্মীদের ভোকাল টনিক দেবেন অভিষেক, খবর সূত্রের। ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে ডায়মন্ড হারবারের সাংসদের জনসভাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ নির্বাচনের আগে উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা এটি ৷ এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে ময়নাগুড়িতে পৌঁছন অভিষেক ৷ তৃণমূলের 'সেকেন্ড ইন কম্যান্ড'-এর সভা ঘিরে সাজানো হয়েছে ময়নাগুড়ির টাউন ক্লাবের ময়দান ৷ এই জনসভা থেকে নির্বাচনের আগে সিএএ ইস্যুতে অভিষেক কোনও বার্তা দেন কি না, নজর থাকবে সেদিকে ৷ ইটিভি ভারতে এই জনসভা দেখুন সরাসরি ৷
Last Updated : Mar 14, 2024, 4:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details