টেট পাশের দু'বছর পরও মেলেনি চাকরি, ডিএলএড ঐক্যমঞ্চের তরফে বিকাশ ভবন অভিযান - TET PASSED CANDIDATES STAGE PROTEST - TET PASSED CANDIDATES STAGE PROTEST
Published : Jul 8, 2024, 3:54 PM IST
2017-র পর পাঁচ বছর বাদে অর্থাৎ, 2022 সালে পুনরায় প্রাথমিকের টেট অনুষ্ঠিত হয় ৷ কিন্তু 2024 সালের মাঝামাঝি সময় পেরোতে চললেও প্রতিশ্রুতি মতো চাকরির নিয়োগ থেকে বঞ্চিত 2022-এর পরীক্ষায় উত্তীর্ণরা ৷ সেই কারণে সোমবার বিকাশ ভবন অভিযান করলেন 2022 প্রাথমিক উত্তীর্ণরা। সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভকারীরা এসে পৌঁছলে পুলিশের বাঁধার মুখে পড়তে হয় তাঁদেরকে । গণ্ডগোল বেঁধে যায় দু'পক্ষের মধ্যে ৷ পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন বিধাননগর পুলিশ কমিশনারের পুলিশ কর্মীরা ৷ আটক করা হয় অভিযোগকারীদের । তবে অভিযোগকারীরা জানান, তাঁদের দাবি মানা না হলে এই বিক্ষোভ তাঁরা চালিয়ে যাবেন ৷ বিক্ষোভকারীদের দাবি, দেড় বছর কেটে গেলেও কোনও নিয়োগ হয়নি ৷ তাঁদের নিয়োগে সমস্যা কোথায়, প্রশ্ন তাঁদের ৷