পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

অবিশ্বাস্য! বাজারে এল রেডমির ওয়াটারপ্রুফ স্মার্টফোন

Redmi K80 Pro স্মার্টফোনটি 12GB RAM এবং 16GB RAM-সহ লঞ্চ করা হয়েছে ৷ চারটি স্টোরেজ ভেরিয়েন্ট এবং ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে ৷

Redmi K80 Pro
Redmi K80 Pro স্মার্টফোন (ছবি Redmi)

By ETV Bharat Tech Team

Published : Nov 28, 2024, 11:49 AM IST

হায়দরাবাদ:সদ্য চিনে লঞ্চ করেছেRedmi নতুন 'Redmi K80' সিরিজ । Redmi K80 এবং Redmi K80 Pro দু’টি মডেলে রয়েছে একাধিক চোখ ধাঁধানো বৈশিষ্ট্য । নতুন Redmi K80 Pro-তে আছে অত্যাধুনিক প্রসেসর, বড় ব্যাটারি, উন্নতমানের ক্যামেরা। এছাড়াও, এই ফোনিতে IP69 রেটিং দেওয়া হয়েছে ৷ ফলে জল ও ধুলো বালিতেও কোনও সমস্যা হবে না ৷ চলুন এবার জেনে নেওয়া যাক রেডমি ওয়াটারপ্রুফ ও ধুলো-বালি প্রতিরোধক এই স্মার্টফোন সম্পর্কিত বিস্তারিত তথ্য ৷

বাজারে এল কাস্টমাইজড স্মার্টফোন, দামও সাধ্যের মধ্যে

কি কি রঙে পাওয়া যাচ্ছে: চিনের বাজারে এই মোবাইলটি স্নো রক হোয়াইট, মাউন্টেন গ্রে, এন এবং মিডনাইট ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে । Redmi K80 Pro-তে রয়েছে 3200 x 1440রেজোলিউশনের 6.67-ইঞ্চি স্ক্রিন । OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে Redmi K80 Pro-র নতুন মডেলটিতে ৷ হাই রেজোলিউশনের OLED ডিসপ্লে ব্যবহারের ফলে এটির দৃশ্যমানতার স্বচ্ছতা আরও বাড়বে ৷ এটির রিফ্রেশ রেট 120Hz ৷ Redmi K80 Pro -তে 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওয়েট হ্যান্ডটাচ গ্লাস কভার রয়েছে ।

আইফোনেও কাজ করবে গুগলের AI জেমিনি, কীভাবে ব্যবহার করবেন

অত্যাধুনিক প্রসেসর: Redmi K80 Pro স্মার্টফোনে অত্যাধুনিক Qualcomm স্ন্যাপড্রাগন 8 এলিট অক্টাকোর প্রসেসর-সহ লঞ্চ করা হয়েছে। এটি 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন মোবাইল চিপসেট এবং ওরিয়ন সিপিইউ আর্কিটেকচারে তৈরি ৷ দীর্ঘক্ষণ গেম খেললেও যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য ফোনটিতে D1 গেমিং চিপ ও ডুয়াল-লুপ 3D আইস কুলিং ফিচার রয়েছে ৷ স্মার্টফোনটিতে Android 15-ভিত্তিক HyperOS 2 সফটওয়্যার দেওয়া হয়েছে ৷

Redmi K80 Pro মেমরি: Redmi K80 Pro এর ব়্যামের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিয়েছে সংস্থাটি । স্মার্টফোনটি চিনে 12GB ব়্যাম এবং 16GB ব়্যামের ভেরিয়েন্টে লঞ্চ করেছে । সেইসঙ্গে 256GB, 512GB এবং 1TB স্টোরেজে পাওয়া যাচ্ছে ।

Redmi K80 Pro ক্যামেরা: ফটোগ্রাফির জন্য, Redmi K80 Pro স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরার সুবিধা রয়েছে ৷ ক্যামেরা ফিচারে পরিবর্তন আনেছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা শাওমি ৷ Redmi K80 Pro-তে F/1.6 অ্যাপারচার-সহ একটি 50-মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে ৷ যেখানে OIS লাইট ফিউশন 800 সেন্সর রয়েছে ৷ টেলিফোটো S5KJN5 লেন্স এবং একটি 32MP 120° আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স F/2 অ্যাপারচার ক্যামেরা । মোবাইলতে সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য 20-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ।

ডেলিভারি এবার আরও সহজ, স্মার্টচশমা দিয়ে নেভিগেট করা যাবে রাস্তা

Redmi K80 Pro ব্যাটারি: Redmi K80 Pro স্মার্টফোনটিতে একটি শক্তিশালী 6,000mAh লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে । 120W দ্রুত চার্জিংয়ের সুবিধা ৷ মাত্র 28 মিনিটে সম্পূর্ণ চার্জ হবে ৷ এছাড়াও 50W ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সুবিধা রয়েছে । তবে ভারতে কবে আসবে সেটা এখনও জানা যায়নি ৷

Redmi K80 Pro মূল্য:

12GB RAM + 256GB স্টোরেজের দাম 3699 ইউয়ান (ভারতীয় টাকায় প্রায় 43 হাজার 190টাকা)

12GB RAM + 512GB স্টোরেজের দাম 3999 ইউয়ান (ভারতীয় টাকায় প্রায় 46 হাজার 690 টাকা)

16GB RAM + 512GB স্টোরেজের দাম 4299 ইউয়ান (ভারতীয় টাকায় 50 হাজার 190)

16GB RAM + 1TB স্টোরেজের দাম 4799 ইউয়ান (ভারতীয় টাকায় প্রায় 56 হাজার)

ABOUT THE AUTHOR

...view details