হায়দরাবাদ: বড় ঘোষণা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো । 30 ডিসেম্বর চালু হওয়া ঐতিহাসিক মিশন SpaDex মিশনের ডকিং প্রক্রিয়া আগামিকাল অর্থাৎ 7 জানুয়ারি স্থগিত করা হয়েছে । ইসরোর তরফে জানানো হয়েছে আগমী 9 জানুয়ারি এই প্রক্রিয়া হতে পারে। এটি সফল হলে ইতিহাস সৃষ্টির পথে এগোবে ইসরো ৷ এই SpaDex মিশনের উপর নির্ভর করছে মহাকাশে 'ভারতীয় মহাকাশ স্টেশন' তৈরি-সহ ভবিষ্যতের মহাকাশ অভিযানের পথ তৈরি সংক্রান্ত অন্যান্য পরিকল্পনা ।
মিশনের নাম স্পেস ডকিং এক্সপেরিমেন্ট (স্পাডেক্স)। ISRO এই মিশনের মাধ্যমে দু’টি মহাকাশযান SDX01 এবং SDXO2 মহাকাশে পাঠিয়েছে ইসরো। এটি 30 ডিসেম্বর রাত 10 টা বেজে 15 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে উৎক্ষেপণ করা হয়েছিল। 2024 সালের শেষে এই মিশনটি চালু করে ISRO ইতিহাস তৈরি করেছে।
As we eagerly await the docking, watch this short video to learn more about the groundbreaking SpaDeX mission. Stay tuned for updates!
— ISRO (@isro) January 1, 2025
🚀✨ #SpaDeX #ISRO pic.twitter.com/MAEMar37Q7
ডকিং এবং আনডকিং প্রক্রিয়া কি ? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV-C60) 220 কেজি ওজনের দু’টি স্যাটেলাইটকে 470 কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে স্থাপন করেছে । এই মিশনের মাধ্যমে, ISRO মহাকাশে ডকিং এবং আনডক করার প্রক্রিয়া পরীক্ষা করবে। 'ডকিং'-এর অর্থ হল মহাকাশযানকে অন্য মহাকাশযানের সঙ্গে সংযুক্ত করা ৷ মহাকাশে সংযুক্ত দু’টি মহাকাশযানকে আলাদা করাকে 'আনডকিং' বলা হয় । মহাকাশে স্পেশ স্টেশন তৈরি করতেই ইসরোর এই অভিযান ৷
কেন স্থগিত: ইসরোর তরফে জানানো হয়েছে, ডকিং প্রক্রিয়ার জন্য দু’টি মহাকাশযান একটি সরল রেখায় থাকা প্রয়োজন ৷ সেইসঙ্গে সঠিক পাওয়ার অপ্টিমাইজেশনও প্রয়োজন । আজ কেন ডকিং পক্রিয়া হল না সেই সম্পর্কে ইসরো বিস্তারিত না জানালেও, বিশেষজ্ঞদের মতে, শেষ মুহূর্তে কিছু যান্ত্রিক ত্রুটি ঘটেছে ৷ যা সমস্যার সৃষ্টি করতে পারে ৷ এর আগে, ISRO প্রধান এস সোমনাথ জানিয়েছিলেন, 7 জানুয়ারি মহাকাশে স্যাটেলাইের ডকিং এবং আনডকিংয়ের সম্ভাব্য তারিখ। অনুকূল অবস্থার উপর নির্ভরশীল এই প্রক্রিয়া ।
The SpaDeX Docking scheduled on 7th is now postponed to 9th.
— ISRO (@isro) January 6, 2025
The docking process requires further validation through ground simulations based on an abort scenario identified today.
Stay tuned for updates.
মিশন সফল হলে লাভ কি?
'স্প্যাডেক্স মিশন' সফল হলে, ভারত মহাকাশে নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপন করতে সক্ষম হবে ৷ মহাকাশে 'ডকিং' প্রযুক্তি ব্যবহারে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের পরে বিশ্বের চতুর্থ সফল দেশ হিসাবে রেকর্ড গড়বে ভারত । স্পষ্টতই, চন্দ্রযান-4 মিশনও ব্যাপকভাবে উপকৃত হবে। সেইসঙ্গে, মহাকাশে স্যাটেলাইট মেরামত করা, রিফুয়েল করা এবং বর্জ্য পদার্থ অপসারণ করা ISRO-এর পক্ষে সহজ হবে ৷