কলকাতা, 8 জানুয়ারি: ফের পারদ পতনের পূর্বাভাস বঙ্গে ! কনকনে ঠান্ডা না হলেও বঙ্গে ফের শীতের আমেজ ফিরবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মকর সংক্রান্তির সময় ঠান্ডা পড়ে। মাঝের দু'দিন কুয়াশার দাপটে সর্বনিম্ন তাপমাত্রা বড়তে শুরু করেছিল। ভোরের দিকে কুয়াশার দাপট চললেও ফের তাপমাত্রায় পতন হতে চলেছে বঙ্গে ।
কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশায় দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে আসবে। দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশার বেশি সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। খুব সকালের দিকে উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালের দিকে হালকা শিলা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং উত্তরের উঁচু পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বাকি আর কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আগামিকাল ও পরশু পরপর দু'দিন তাপমাত্রা কমবে। পারদ নামায় ফিরবে শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। আগামী আটচল্লিশ ঘণ্টায় এই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে কনকনে ঠান্ডা বা জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই।
কলকাতায় আজ সকালের দিকে হালকা কুয়াশা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। বৃহস্পতিবারে আরও 1 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। শুক্রবারের মধ্যে কলকাতার তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ 10 ডিগ্রির নিচে নামবে। তবে 5 দিন পরে ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের 4 থেকে 5 দিন পর তাপমাত্রা আরও এক দফায় বাড়তে পারে।
মঙ্গলবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 90 শতাংশ এবং সর্বনিম্ন 59 শতাংশ। বুধবার দিনের আকাশ ভোরের দিকে কুয়াশায় ঢাকা থাকলেও বেলায় পরিষ্কার হয়ে যাবে । আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 14 ডিগ্রির আশেপাশে থাকবে।