ETV Bharat / technology

ভারতের বাজারে এল অত্যাধুনিক SUV, দাম কত জানেন ? - 2025 LAND ROVER DEFENDE

2025 Land Rover Defender SUV ভারতে লঞ্চ করেছে । দাম শুরু হচ্ছে 1.39 কোটি টাকা থেকে ৷

Jaguar Land Rover
2025 Land Rover Defende (ছবি Jaguar Land Rover)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 7, 2025, 11:32 AM IST

হায়দরাবাদ: নতুন বছরে ভারতীয়দের নয়া উপহার গাড়ি প্রস্তুতকারক সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়ার ৷ সদ্য ভারতের বাজারে লঞ্চ করেছে 2025 Land Rover Defender এসইউভি ৷ সংস্থার তরফে উল্লেখ করা হয়েছে এই গাড়িতে রয়েছে V8-ইঞ্জিন ৷ Land Rover Defender 90-এর দাম 1.39 কোটি টাকা (এক্স-শোরুম) লঞ্চ করা হয়েছে । তবে এখনও পর্যন্ত এই এসইউভির অন্যান্য ভ্যারিয়েন্টের দাম ঘোষণা করা হয়নি ।

25 হাজারে বুকিং শুরু Kia Syros, আগামী মাসে বাজারে আসছে SUV টি

2025 Land Rover Defender-এর অত্যতম বৈশিষ্ট হল এই মডেলে 5.0-লিটার V8 ইঞ্জিন ফিরিয়ে আনা হয়েছে ৷ অতীতে Land Rover-এর বেশ কিছু মডেলে এই ধরনের ইঞ্জিন থাকলেও, 2024 সালে যে সমস্ত গাড়ি বাজার আনা হয়েছিল সেগুলিতে এই বিশেষ ইঞ্জিন ছিল না ৷2025 এর SUV মডেল Land Rover Defender-এ 5.0-লিটার V8 ইঞ্জিন দেওয়া হয়েছে ৷ যেটি 419 bhp শক্তি এবং 550 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম ৷ নতুন SUV টিকে আরও অত্যাধুনিক করতে এবং এর কর্মক্ষমতা আরও উন্নত করতে ইলেকট্রনিক এয়ার সাসপেনশন এবং টেরেইন রেসপন্স সিস্টেম স্ট্যান্ডার্ড হিসেবে সংযোজন করা হয়েছে । এতে রয়েছে 20 ইঞ্চি অ্যালয় হুইল এবং অল-টেরেইন টায়ার ৷

নতুন বছরে গাড়ি কিনতে চান, দেখে নিন কোন কোন মডেল বাজারে আসছে

এটির ডিজাইনেও কিংবদন্তীর ছোঁয়া রাখা হয়েছে ৷ নতুন 2025 ডিফেন্ডার দেখতে বিদেশি গাড়ির মতো । চালকের আসন আলাদা করা হয়েছে ৷ SUV-টি 8 আসনের ৷ প্রথম সারিতে 2 জন চালক -সহ, দ্বিতীয় সারিতে 3 জন এবং একদম পিছনের সারিতে 3 জন সওয়ার হতে পারেন ৷ এই SUV-টি 2 +3+3 কনফিগারেশনের ৷ সিটগুলিতে ভেন্টিলেশন ফাংশন এবং উইংড হেডরেস্টও দেওয়া হয়েছে ৷ যাত্রীদের অতিরিক্ত আরাম ও স্বাচ্ছান্দ্য আরও নিশ্চিত করবে। চালক থেকে যাত্রী সকলের জন্য রয়েছে ফ্রিস্ট্যান্ডিং 11.4-ইঞ্চি পিভি প্রো টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ।

এছাড়াও এই SUV-তে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যাম্বিয়েন্ট লাইটিং, মেরিডিয়ান সাউন্ড সিস্টেম এবং স্লাইডিং প্যানোরামিক রুফ। নতুন 2025 Land Rover Defender-এর ইঞ্জিন থেকে উন্নত সাসপেনশন এবং অত্যাধুনিক প্রযুক্তির জন্য SUV প্রেমীদের মধ্যে সাড়া ফেলবে তা বলার অপেক্ষা রাখে না । এই SUV-টি সব ধরনের রাস্তা এবং আবহাওয়ার জন্য উপযুক্ত ৷

ভারতে লঞ্চ করেছে Rolls-Royce Ghost Series 2, দাম শুনলে আঁতকে উঠবেন

হায়দরাবাদ: নতুন বছরে ভারতীয়দের নয়া উপহার গাড়ি প্রস্তুতকারক সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়ার ৷ সদ্য ভারতের বাজারে লঞ্চ করেছে 2025 Land Rover Defender এসইউভি ৷ সংস্থার তরফে উল্লেখ করা হয়েছে এই গাড়িতে রয়েছে V8-ইঞ্জিন ৷ Land Rover Defender 90-এর দাম 1.39 কোটি টাকা (এক্স-শোরুম) লঞ্চ করা হয়েছে । তবে এখনও পর্যন্ত এই এসইউভির অন্যান্য ভ্যারিয়েন্টের দাম ঘোষণা করা হয়নি ।

25 হাজারে বুকিং শুরু Kia Syros, আগামী মাসে বাজারে আসছে SUV টি

2025 Land Rover Defender-এর অত্যতম বৈশিষ্ট হল এই মডেলে 5.0-লিটার V8 ইঞ্জিন ফিরিয়ে আনা হয়েছে ৷ অতীতে Land Rover-এর বেশ কিছু মডেলে এই ধরনের ইঞ্জিন থাকলেও, 2024 সালে যে সমস্ত গাড়ি বাজার আনা হয়েছিল সেগুলিতে এই বিশেষ ইঞ্জিন ছিল না ৷2025 এর SUV মডেল Land Rover Defender-এ 5.0-লিটার V8 ইঞ্জিন দেওয়া হয়েছে ৷ যেটি 419 bhp শক্তি এবং 550 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম ৷ নতুন SUV টিকে আরও অত্যাধুনিক করতে এবং এর কর্মক্ষমতা আরও উন্নত করতে ইলেকট্রনিক এয়ার সাসপেনশন এবং টেরেইন রেসপন্স সিস্টেম স্ট্যান্ডার্ড হিসেবে সংযোজন করা হয়েছে । এতে রয়েছে 20 ইঞ্চি অ্যালয় হুইল এবং অল-টেরেইন টায়ার ৷

নতুন বছরে গাড়ি কিনতে চান, দেখে নিন কোন কোন মডেল বাজারে আসছে

এটির ডিজাইনেও কিংবদন্তীর ছোঁয়া রাখা হয়েছে ৷ নতুন 2025 ডিফেন্ডার দেখতে বিদেশি গাড়ির মতো । চালকের আসন আলাদা করা হয়েছে ৷ SUV-টি 8 আসনের ৷ প্রথম সারিতে 2 জন চালক -সহ, দ্বিতীয় সারিতে 3 জন এবং একদম পিছনের সারিতে 3 জন সওয়ার হতে পারেন ৷ এই SUV-টি 2 +3+3 কনফিগারেশনের ৷ সিটগুলিতে ভেন্টিলেশন ফাংশন এবং উইংড হেডরেস্টও দেওয়া হয়েছে ৷ যাত্রীদের অতিরিক্ত আরাম ও স্বাচ্ছান্দ্য আরও নিশ্চিত করবে। চালক থেকে যাত্রী সকলের জন্য রয়েছে ফ্রিস্ট্যান্ডিং 11.4-ইঞ্চি পিভি প্রো টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ।

এছাড়াও এই SUV-তে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যাম্বিয়েন্ট লাইটিং, মেরিডিয়ান সাউন্ড সিস্টেম এবং স্লাইডিং প্যানোরামিক রুফ। নতুন 2025 Land Rover Defender-এর ইঞ্জিন থেকে উন্নত সাসপেনশন এবং অত্যাধুনিক প্রযুক্তির জন্য SUV প্রেমীদের মধ্যে সাড়া ফেলবে তা বলার অপেক্ষা রাখে না । এই SUV-টি সব ধরনের রাস্তা এবং আবহাওয়ার জন্য উপযুক্ত ৷

ভারতে লঞ্চ করেছে Rolls-Royce Ghost Series 2, দাম শুনলে আঁতকে উঠবেন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.