ETV Bharat / state

সন্দেশখালি গণধর্ষণের ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের - SANDESHKHALI GANG RAPE

উত্তর 24 পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে রাজ্য়ের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট ৷

calcutta high court
কলকাতা হাইকোর্ট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2025, 1:28 PM IST

Updated : Jan 8, 2025, 1:36 PM IST

কলকাতা, 8 জানুয়ারি: সন্দেশখালিতে গণধর্ষণের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্যাতিতার বাড়িতে পুলিশ পাহারা ও নিরাপত্তার ব্যাবস্থা করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্যের কাছে রিপোর্ট তলব করছেন ৷

24 ঘণ্টার মধ্যে নির্যাতিতার বাড়িতে দু'জন নিরাপত্তা রক্ষী মোতায়নের নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বলেন, "তদন্ত চলছে । খুব শীঘ্রই চার্জশিট দেওয়া হবে। রাজ্য রিপোর্ট দেওয়ার জন্য সময় চায়।" কিন্তু হাইকোর্ট আগামী সোমবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, পুলিশ আপাতত নজরদারি করবে নির্যাতিতার বাড়িতে ৷ দু'জন পুলিশকে নিরাপত্তা দিতে নির্দেশ দেওয়া হচ্ছে । একজন সশস্ত্র পুলিশ থাকবে। কারণ অভিযুক্তরা এখনও কেউ গ্রেফতার হয়নি।

মঙ্গলবারই সন্দেশখালির এক মহিলা গণধর্ষণের অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। গণধর্ষণের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক, সৈকত দাস ওরফে পিকাই এবং আরও একজনের বিরুদ্ধে।

অভিযোগ, গত বছর এপ্রিল মাসে তৃণমূল নেতা এবং তাঁর দলবল মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করেছিলেন। 15 এপ্রিলের ঘটনা। 16 মে সন্দেশখালি থানায় গণধর্ষণের অভিযোগ করেন নির্যাতিতা। ওই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করেন তিনি। পুলিশ এফআইআর দায়ের করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। শুধু তাই নয়, নির্যাতিতার আরও অভিযোগ, এখন তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে ৷ অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে ৷ আদালতের কাছে সুরক্ষা ও অভিযুক্তদের শাস্তির দাবিতে মঙ্গলবার হাইকোর্টে মামলা করেন নির্যাতিতা ৷

কলকাতা, 8 জানুয়ারি: সন্দেশখালিতে গণধর্ষণের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্যাতিতার বাড়িতে পুলিশ পাহারা ও নিরাপত্তার ব্যাবস্থা করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্যের কাছে রিপোর্ট তলব করছেন ৷

24 ঘণ্টার মধ্যে নির্যাতিতার বাড়িতে দু'জন নিরাপত্তা রক্ষী মোতায়নের নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বলেন, "তদন্ত চলছে । খুব শীঘ্রই চার্জশিট দেওয়া হবে। রাজ্য রিপোর্ট দেওয়ার জন্য সময় চায়।" কিন্তু হাইকোর্ট আগামী সোমবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, পুলিশ আপাতত নজরদারি করবে নির্যাতিতার বাড়িতে ৷ দু'জন পুলিশকে নিরাপত্তা দিতে নির্দেশ দেওয়া হচ্ছে । একজন সশস্ত্র পুলিশ থাকবে। কারণ অভিযুক্তরা এখনও কেউ গ্রেফতার হয়নি।

মঙ্গলবারই সন্দেশখালির এক মহিলা গণধর্ষণের অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। গণধর্ষণের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক, সৈকত দাস ওরফে পিকাই এবং আরও একজনের বিরুদ্ধে।

অভিযোগ, গত বছর এপ্রিল মাসে তৃণমূল নেতা এবং তাঁর দলবল মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করেছিলেন। 15 এপ্রিলের ঘটনা। 16 মে সন্দেশখালি থানায় গণধর্ষণের অভিযোগ করেন নির্যাতিতা। ওই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করেন তিনি। পুলিশ এফআইআর দায়ের করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। শুধু তাই নয়, নির্যাতিতার আরও অভিযোগ, এখন তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে ৷ অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে ৷ আদালতের কাছে সুরক্ষা ও অভিযুক্তদের শাস্তির দাবিতে মঙ্গলবার হাইকোর্টে মামলা করেন নির্যাতিতা ৷

Last Updated : Jan 8, 2025, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.