শিলিগুড়ি, 8 জানুয়ারি: এবার থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে যেতে হলে ভুটানের ট্রাককেও স্লট বুকিং করতে হবে সুবিধা পোর্টালে । এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পরিবহণ দফতর । রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি বাংলার ট্রাক চালকরা । বুধবার থেকেই স্লট বুকিংয়ের মাধ্যমে রাজস্ব দিয়ে ভুটানের ট্রাককে যেতে হবে বাংলাদেশে । এতে একদিকে যেমন ভুটানের ট্রাক নিয়ে কোনও জটিলতা থাকল না, পাশাপাশি রাজস্ব আদায়ও করতে পারবে রাজ্য সরকার । তবে সুবিধা পোর্টালের নিয়ম চালু করতেই ফুলবাড়ি সীমান্তে আর দেখা নেই ভুটানের ট্রাকের ।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাস থেকে ভুটানের বোল্ডার বোঝাই ট্রাকের ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পারাপার করা নিয়ে জটিলতা তৈরি হয় । ফুলবাড়ির ট্রাক চালকরা অভিযোগ করেন, চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভুটানের ট্রাককে বাংলাদেশে যেতে হলে সুবিধা পোর্টালের মাধ্যমে স্লট বুকিং করে রাজস্ব দিয়ে পারাপার করতে হয় ৷ তবে ফুলবাড়ি সীমান্ত দিয়ে পারাপার করতে গেলে কিছুই করতে হয় না । এতে ভুটানের ট্রাক রাজস্ব ফাঁকি দিতে চ্যাংরাবান্ধার পরিবর্তে ফুলবাড়ি দিয়ে পারাপার করত । এতে ব্যাপক সমস্যা ও ক্ষতির মুখে পড়তে হচ্ছিল উত্তরের ট্রাক চালকদের ।
এই দাবিকে সামনে রেখে সম্প্রতি ফুলবাড়িতে আমরণ অনশন শুরু করেন ট্রাক চালকরা । অনশনের 2 দিনের মাথায় বিষয়টি নজরে আসা মাত্র স্থানীয় প্রশাসন ও শাসকদলের প্রতিনিধিরা অনশনকারীদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন । ট্রাক চালক ও মালিকদের একটি প্রতিনিধি দল পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান । এরপরই ভুটানের ট্রাকের পারাপারে হস্তক্ষেপ করে রাজ্য সরকার ।
এই বিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "এত দিন ভুটানের ট্রাক ফুলবাড়ি সীমান্ত দিয়ে পারাপার করতে গেলে কিছু লাগত না । অথচ চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে পারাপার করতে গেলে সুবিধা পোর্টালে স্লট বুকিং করে রাজস্ব দিয়ে যেতে হয় । এবার সেটা ফুলবাড়ি সীমান্তেও চালু করা হল । এটা ফুলবাড়ির চালকদের দাবি ছিল । এতে রাজস্ব আয় হবে । ফলে রাজস্ব পেলে আরও বেশি উন্নয়ন করা যাবে ।"
এই বিষয়ে ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মহম্মদ শাহজাহান বলেন, "রাজ্য সরকারের সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই । এরপর থেকে ভুটানের ট্রাক নিয়ে আর জটিলতা রইল না ।"
প্রসঙ্গত, ফুলবাড়ি সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে 300টি ভুটানের ট্রাক পারাপার করত । মূলত বোল্ডার বোঝাই ট্রাকই যেত বাংলাদেশে । চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভুটানের ট্রাক বাংলাদেশে যেতে গেলে সুবিধা পোর্টালে চালান কেটে ও রাজস্ব দিয়ে যেতে হয় । সেই ক্ষেত্রে ট্রাক চালকদের ছয় চাকার ক্ষেত্রে 1200 টাকা ও 10 চাকার ক্ষেত্রে 2500 টাকা এবং 16 চাকার ট্রাকের ক্ষেত্রে 6 হাজার টাকা পর্যন্ত রাজস্ব বা ট্যাক্স দিতে হয় । যা এখন থেকে দিতে হবে ফুলবাড়ি সীমান্তেও । ভুটানের ট্রাক ফুলবাড়ি দিয়ে গেলে দিনে অন্তত আট লক্ষ টাকা রাজস্ব আয় হবে রাজ্যের ।