ETV Bharat / state

এবার ফুলবাড়ি সীমান্ত পারাপারে রাজস্ব দিতে হবে ভুটানের ট্রাককে, জানালেন পরিবহণ মন্ত্রী - SNEHASIS CHAKRABORTY

এবার ফুলবাড়ি সীমান্ত পারাপারেও সুবিধা পোর্টালে রাজস্ব দিতে হবে ভুটানের ট্রাকগুলিকে ৷ একথা জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ৷

ETV BHARAT
এবার ফুলবাড়ি সীমান্ত পারাপারে রাজস্ব দিতে হবে ভুটানের ট্রাককে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 19 hours ago

শিলিগুড়ি, 8 জানুয়ারি: এবার থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে যেতে হলে ভুটানের ট্রাককেও স্লট বুকিং করতে হবে সুবিধা পোর্টালে । এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পরিবহণ দফতর । রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি বাংলার ট্রাক চালকরা । বুধবার থেকেই স্লট বুকিংয়ের মাধ্যমে রাজস্ব দিয়ে ভুটানের ট্রাককে যেতে হবে বাংলাদেশে । এতে একদিকে যেমন ভুটানের ট্রাক নিয়ে কোনও জটিলতা থাকল না, পাশাপাশি রাজস্ব আদায়ও করতে পারবে রাজ্য সরকার । তবে সুবিধা পোর্টালের নিয়ম চালু করতেই ফুলবাড়ি সীমান্তে আর দেখা নেই ভুটানের ট্রাকের ।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাস থেকে ভুটানের বোল্ডার বোঝাই ট্রাকের ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পারাপার করা নিয়ে জটিলতা তৈরি হয় । ফুলবাড়ির ট্রাক চালকরা অভিযোগ করেন, চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভুটানের ট্রাককে বাংলাদেশে যেতে হলে সুবিধা পোর্টালের মাধ্যমে স্লট বুকিং করে রাজস্ব দিয়ে পারাপার কর‍তে হয় ৷ তবে ফুলবাড়ি সীমান্ত দিয়ে পারাপার করতে গেলে কিছুই করতে হয় না । এতে ভুটানের ট্রাক রাজস্ব ফাঁকি দিতে চ্যাংরাবান্ধার পরিবর্তে ফুলবাড়ি দিয়ে পারাপার কর‍ত । এতে ব্যাপক সমস্যা ও ক্ষতির মুখে পড়তে হচ্ছিল উত্তরের ট্রাক চালকদের ।

সিদ্ধান্তের কথা জানালেন পরিবহণ মন্ত্রী (নিজস্ব ভিডিয়ো)

এই দাবিকে সামনে রেখে সম্প্রতি ফুলবাড়িতে আমরণ অনশন শুরু করেন ট্রাক চালকরা । অনশনের 2 দিনের মাথায় বিষয়টি নজরে আসা মাত্র স্থানীয় প্রশাসন ও শাসকদলের প্রতিনিধিরা অনশনকারীদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন । ট্রাক চালক ও মালিকদের একটি প্রতিনিধি দল পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান । এরপরই ভুটানের ট্রাকের পারাপারে হস্তক্ষেপ করে রাজ্য সরকার ।

এই বিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "এত দিন ভুটানের ট্রাক ফুলবাড়ি সীমান্ত দিয়ে পারাপার করতে গেলে কিছু লাগত না । অথচ চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে পারাপার করতে গেলে সুবিধা পোর্টালে স্লট বুকিং করে রাজস্ব দিয়ে যেতে হয় । এবার সেটা ফুলবাড়ি সীমান্তেও চালু করা হল । এটা ফুলবাড়ির চালকদের দাবি ছিল । এতে রাজস্ব আয় হবে । ফলে রাজস্ব পেলে আরও বেশি উন্নয়ন করা যাবে ।"

ETV BHARAT
এবার ফুলবাড়ি সীমান্ত পারাপারে রাজস্ব দিতে হবে ভুটানের ট্রাককে (নিজস্ব চিত্র)

এই বিষয়ে ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মহম্মদ শাহজাহান বলেন, "রাজ্য সরকারের সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই । এরপর থেকে ভুটানের ট্রাক নিয়ে আর জটিলতা রইল না ।"

প্রসঙ্গত, ফুলবাড়ি সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে 300টি ভুটানের ট্রাক পারাপার করত । মূলত বোল্ডার বোঝাই ট্রাকই যেত বাংলাদেশে । চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভুটানের ট্রাক বাংলাদেশে যেতে গেলে সুবিধা পোর্টালে চালান কেটে ও রাজস্ব দিয়ে যেতে হয় । সেই ক্ষেত্রে ট্রাক চালকদের ছয় চাকার ক্ষেত্রে 1200 টাকা ও 10 চাকার ক্ষেত্রে 2500 টাকা এবং 16 চাকার ট্রাকের ক্ষেত্রে 6 হাজার টাকা পর্যন্ত রাজস্ব বা ট্যাক্স দিতে হয় । যা এখন থেকে দিতে হবে ফুলবাড়ি সীমান্তেও । ভুটানের ট্রাক ফুলবাড়ি দিয়ে গেলে দিনে অন্তত আট লক্ষ টাকা রাজস্ব আয় হবে রাজ্যের ।

শিলিগুড়ি, 8 জানুয়ারি: এবার থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে যেতে হলে ভুটানের ট্রাককেও স্লট বুকিং করতে হবে সুবিধা পোর্টালে । এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পরিবহণ দফতর । রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি বাংলার ট্রাক চালকরা । বুধবার থেকেই স্লট বুকিংয়ের মাধ্যমে রাজস্ব দিয়ে ভুটানের ট্রাককে যেতে হবে বাংলাদেশে । এতে একদিকে যেমন ভুটানের ট্রাক নিয়ে কোনও জটিলতা থাকল না, পাশাপাশি রাজস্ব আদায়ও করতে পারবে রাজ্য সরকার । তবে সুবিধা পোর্টালের নিয়ম চালু করতেই ফুলবাড়ি সীমান্তে আর দেখা নেই ভুটানের ট্রাকের ।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাস থেকে ভুটানের বোল্ডার বোঝাই ট্রাকের ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পারাপার করা নিয়ে জটিলতা তৈরি হয় । ফুলবাড়ির ট্রাক চালকরা অভিযোগ করেন, চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভুটানের ট্রাককে বাংলাদেশে যেতে হলে সুবিধা পোর্টালের মাধ্যমে স্লট বুকিং করে রাজস্ব দিয়ে পারাপার কর‍তে হয় ৷ তবে ফুলবাড়ি সীমান্ত দিয়ে পারাপার করতে গেলে কিছুই করতে হয় না । এতে ভুটানের ট্রাক রাজস্ব ফাঁকি দিতে চ্যাংরাবান্ধার পরিবর্তে ফুলবাড়ি দিয়ে পারাপার কর‍ত । এতে ব্যাপক সমস্যা ও ক্ষতির মুখে পড়তে হচ্ছিল উত্তরের ট্রাক চালকদের ।

সিদ্ধান্তের কথা জানালেন পরিবহণ মন্ত্রী (নিজস্ব ভিডিয়ো)

এই দাবিকে সামনে রেখে সম্প্রতি ফুলবাড়িতে আমরণ অনশন শুরু করেন ট্রাক চালকরা । অনশনের 2 দিনের মাথায় বিষয়টি নজরে আসা মাত্র স্থানীয় প্রশাসন ও শাসকদলের প্রতিনিধিরা অনশনকারীদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন । ট্রাক চালক ও মালিকদের একটি প্রতিনিধি দল পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান । এরপরই ভুটানের ট্রাকের পারাপারে হস্তক্ষেপ করে রাজ্য সরকার ।

এই বিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "এত দিন ভুটানের ট্রাক ফুলবাড়ি সীমান্ত দিয়ে পারাপার করতে গেলে কিছু লাগত না । অথচ চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে পারাপার করতে গেলে সুবিধা পোর্টালে স্লট বুকিং করে রাজস্ব দিয়ে যেতে হয় । এবার সেটা ফুলবাড়ি সীমান্তেও চালু করা হল । এটা ফুলবাড়ির চালকদের দাবি ছিল । এতে রাজস্ব আয় হবে । ফলে রাজস্ব পেলে আরও বেশি উন্নয়ন করা যাবে ।"

ETV BHARAT
এবার ফুলবাড়ি সীমান্ত পারাপারে রাজস্ব দিতে হবে ভুটানের ট্রাককে (নিজস্ব চিত্র)

এই বিষয়ে ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মহম্মদ শাহজাহান বলেন, "রাজ্য সরকারের সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই । এরপর থেকে ভুটানের ট্রাক নিয়ে আর জটিলতা রইল না ।"

প্রসঙ্গত, ফুলবাড়ি সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে 300টি ভুটানের ট্রাক পারাপার করত । মূলত বোল্ডার বোঝাই ট্রাকই যেত বাংলাদেশে । চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভুটানের ট্রাক বাংলাদেশে যেতে গেলে সুবিধা পোর্টালে চালান কেটে ও রাজস্ব দিয়ে যেতে হয় । সেই ক্ষেত্রে ট্রাক চালকদের ছয় চাকার ক্ষেত্রে 1200 টাকা ও 10 চাকার ক্ষেত্রে 2500 টাকা এবং 16 চাকার ট্রাকের ক্ষেত্রে 6 হাজার টাকা পর্যন্ত রাজস্ব বা ট্যাক্স দিতে হয় । যা এখন থেকে দিতে হবে ফুলবাড়ি সীমান্তেও । ভুটানের ট্রাক ফুলবাড়ি দিয়ে গেলে দিনে অন্তত আট লক্ষ টাকা রাজস্ব আয় হবে রাজ্যের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.