হায়দরাবাদ:ভারতে বাণিজ্যিক ভাবে 5G পরিষেবা চালুর দিন ঘোষণা করল Vi (Vodafone Idea) ৷ মুম্বইতে চালু হবে এই পরিষেবা ৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোম্পানিটি 2025 সালের এপ্রিল মাসে চারটি শহরে তাদের 5G পরিষেবা চালু করবে। প্রসঙ্গত, 2024 সালের ডিসেম্বরে, Vi দেশজুড়ে নির্বাচিত 17টি অঞ্চলে 5জি পরিষেবার চালুর পরীক্ষা শুরু করেছিল । এয়ারটেল এবং জিওর পরে Vi ভারতের তৃতীয় টেলিকম অপারেটর হয়ে উঠবে 5জি পরিষেবা প্রদানে ।
সবচেয়ে সস্তার মাসিক প্ল্যান, মিলবে 28 দিনের আনলিমিটেড কলিং ও ডেটা
মুম্বইয়ে Vi-এর বাণিজ্যিক 5G পরিষেবা
ভোডাফোন আইডিয়া, 2024-25 অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে প্রকাশিত রিপোর্ট অনুসারে, ভারতে 5জি পরিষেবা চালুর কথা উল্লেখ করেছে ৷ যা 2025 সালের মার্চ মাসে মুম্বই থেকে শুরু হবে। এই বছরের এপ্রিল মাস থেকে বেঙ্গালুরু, চণ্ডীগড়, দিল্লি এবং পটনা-তেও পরিষেবা সম্প্রসারিত হবে বলে জানা গিয়েছে । একটি ব্লগ পোস্টে উল্লেখ করেছে, পর্যায়ক্রমে তাদের 5জি পরিষেবা চালু করা হবে ৷
সেখানেি Vi -এর তরফে উল্লেখ করা হয়েছে, "Vi 5G কভারেজ পরিষেবা চালু কারার অর্থ হল সারা দেশে নেটওয়ার্ক পরিষেবা উন্নত করা ৷ এই পরিষেবার সম্প্রসারণে বিনিয়োগ করা হয়েছে ৷ আমাদের পরিষেবাগুলি চালু করার সময়, উচ্চ-চাহিদাযুক্ত এলাকায় সংযোগকে অগ্রাধিকার দেওয়া সংস্থার তরফে ৷ Vi 5G পরিষেবা নিয়ে নাগরিকদের অভিজ্ঞতা যাতে ভালো হয় সেটাও নিশ্চিত করা হচ্ছে । আমাদের নেটওয়ার্কের আওতাভুক্ত অঞ্চলগুলির আপডেটেড পরিষেবা পেতে জন্য Vi -এর সঙ্গে থাকুন ।"