পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

মার্চে Vi-এর 5জি পরিষেবা চালু মায়ানগরীতে - VODAFONE IDEA 5G LAUNCH

চলতি বছরের মার্চ মাসে মুম্বইতে 5জি পরিষেবা চালু হতে ভোডাফোন ৷ পাশাপাশি আরও 5টি শহরে চালু হবে এই পরিষেবা ৷

VODAFONE IDEA 5G LAUNCH
মার্চ থেকে মুম্বইতে শুরু ভোডাফোনের 5জি পরিষেবা শুরু (ছবি গেটি ইমেজ)

By ETV Bharat Tech Team

Published : Feb 13, 2025, 1:33 PM IST

হায়দরাবাদ:ভারতে বাণিজ্যিক ভাবে 5G পরিষেবা চালুর দিন ঘোষণা করল Vi (Vodafone Idea) ৷ মুম্বইতে চালু হবে এই পরিষেবা ৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোম্পানিটি 2025 সালের এপ্রিল মাসে চারটি শহরে তাদের 5G পরিষেবা চালু করবে। প্রসঙ্গত, 2024 সালের ডিসেম্বরে, Vi দেশজুড়ে নির্বাচিত 17টি অঞ্চলে 5জি পরিষেবার চালুর পরীক্ষা শুরু করেছিল । এয়ারটেল এবং জিওর পরে Vi ভারতের তৃতীয় টেলিকম অপারেটর হয়ে উঠবে 5জি পরিষেবা প্রদানে ।

সবচেয়ে সস্তার মাসিক প্ল্যান, মিলবে 28 দিনের আনলিমিটেড কলিং ও ডেটা

মুম্বইয়ে Vi-এর বাণিজ্যিক 5G পরিষেবা

ভোডাফোন আইডিয়া, 2024-25 অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে প্রকাশিত রিপোর্ট অনুসারে, ভারতে 5জি পরিষেবা চালুর কথা উল্লেখ করেছে ৷ যা 2025 সালের মার্চ মাসে মুম্বই থেকে শুরু হবে। এই বছরের এপ্রিল মাস থেকে বেঙ্গালুরু, চণ্ডীগড়, দিল্লি এবং পটনা-তেও পরিষেবা সম্প্রসারিত হবে বলে জানা গিয়েছে । একটি ব্লগ পোস্টে উল্লেখ করেছে, পর্যায়ক্রমে তাদের 5জি পরিষেবা চালু করা হবে ৷

সেখানেি Vi -এর তরফে উল্লেখ করা হয়েছে, "Vi 5G কভারেজ পরিষেবা চালু কারার অর্থ হল সারা দেশে নেটওয়ার্ক পরিষেবা উন্নত করা ৷ এই পরিষেবার সম্প্রসারণে বিনিয়োগ করা হয়েছে ৷ আমাদের পরিষেবাগুলি চালু করার সময়, উচ্চ-চাহিদাযুক্ত এলাকায় সংযোগকে অগ্রাধিকার দেওয়া সংস্থার তরফে ৷ Vi 5G পরিষেবা নিয়ে নাগরিকদের অভিজ্ঞতা যাতে ভালো হয় সেটাও নিশ্চিত করা হচ্ছে । আমাদের নেটওয়ার্কের আওতাভুক্ত অঞ্চলগুলির আপডেটেড পরিষেবা পেতে জন্য Vi -এর সঙ্গে থাকুন ।"

শীঘ্রই ভারতের বাজারে আসছে সস্তার iPhone SE 4, কেমন দেখতে

ভোডাফোন আইডিয়া কভারেজ

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, গত নয় মাসে, Vi তাদের 4G পরিষেবার সম্প্রসারণ করেছে । এই সময়ের মধ্যে, কোম্পানিটির 4G পরিষেবা ব্য়বহারকারীর সংখ্যা 41 মিলিয়ন বৃদ্ধি পেয়েছ ৷ 2024 সালের ডিসেম্বরের শেষ নাগাদ 1.07 বিলিয়নে পৌঁছেছিল ৷ যা 2024 সালের মার্চ মাসে 1.03 বিলিয়ন ছিল। Vodafone Idea তার 4G ব্যবহারকারীর সংখ্য়া 24 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ প্রায় 28 শতাংশ উন্নতি হয়েছে।

কোম্পানিটি তরফে জানানো হয়েছে, 2025 সালের মার্চ মাসের মধ্যে 1.1 বিলিয়ন 4জি গ্রাহক রয়েছেন ৷ আরও 1.2 বিলিয়ন গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷ যা প্রায় 90 শতাংশ জনসংখ্যাকে কভার করবে।

টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার তরফে জানানো হয়েছে, FY25-এর দ্বিতীয় ত্রৈমাসিকে রিচার্জস প্ল্যানের দাম 166 টাকা থেকে বেড়ে 173 টাকা করা হয়েছে ৷ সংস্থার আয়ের পরিমাণও বেড়েছে ৷ সেইসঙ্গে Vi চার হাজারেরও বেশি ব্রডব্যান্ড নেটওয়ার্ক অনন্য ব্রডব্যান্ড টাওয়ারে সম্প্রসারিত করেছে।

AI ব্যবহারে বাড়ছে সাইবার অপরাধের সম্ভবনা, হুঁশিয়ারি বিশেষজ্ঞদের

ABOUT THE AUTHOR

...view details