ETV Bharat / state

কেমন হবেন একজন নেতা, একাদশের বইয়ে মিলবে সেই 'নেতৃত্বে'র পাঠ - LEADERSHIP CHAPTER IN CLASS ELEVEN

একাদশ শ্রেণির স্বাস্থ্য ও শারীরশিক্ষায় যুক্ত হল নেতৃত্বদানের অধ্যায় ৷ পড়ুয়াদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা গড়ে তোলাই লক্ষ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ৷

LEADERSHIP CHAPTER IN CLASS ELEVEN
একাদশ শ্রেণির স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে 'নেতৃত্বদান ক্ষমতার বিকাশ' সংক্রান্ত অধ্যায় ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2025, 8:28 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: পড়ুয়াদের মানসিক দৃঢ়তা ও ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাসী করে তুলতে এবার 'নেতৃত্বে'র পাঠ দেওয়া হবে ৷ তাই একাদশ শ্রেণির পাঠ্যপুস্তকে সেই সংক্রান্ত একটি অধ্যায় যোগ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ কীভাবে একজন ভালো 'নেতা' হওয়া যায়, তারই পুঙ্খনাপুঙ্খ তুলে ধরা হয়েছে সেখানে ৷

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ঐচ্ছিক স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে 'নেতৃত্বদান ক্ষমতার বিকাশ' নামের অধ্যায়টি যোগ করা হয়েছে ৷ একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারে এই অধ্যায়টি পড়ানো হচ্ছে ৷ যেখানে সমাজে যৌথ প্রয়াসে করা কোনও কাজে একজন নেতার প্রয়োজনীয়তা ও তার সংজ্ঞা তুলে ধরা হয়েছে ৷

LEADERSHIP CHAPTER IN CLASS ELEVEN
একাদশ শ্রেণির স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে 'নেতৃত্বদান ক্ষমতার বিকাশ' সংক্রান্ত অধ্যায় ৷ (ইটিভি ভারত)

একজন নেতার মধ্যে কোন-কোন গুণাবলী দরকার, কোন-কোন স্বভাব তৈরি হলে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আসবে, একজন নেতার কী কী কাজ, থেকে তার সুবিধে-অসুবিধে সব কিছুই পড়ানো হচ্ছে পড়ুয়াদের ৷ এর ফলে পড়ুয়াদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এমনকি পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে ৷

এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এক আধিকারিক বলেন, "একজন ছাত্র অথবা ছাত্রীর মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে উঠলে, সে আগামিদিনে সাফল্যের পথে এগিয়ে যাবে ৷ বর্তমান যুগে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দরকার ৷ তাহলে সেই ছাত্র বা ছাত্রীর মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে ৷ তাই সবদিক মাথায় রেখে পাঠ্যক্রমে এই অধ্যায় যোগ করা হয়েছে ৷ এই বছর বিনামূল্যে একাদশ শ্রেণির পড়ুয়াদের দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের 'কল টু দ্য নেশন' ৷"

LEADERSHIP CHAPTER IN CLASS ELEVEN
নেতৃত্বদান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা 'নেতৃত্বদান ক্ষমতার বিকাশ' সংক্রান্ত অধ্যায়ে ৷ (ইটিভি ভারত)

প্রসঙ্গত, এই বছরই শেষ হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হবে সেমেস্টার পদ্ধতিতে মূল্যায়ন ৷ যা ইতিমধ্যেই একাদশ শ্রেণিতে চালু হয়েছে ৷ সেমেস্টার পদ্ধতি চালু হওয়ার পর বাংলা-সহ 19টি বিষয়ে সিলেবাসেও বদল করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ গোটা দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে সিলেবাসের আধুনিকীকরণ হয়েছে ৷ পড়ুয়াদের মধ্যে মানসিক চাপ কমাতে রয়েছে বিশেষ অধ্যায়ও ৷

পাশপাশি, স্কুলস্তরে শিশুদের যৌন নির্যাতন এড়াতে পকসো আইন সম্পর্কে দেওয়া হবে পাঠ ৷ মাথায় রাখা হয়েছে সাইবার সুরক্ষার কথাও ৷ ইতিহাসের উপরেও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জোর দেওয়া হয়েছে ৷ নন ল্যাপ প্রজেক্ট চালু করা হয়েছে ৷ সেখানে বিভিন্ন ঐতিহাসিক জায়গায় পরিদর্শন ও তার উপর ভিত্তি করে প্রজেক্ট করার কাজ দেওয়া হচ্ছে ৷ যাতে পড়ুয়া মুখস্থ বিদ্যার বদলে, হাতেকলমে জ্ঞান অর্জন করতে পারে ৷

কলকাতা, 13 ফেব্রুয়ারি: পড়ুয়াদের মানসিক দৃঢ়তা ও ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাসী করে তুলতে এবার 'নেতৃত্বে'র পাঠ দেওয়া হবে ৷ তাই একাদশ শ্রেণির পাঠ্যপুস্তকে সেই সংক্রান্ত একটি অধ্যায় যোগ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ কীভাবে একজন ভালো 'নেতা' হওয়া যায়, তারই পুঙ্খনাপুঙ্খ তুলে ধরা হয়েছে সেখানে ৷

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ঐচ্ছিক স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে 'নেতৃত্বদান ক্ষমতার বিকাশ' নামের অধ্যায়টি যোগ করা হয়েছে ৷ একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারে এই অধ্যায়টি পড়ানো হচ্ছে ৷ যেখানে সমাজে যৌথ প্রয়াসে করা কোনও কাজে একজন নেতার প্রয়োজনীয়তা ও তার সংজ্ঞা তুলে ধরা হয়েছে ৷

LEADERSHIP CHAPTER IN CLASS ELEVEN
একাদশ শ্রেণির স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে 'নেতৃত্বদান ক্ষমতার বিকাশ' সংক্রান্ত অধ্যায় ৷ (ইটিভি ভারত)

একজন নেতার মধ্যে কোন-কোন গুণাবলী দরকার, কোন-কোন স্বভাব তৈরি হলে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আসবে, একজন নেতার কী কী কাজ, থেকে তার সুবিধে-অসুবিধে সব কিছুই পড়ানো হচ্ছে পড়ুয়াদের ৷ এর ফলে পড়ুয়াদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এমনকি পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে ৷

এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এক আধিকারিক বলেন, "একজন ছাত্র অথবা ছাত্রীর মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে উঠলে, সে আগামিদিনে সাফল্যের পথে এগিয়ে যাবে ৷ বর্তমান যুগে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দরকার ৷ তাহলে সেই ছাত্র বা ছাত্রীর মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে ৷ তাই সবদিক মাথায় রেখে পাঠ্যক্রমে এই অধ্যায় যোগ করা হয়েছে ৷ এই বছর বিনামূল্যে একাদশ শ্রেণির পড়ুয়াদের দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের 'কল টু দ্য নেশন' ৷"

LEADERSHIP CHAPTER IN CLASS ELEVEN
নেতৃত্বদান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা 'নেতৃত্বদান ক্ষমতার বিকাশ' সংক্রান্ত অধ্যায়ে ৷ (ইটিভি ভারত)

প্রসঙ্গত, এই বছরই শেষ হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হবে সেমেস্টার পদ্ধতিতে মূল্যায়ন ৷ যা ইতিমধ্যেই একাদশ শ্রেণিতে চালু হয়েছে ৷ সেমেস্টার পদ্ধতি চালু হওয়ার পর বাংলা-সহ 19টি বিষয়ে সিলেবাসেও বদল করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ গোটা দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে সিলেবাসের আধুনিকীকরণ হয়েছে ৷ পড়ুয়াদের মধ্যে মানসিক চাপ কমাতে রয়েছে বিশেষ অধ্যায়ও ৷

পাশপাশি, স্কুলস্তরে শিশুদের যৌন নির্যাতন এড়াতে পকসো আইন সম্পর্কে দেওয়া হবে পাঠ ৷ মাথায় রাখা হয়েছে সাইবার সুরক্ষার কথাও ৷ ইতিহাসের উপরেও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জোর দেওয়া হয়েছে ৷ নন ল্যাপ প্রজেক্ট চালু করা হয়েছে ৷ সেখানে বিভিন্ন ঐতিহাসিক জায়গায় পরিদর্শন ও তার উপর ভিত্তি করে প্রজেক্ট করার কাজ দেওয়া হচ্ছে ৷ যাতে পড়ুয়া মুখস্থ বিদ্যার বদলে, হাতেকলমে জ্ঞান অর্জন করতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.