ইম্ফল, 13 ফেব্রুয়ারি: পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিতে পারল না বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হল মণিপুরে ৷ গত 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং ৷ চারদিনের মধ্যে উত্তর-পূর্বের এই রাজ্যটিতে এমন পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার ৷
গত রবিবার সন্ধ্যায় এন বীরেন সিং রাজ্যপাল অজয় ভাল্লার সঙ্গে দেখা করে তাঁর হাতে ইস্তফাপত্র তুলে দেন ৷ সঙ্গে ছিলেন দলের উত্তর-পূর্বের দায়িত্বে থাকা পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র এবং রাজ্য বিজেপির সভাপতি এ সারদা ৷ এছাড়া বিজেপি এবং নাগা পিপল'স ফ্রন্ট-এর (এনপিএফ) 14 জন বিধায়কও ছিলেন ৷
সেদিনই এন বীরেন সিংয়ের পদত্যাগপত্র গ্রহণ করেন রাজ্যপাল ৷ কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচিত না-হওয়া পর্যন্ত তাঁকেই কার্যকরী মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন ৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি নির্দেশিকা জারি করে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷
Finally what the Indian National Congress has been demanding for almost 20 months has happened. President's Rule has been imposed in Manipur.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) February 13, 2025
This has come after what the Supreme Court called 'the absolute breakdown of constitutional machinery in the state' which saw the…
এন বীরেন সিং যেদিন মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন, তারপর দিন অর্থাৎ 10 ফেব্রুয়ারি মণিপুরে বিধানসভা অধিবেশন শুরু হওয়ার কথা ছিল ৷ অধিবেশনের প্রথম দিনই কংগ্রেস মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করবে, এমনটাই জানা গিয়েছিল ৷ তার আগে তিনি পদত্যাগ করেন ৷ বিধানসভা অধিবেশন বাতিল ঘোষণা করেন রাজ্যপাল অজয় ভাল্লা ৷
President's Rule imposed in Manipur.
— ANI (@ANI) February 13, 2025
Manipur CM N Biren Singh resigned from his post on 9th February. https://t.co/vGEOV0XIrt pic.twitter.com/S9wymA13ki
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনে করছেন, রাজ্যে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সংবিধান অনুযায়ী রাজ্য শাসন সম্ভব নয় ৷ তাই সংবিধানের 356 ধারায় যে ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে, মণিপুরে তা প্রয়োগ করা হচ্ছে ৷ বিধানসভার কাজকর্ম বাতিলের কথাও জানানো হয়েছে নির্দেশিকায় ৷
কংগ্রেসের আক্রমণ
মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, "বিগত 20 মাস ধরে আমরা দাবি করে আসছি, রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া অন্য কোনও উপায় নেই ৷ 2022 সালে বিজেপি এবং তার এনডিএ জোট বিশাল মার্জিনে ভোটে জয়ী হয়েছিল ৷ কিন্তু পনেরো মাসের মধ্যে মণিপুরে আগুন জ্বলতে শুরু করে ৷ তিনশোর জনেরও বেশি মানুষের মৃত্যু হয় ৷ 60 হাজার মানুষ ঘরছাড়া হয় ৷ কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয় ৷ পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে ৷"
তিনি আরও লেখেন, "অনেক মাস কেটে গিয়েছে ৷ প্রধানমন্ত্রী এখনও সেখানে যাননি ৷ আমরা অনাস্থা প্রস্তাব এনেছিলাম এবং মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়ে দিলেন ৷ আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন জারি আরেকটা পদক্ষেপ ৷ ভালো পদক্ষেপ ৷ কেন্দ্রীয় মন্ত্রী পুরোপুরি ব্যর্থ হয়েছেন ৷ প্রধানমন্ত্রী তাঁকে মণিপুর সামলানোর দায়িত্ব দিয়েছিলেন, যা তিনি করতে পারেননি ৷ তারপর এটা ঘটল ৷"
মৃত 250, হাজার হাজার গৃহহীন ! মণিপুর কাণ্ড ‘ভুলে যেতে’ বললেন মুখ্যমন্ত্রী