হায়দরাবাদ:চলতি বছরের সেপ্টম্বর মাসে বাজারে এসেছে আইফোন 16 ৷ সেই সময়েই অ্যাপলের তরফে ঘোষণা করা হয়েছিল শীঘ্রই iOS 18.2 লঞ্চ করবে ৷ ব্যবহারকারীরা Apple Intelligence-এর সুবিধা পাবেন iOS 18.2-এ ৷ সেই মতো চলতি সপ্তাহে লঞ্চ করতে চলেছে iOS 18.2 ৷ নতুন এই আপডেটে Apple Intelligence-এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা রয়েছে ৷ এছাড়াও রয়েছে, Siri, Genmoji, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স, ইমেজ প্লেগ্রাউন্ড, ও Chatgpt ইন্টিগ্রেশন।
iOS 18.2: প্রকাশের তারিখ
iOS 18.2 চলতি সপ্তাহে ভারতে আসতে পারে ৷ 9 ডিসেম্বর ভারতে লঞ্চ করা দিন থাকলেও তা হয়নি ৷ নির্দিষ্ট দিন এখনও জানানো হয়নি অ্যাপলের তরফে ৷
iOS 18.2: কিভাবে আপডেট ডাউনলোড করবেন
iOS 18.2 আপডেটটি লঞ্চ হলে সেটি আইফোন ব্যবহারকারীদের কাছে একটি নোটিফিকেশন পাঠাবে ৷ সেইমতো ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন ৷ এবার জেনে নেওয়া যাক কীভাবে ডাউনলোড করবেন ৷
ধাপ 1: আইফোনে সেটিংস অ্যাপ খুলতে হবে
ধাপ 2: জেনারেলে সেটিংস অপশনে গিয়ে সফটওয়্যার আপডেটে ক্লিক করতে হবে
ধাপ 3: এরপর ডাউনলোড এবং ইনস্টল-এ ক্লিক করতে হবে
আগামী বছরে লঞ্চ করতে পারে সব থেকে স্লিম iPhone 17 Air
iOS 18.2 বৈশিষ্ট্য
1. Siri ও ChatGPT ইন্টিগ্রেশন: iOS 18.2 আপডেট Siri-কে AI-এর সঙ্গে যুক্ত করা হয়েছে ৷ ফলে Apple-এর AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট ChatGPT ইন্টিগ্রেশন পাবে । ব্যবহারকারীদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে ChatGPT ৷ কোনও প্রশ্ন OpenAI সাহয্যে সংরক্ষণ করা হবে না। ব্যবহারকারীদের সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে সমস্ত প্রশ্নের উত্তর দেবে AI ৷ অ্যাপল ব্যবহারকারীদের নতুন Siri-র বৈশিষ্ট্যগুলি ব্যবহার করতে ChatGPT অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে না।
2. Genmoji: Genmoji বৈশিষ্ট্য নতুন যোগ হয়েছে এই সফটওয়্যারে ৷ AI ব্যবহার করে কীবোর্ডে নতুন ইমোজি সেট তৈরি করতে সাহায্য করে। ব্যবহারকারীরা প্রয়োজনে প্রিয়জনের ইমোজি তৈরি করতে পারবেন, ফটো অ্যাপে থাকা পিপল অ্যালবাম থেকে ডেটা নিয়ে ইমোজি তৈরি করে ।
3. ইমেজ ব্যান্ড: ইমেজ ব্যান্ড হল AI ফিচারগুলির মধ্যে অন্যতম ৷ এটি আইপ্যাড ব্যবহারকারীদের নোটস অ্যাপে টেক্সট প্রম্পট ব্যবহার করে ছবি তৈরিতে সাহায্য করে ৷
4. ইমেজপ্লেগ্রাউন্ড: ইমেজপ্লেগ্রাউন্ড অ্যাপলের প্রথম এআই ইমেজ জেনারেশন অ্যাপ ৷ যেটি আইফোন ব্যবহারকারীদের টেক্সট প্রম্পট ব্যবহার করে ছবি তৈরি করে । তৈরি হওয়া ছবি Apple Intelligence-এর মাধ্যমে পরিবর্তন করা যাবে ৷
5. ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স: ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা ব্যবহার করে রিয়েল-টাইম তথ্য সরবরাহ করে ৷ একটি যেকোনও পণ্য সম্পর্কে তথ্য প্রদান থেকে শুরু করে একটি পোস্টার স্ক্যান করতে সক্ষম । ব্যবহারকারীদের সমস্ত কাজেই সহায়ক এটি ৷
iOS 18.2 কোন কোন সিরিজে সাপোর্ট করবে
অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা আইফোন 16 সিরিজ এবং আইফোন 15 প্রো মডেলের ক্ষেত্রে প্রযোজ্য ৷ তবে iOS 18.2 আপডেট আইফোন XR, SE ব্যবহারকারীও পাবেন ৷ iOS 18.2 আপডেটে যে সমস্ত আইফোন মডেলগুলিতে থাকবে সেগুলি হল:
- iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max
- iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, iPhone 15 Pro Max
- iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max
- iPhone 13 mini, iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max
- iPhone 12 mini, iPhone 12, iPhone 12 Pro, iPhone 12 Pro Max
- iPhone 11, iPhone 11 Pro, 11 Pro Max
- iPhone XR, XS, XS Max
- iPhone SE (2nd gen), iPhone SE (3rd gen)
ভারতে বেড়েছে আইফোনের উৎপাদন, কর্ম সংস্থান হয়েছে 1.75 লাখ