নয়াদিল্লি: পুজোর আগেইভারতে স্মার্টফোনের বিক্রি বাড়ল উল্লেখযোগ্য় হারে ৷ জুলাই-সেপ্টেম্বর মাসে 9% বিক্রি বৃদ্ধি পেয়েছে ৷ বিশেষত উৎসবের মরসুমের আগে গ্রামীণে চাহিদা বৃদ্ধি পেয়েছে ৷ এই সময়ের মধ্যে 47.1 মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে । সম্প্রতি মার্কেট রিসার্চ ফার্ম ক্যানালিস এই তথ্যই প্রকাশ করেছে ৷ উৎসবের মরশুমের আগে স্টক ক্লিয়ারেন্স সেলের কারণেই এই বিক্রি বৃদ্ধি পেয়েছে ৷
সাইবার প্রতারণা ঠেকাতে মেটার 'স্ক্যাম সে বাঁচো' কর্মসূচি
সমীক্ষক সংস্থার সিনিয়র বিশ্লেষক সানিয়াম চৌরাসিয়া জানাান, জনপ্রিয় স্মার্টফোন বিক্রিয়কারী সংস্থাগুলি পুজোর বাজারের আগে 'স্টক ক্লিয়ারেন্স' সেল দেয় ৷ যা বিক্রি বৃদ্ধির অন্যতম কারণ ৷ এছাড়াও অ্যাপলের মতো কোম্পানিগুলি বিভিন্নরকম অফার দেয় ৷ বিশেষত iPhone 16 লঞ্চের আগে, iPhone 15-এ আকর্ষণীয় ডিসকাউন্ট অফার চলছিল। ফলে ছোট শহরে আইফোন 15-এর চাহিদা বেড়েছে ।
ভারতীয় বাজারে এল সবচেয়ে সস্তার ফোল্ডেবল ফোন Infinix Zero Flip
রিপোর্ট অনুয়ায়ী অন্যান্য ব্র্যান্ড, যেমন Motorola, Google এবং Nothing-এর মতো স্মার্টফোন বিক্রয়কারী সংস্থাগুলি ক্রেতা টানতে বিভিন্ন অফার দিচ্ছে ৷ সেইসঙ্গে স্মার্টফোনের ডিজাইনেও পরিবর্তন এনেছে ৷ তবে বিক্রিতে ভিভো সব থেকে বেসি এগিয়ে ৷ প্রথমবার স্মার্ট ফোনের বাজারে 19 শতাংশ বাজার দখল করেছে ভিভো ৷ 9.1 মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে ৷ শাওমি 7.8 মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। একইভাবে 7.5 মিলিয়ন ইউনিট ব্যবসা করে স্যামসাং তৃতীয় স্থানে রয়েছে ৷ আর এক স্মার্টফোন বিক্রয়কারী সংস্থা Oppo 6.3 মিলিয়ন ইউনিট বিক্রি করে চতুর্থ এবং 5.3 মিলিয়ন ইউনিট ব্যবসা করে রিয়েলমি পঞ্চম স্থানে রয়েছে।
মাত্র হাজার টাকায় 4G কিপ্যাড স্মার্টফোন
প্রতিবেদন অনুসারে, উৎসব শুরুর আগে ক্রেতা টানতে স্মার্টফোন বিক্রয়কারী সংস্থাগুলি বিভিন্ন রকমের অফার দেয় ৷ ফলে দামও কম থাকে ৷ তবে ক্রেতারও এখন স্মার্টফোনের আপগ্রেড মডেল কেনার দিকেই বেশি ঝুঁকছেন ৷ দিপাবলির আগে এই বিক্রি আরও বাড়বে ৷ চলতি বছরের শেষের দিকে বিক্রি বাড়াতে সংস্থাগুলি আরও ছাড় দেবে জানিয়েছেন মার্কেট রিসার্চ ফার্ম ক্যানালিস-এর সিনিয়র বিশ্লেষক সানিয়াম চৌরাসিয়া ৷
দিপাবলীর আগেই বাজারে আসছে নতুন বাইক N125