হায়দরাবাদ:বর্ষশেষের আগে ভারতবাসীর জন্য নয়া উপহার বিদেশি গাড়ি প্রস্তুতকারক সংস্থার ৷ ভারতীয় বাজারে লঞ্চ করলRolls-Royce Ghost Series 2। দাম শুরু হচ্ছে 8.95 কোটি টাকা (এক্স-শোরুম) থেকে ৷ বিলাসবহুল গাড়িটি একেবারে রিফ্রেশড ডিজাইনের এবং রয়েছে অ্যালয় হুইল ৷ আপাতত স্ট্যান্ডার্ড, এক্সটেন্ডেড এবং ব্ল্যাক ব্যাজ এই তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে গাড়িটি । Cullinan সিরিজ II ভারতীয় বাজারে আসার কয়েক মাস পরে ঘোস্ট II সিরিজ চালু করা হয়েছে ।
8.95 কোটি টাকা থেকে দাম শুরু হলেও বিলাসবহুল গাড়িটির এক্সটেন্ডেড ভেরিয়েন্টের দাম 10.19 কোটি টাকা পর্যন্ত ৷ এছাড়াও টপ-স্পেক ব্ল্যাক ব্যাজ ভেরিয়েন্টের দাম 10.52 কোটি টাকা । ইতিমধ্যেই গাড়ির বুকিং শুরু হয়ে গিয়েছে । যারা বুকিং করবেন 2025 সালের মধ্যে, গাড়িটি ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে ৷
Rolls-Royce Ghost Series 2 মডেলটি ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন এনেছে কোম্পনি । নতুন ফেসলিফট মডেলে ফ্রন্ট প্রোফাইলেও পরিবর্তন আনা হয়েছে ৷ এতে রয়েছে একটি ছোট ফ্রন্ট গ্রিল, প্রজেক্টর হেডলাইট (এলইডি ডিআরএল) এবং উভয় দিকের টেললাইটের নকশাতেও পরিবর্তন করা হয়েছে ৷