পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

শীঘ্র ভারতের বাজারে আসছে Realme Narzo 70 Turbo 5G, রয়েছে ডাইমেনশন 7300 এনার্জি চিপসেট - REALME Narzo 70 TURBO 5G - REALME NARZO 70 TURBO 5G

Realme Narzo Phones: শীঘ্রই বাজারে আসতে চলেছে রিয়েলমি নতুন স্মার্টফোন ৷ আগামী সপ্তাহে লঞ্চ করছে realme NARZO 70 Turbo 5G ৷ কোম্পানি লিডিং ডাইমেনশন 7300 এনার্জি চিপসেট ব্যবহার করা হয়েছে ৷ পারফরমেন্সের দিক থেকে সেরা মিড-রেঞ্জ প্রসেসরগুলির মধ্যে অন্যতম। আর কী বিশেষত্ত্ব আছে এই মোবাইলের জানুন প্রতিবেদনে ৷

Realme Narzo Phones
REALME NARZO 70 TURBO 5G (ছবি Realme)

By ETV Bharat Tech Team

Published : Sep 3, 2024, 2:53 PM IST

হায়দরাবাদ: চলতি মাসেই লঞ্চ হতে চলেছে রিয়েলমি-র নতুন হ্যান্ডসেট realme NARZO 70 Turbo 5G ৷ উন্নত চিপসেটগুলি মাল্টিকোর ডিজাইন, এআই এক্সিলারেটর এবং অত্যাধুনিক পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমের সমস্ত সুবিধা আছে এই হ্যান্ডসেটে ৷ এছাড়াও রিয়েলমির এই স্মার্টফোনে রেয়ার প্যানেলের ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেনসর ও একটি এলইডি ফ্ল্যাশ প্যানেল থাকবে। চলতি মাসের 9 তারিখে এটি ভারতীয় বাজারে লঞ্চ করবে ৷

  • Realme NARZO 70 Turbo 5G ডিজাইন

মোটরস্পোর্ট ডিজাইনে এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে। ফোনের ব্যাক প্যানেলে থাকবে কালো রং। তার উপর লম্বাভাবে হলুদ রঙের স্ট্রাইপ থাকবে। ফোনের রেয়ার প্যানেলের প্রায় মাঝ-বরাবর এই হলুদ রঙের স্ট্রাইপ থাকবে। ফোনের ব্যাক প্যানেলে থাকবে চৌকো আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল। এই হলুদ রঙের স্ট্রাইপের উপর ক্যামেরা মডিউল বসানো থাকবে। realme NARZO 70 সিরিজের অন্যান্য ফোন আগেই ভারতে লঞ্চ হয়েছে। সেই তালিকাতেই যুক্ত হতে চলেছে রিয়েলমি নারজো 70 টার্বো 5জি স্মার্টফোন।

  • Realme NARZO 70 Turbo 5G Camera

রিয়েলমির এই ফোনের রেয়ার প্যানেলের ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেনসর আছে। তার সঙ্গে দেখা যাবে একটি এলইডি ফ্ল্যাশ প্যানেল। 6.67 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার রয়েছে ৷ ফোনের ডিসপ্লের উপরের দিকে মাঝ-বরাবর থাকবে হোল পাঞ্চ কাট আউট, যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সাজানো থাকবে। ফোনের ডানদিকে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। আর ফোনের নীচের দিকে থাকবে একটি স্পিকার গ্রিল এবং 3.5 মিলিমিটারের অডিয়ো জ্যাক। ভারতে লঞ্চের পর ই-কমার্স সংস্থা থেকে রিয়েলমি নারজো 70টার্বো 5জি ফোন কেনা যাবে।

ঊর্ধ্বমুখী পেট্রলের দাম, শীঘ্রই বাজারে আসতে চলেছে বাজাজের 100 সিসি সিএনজি বাইক

  • Realme NARZO 70 Turbo প্রসেসর

রিয়েলমি নারজো 70 টার্বো 5জি স্মার্টফোনে মিডিয়াটেক ডিমেনসিটি 7300 এনার্জি 5জি চিপসেট থাকবে ৷ এই ফোন 7.6 মিলিমিটার এবং ওজন 185 গ্রামের আশপাশে। আগেই জাাননো হয়েছিল রিয়েলমির স্মার্টফোনে 6 জিবি ও 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে ৷ 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে ৷ এছাড়াও 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর ব্যবহার করা হয়েছে ৷

  • Realme NARZO 70 Turbo দাম

রিয়েলমি-এর এই স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 15,999 টাকা ৷ সংস্থার পক্ষ থেকে 1 হাজার টাকা ছাড় দেওয়ায় সেটি 14,999 টাকায় পাবেন গ্রাহকরা ৷ 8 জিবি র‍্যাম-এর হ্যন্ডসেটগুলির দাম 16,999 টাকা ৷ এই ক্ষত্রেও 1 হাজার টাকা ছাড় দেওয়ায় 15,999 টাকায় পাওয়া যাবে মেবাইলগুলি ৷

Jio Brain কী এবং কীভাবে কাজ করবে ? গ্রাহকরা বাড়তি কী সুবিধা পাবেন?

ABOUT THE AUTHOR

...view details