হায়দরাবাদ: চলতি মাসেই লঞ্চ হতে চলেছে রিয়েলমি-র নতুন হ্যান্ডসেট realme NARZO 70 Turbo 5G ৷ উন্নত চিপসেটগুলি মাল্টিকোর ডিজাইন, এআই এক্সিলারেটর এবং অত্যাধুনিক পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমের সমস্ত সুবিধা আছে এই হ্যান্ডসেটে ৷ এছাড়াও রিয়েলমির এই স্মার্টফোনে রেয়ার প্যানেলের ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেনসর ও একটি এলইডি ফ্ল্যাশ প্যানেল থাকবে। চলতি মাসের 9 তারিখে এটি ভারতীয় বাজারে লঞ্চ করবে ৷
- Realme NARZO 70 Turbo 5G ডিজাইন
মোটরস্পোর্ট ডিজাইনে এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে। ফোনের ব্যাক প্যানেলে থাকবে কালো রং। তার উপর লম্বাভাবে হলুদ রঙের স্ট্রাইপ থাকবে। ফোনের রেয়ার প্যানেলের প্রায় মাঝ-বরাবর এই হলুদ রঙের স্ট্রাইপ থাকবে। ফোনের ব্যাক প্যানেলে থাকবে চৌকো আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল। এই হলুদ রঙের স্ট্রাইপের উপর ক্যামেরা মডিউল বসানো থাকবে। realme NARZO 70 সিরিজের অন্যান্য ফোন আগেই ভারতে লঞ্চ হয়েছে। সেই তালিকাতেই যুক্ত হতে চলেছে রিয়েলমি নারজো 70 টার্বো 5জি স্মার্টফোন।
- Realme NARZO 70 Turbo 5G Camera
রিয়েলমির এই ফোনের রেয়ার প্যানেলের ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেনসর আছে। তার সঙ্গে দেখা যাবে একটি এলইডি ফ্ল্যাশ প্যানেল। 6.67 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার রয়েছে ৷ ফোনের ডিসপ্লের উপরের দিকে মাঝ-বরাবর থাকবে হোল পাঞ্চ কাট আউট, যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সাজানো থাকবে। ফোনের ডানদিকে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। আর ফোনের নীচের দিকে থাকবে একটি স্পিকার গ্রিল এবং 3.5 মিলিমিটারের অডিয়ো জ্যাক। ভারতে লঞ্চের পর ই-কমার্স সংস্থা থেকে রিয়েলমি নারজো 70টার্বো 5জি ফোন কেনা যাবে।